নিউজশর্ট ডেস্কঃ এবার রেল যাত্রীদের জন্য রয়েছে একটি গুরুত্বপূর্ণ খবর। ভারতীয় রেলের তরফ থেকে রেল যাত্রীদের সুযোগ সুবিধার কথা মাথায় রেখে নিত্য নতুন পরিষেবা নিয়ে আসা হয়। এক্ষেত্রে সমগ্র ভারতীয়র কাছে বন্দে ভারত এক্সপ্রেস(Vande Bharat Express) নিয়ে একটা আলাদা উত্তেজনা কাজ করে।
আর এবার এই বন্দে ভারত এক্সপ্রেস করে খুব কম সময়ে পৌঁছে যেতে পারবেন দিল্লি। যেকোনো পরিবহনের ক্ষেত্রে সাধারণ মানুষের সবথেকে পছন্দ হলো ভারতীয় রেল। অল্প খরচে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য ভারতীয় রেল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
এখানের সফর আরামদায়ক হওয়ার পাশাপাশি পকেট ফ্রেন্ডলি হয়ে থাকে। যাত্রীদের কাছে বন্দে ভারত এক্সপ্রেস অনেক বেশি জনপ্রিয়তা অর্জন করেছে। আর এবার যারা ট্রেনে করে দিল্লি যাওয়ার কথা পরিকল্পনা করছেন তাদের জন্য দুর্দান্ত খবর রয়েছে।
আরও পড়ুন: Chanakya Niti: এই কাজটি করুন, জীবনে সাফল্য আসতে বাধ্য! বলেছেন চাণক্য
মাত্র দেড় ঘণ্টায় দিল্লি যাবেন: রেল সূত্রের খবর অনুযায়ী, এবার এই বন্দে ভারত এক্সপ্রেসের মত ট্রেনে আপনি মাত্র কয়েক ঘন্টায় পৌঁছে যাবেন দিল্লি। জানা গিয়েছে, খুব শীঘ্রই আগ্রা থেকে দিল্লি অবধি এই বন্দে ভারত ট্রেন পরিষেবা শুরু হবে। আর আপনি মাত্র দেড় ঘন্টায় পৌঁছে যেতে পারবেন দিল্লি। আগামী জুলাই মাস থেকে এই ট্রেনের রুটের ট্রায়াল রান শুরু হবে। এই ট্রেন ১৬০ কিমি প্রতি ঘন্টা বেগে ছুটবে।
আগ্রাও দিল্লির মধ্যে মোট দূরত্ব ২০০ কিলোমিটার। তবে এতটা রাস্তা যেতে বন্দে ভারতের সময় লাগবে দেড় ঘন্টার মত। এই নতুন ট্রেনটি ১২ থেকে ১৬ বগির হবে। জানা গিয়েছে, বন্দে ভারত এই ট্রেনটি আগ্রা ক্যান্টনমেন্ট থেকে নিউ দিল্লি অব্দি চলবে এবং এই ট্রেনটি আগ্রা থেকে ভোর ৫.৫০ মিনিটে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবে।