কঠিন লড়াইয়ের পর অবশেষে সুস্থ ঐন্দ্রিলা! শেষ কেমো নিয়ে নতুন জন্মদিনে মাতলেন অভিনেত্রী

বছরের শুরুতেই দ্বিতীয় বার ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন বাংলা ধারাবাহিকের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। টানা এক বছর ধরে কঠিন লড়াইয়ের পর অবশেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন অভিনেত্রী। তার অদম্য জেদ ও ইচ্ছাশক্তি এবং মানসিক জোর দেখে অনুপ্রাণিত হয়েছেন অসংখ্য অনুরাগীরা। জীবনের এই কঠিন সময়ে অভিনেত্রীর পরিবারের পাশে সব সময় ছিলেন তার সবচেয়ে কাছের বন্ধু অভিনেতা সব্যসাচী চৌধুরী।

শুরু থেকে শেষ পর্যন্ত এই কঠিন লড়াইয়ে তাকে আগলে রেখেছেন সব্যসাচী। প্রেমিকা ঐন্দ্রিলাকে এক মুহূর্তের জন্য নিজের কাছ ছাড়া করেননি অভিনেতা। কঠিন সময়ে কিভাবে পাশে থেকে শক্তভাবে হাতটা ধরতে হয় তা করে দেখালেন সব্যসাচী। তাদের এই ভালোবাসা এখন অনুরাগীদের কাছে একটি বিশেষ পাওনা। সম্প্রতি অভিনেত্রীর শেষ কেমোথেরাপি হয়েছে। আর এই জয়ের আনন্দে মেতে উঠেছেন ঐন্দ্রিলা ও তার পরিবার। এই আনন্দ-উচ্ছ্বাসের সময়ও অভিনেত্রীর পাশে ছিলেন সব্যসাচী।

ফের নিজের জীবন ফিরে পেলেন ঐন্দ্রিলা। তাই কেককেটে সেলিব্রেশন করেছেন তিনি। এই সুন্দর মুহূর্তেই আরেক অভিনেত্রী শুভশ্রী, ঐন্দ্রিলাকে একটি খুব সুন্দর কেক পাঠিয়েছেন। যে কেকের ওপরে লেখা ছিল ‘টাইগ্রেস অর্থাৎ বাঘিনী তুমি করে দেখিয়েছ।’ ঐন্দ্রিলা তার এই খুশির মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতে ভোলেননি। মা, বাবা, বোন, প্রিয় দুই পোষ্য এবং সব্যসাচীকে পাশে নিয়ে কেক কাটার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিনেত্রী।

এই ভিডিওর সাথে অভিনেত্রী লিখেছেন,”দীর্ঘ লড়াইয়ের অবসান। আজ যে আমি কেমন অনুভব করছি তা বলে বোঝাতে পারবো না। হয়তো এই দিনটি দেখতে পেতাম না, যদি আমার পরিবার ও সব্যসাচী পাশে না থাকতো, পাশে থাকা কাকে বলে আমি জেনেছি এই এক বছরে। আমি সত্যি ভাগ্যবতী। আমি মন থেকে কৃতজ্ঞ আমার ডক্টরস এবং হসপিটালের সকলের কাছে। আর সেই কাছের মানুষগুলোর কাছে যারা পুরো কঠিন সময়টা আমার পাশে থেকেছেন ,খোঁজ নিয়েছেন। ইন্ডাস্ট্রি আমাকে এত স্নেহ দিয়েছে তা সত্যিই অতুলনীয়। সর্বশেষে তাদের কথা না বললেই নয়, যারা প্রতিনিয়ত আমার জন্য প্রার্থনা করেছেন। তারা হলেন আপনারা, যারা আমায় নিজেকে ভুলে যেতে দেননি, ভেঙে পড়তে দেননি। ধন্যবাদ জানিয়ে কাউকে ছোট করবো না। শুধু একটাই কথা বলতে চাই। আপনারা আছেন, তাই আমি আছি।” এরপরেই অভিনেত্রীকে শুভেচ্ছা ও ভালোবাসা পাঠিয়েছেন অসংখ্য অনুরাগীরা।

 

View this post on Instagram

 

A post shared by Aindrila Sharma (@aindrila.sharma)

Papiya Paul

X