Air Cooler Tips: ভুলে যান গরমের কথা! কুলার কেনার সময় খেয়াল রাখুন এই ৫ জিনিস, দরকার হবে না AC-র

নিউজশর্ট ডেস্কঃ প্রায় প্রত্যেক বছরই গরমের তাপমাত্রা ক্রমাগত বেড়ে চলেছে। চলতি বছরই মার্চ মাসের থেকে যে হারে গরম পড়তে শুরু করেছে তাতে নাজেহাল অবস্থা রাজ্যবাসীর। আর তাই গরমের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য অনেকেই বাড়িতে এসি কিনে ফেলছেন। কিন্তু বেশিরভাগ মধ্যবিত্ত পরিবারে এসি কেনার মত টাকা না থাকার জন্য সেক্ষেত্রে কুলার হলো ভরসা।

তবে হঠাৎ করে যে কোন কুলার কিনে ফেললেই হয় না। এই কুলার কেনার সময় বেশ কিছু সাবধানতার অবলম্বন অবশ্যই করা উচিত। কারণ কিছু জিনিস বিচার বিবেচনা করে না কিনলে যত বেশি দাম দিয়ে এই কুলার কেনা হোক না কেন সেটি নিয়ে সমস্যায় পড়তে হতে পারে। আপনি যদি নতুন কুলার(Air Cooler Tips) কেনার চিন্তাভাবনা করে থাকেন। তাহলে এই পাঁচটি জিনিস অবশ্যই মাথায় রাখবেন।

১) প্রথমে কুলারটি কতটা ঠান্ডা হচ্ছে সেই বিষয়ে আগে ওয়াকিবহল থাকতে হবে। এছাড়া এর মধ্যে কতটা জল পড়তে হবে এবং সেই জল কত দিন থাকবে সেটাও জানতে হবে।

আরও পড়ুন: Jio: মাত্র ২৩৪ টাকার রিচার্জ প্ল্যানে চলবে ৫৬ দিন! Jio-র নতুন অফারে ঘুম উড়েছে Airtel-Vi-র

২) কুলার কেনার সময় অবশ্যই প্লাস্টিকের কুলার কিনতে হবে। বর্তমান বাজারে আয়রনের কুলার পাওয়া যায়। কিন্তু লোহার আয়রন কুলারের বিদ্যুৎ খরচ অনেক বেশি হয়। এতে জল বেশি লাগে এবং শব্দ বেশি হয় আর অতিরিক্ত এই শব্দের কারণে রাতের বেলায় আপনার ঘুমের ব্যাঘাত ঘটতে পারে। এর পাশাপাশি একটি আয়রন কুলার ঘর কম ঠান্ডা করতে পারে।

৩) এছাড়া কুলার কেনার সময় আরেকটা জিনিস মাথায় রাখতে হবে সেটি কতটা শব্দ করছে এবং তার ওজন কত। যাতে কুলারটি এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে কোন রকমের অসুবিধা না হয়।

৪) এখনকার কুলারগুলোর হানিকম্ব কুলিং প্যাড লাগানো থাকে। প্রত্যেক বছর এই কুলিং প্যাড পরিবর্তন করার প্রয়োজন নেই।

৫) এর পাশাপাশি কুলার কেনার সময় অবশ্যই এটির দাম দেখে নিতে হবে। দাম বেশি হলেই এমন কিন্তু নয় যে অনেক দীর্ঘস্থায়ী হয় এবং অনেক ভালো পরিষেবা দেয়। তাই সমস্ত কিছু বিচার বিবেচনা করে তবেই কুলার কিনতে হবে।

Papiya Paul

X