Airel 999 Plan with Unlimited Calling 2.5 GB High Speed data and Free Amazon Prime Video Subscription

Partha

Airtel Recharge: ফোন ঘেঁটে হাঁপিয়ে গেলেও শেষ হবে না নেট! সস্তায় বাজার কাঁপানো প্ল্যান আনল Airtel

নিউজশর্ট ডেস্কঃ  প্রযুক্তির উন্নতির সাথে সাথে প্রতিটা ঘরেই রয়েছে স্মার্টফোন। তবে ইন্টারনেট ছাড়া স্মার্টফোন একপ্রকার অকেজো বললেই চলে। তাই সস্তায় বেশি ডেটা দেবে এমন ভালো রিচার্জ প্ল্যানের খোঁজ করেন অনেকেই। বর্তমানে বাজারে চারটি টেলিকম অপারেটর রয়েছে, যেগুলি হল – Jio, Airtel, Vodafone Idea ও BSNL। এই চারজনের মধ্যে এয়ারটেল হল দেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম সংস্থা। গ্রাহকদের জন্য মাঝে মধ্যেই দুর্দান্ত সব রিচার্জ প্ল্যান নিয়ে হাজির হয় Airtel। আজ তারই মধ্যে একটির সম্পর্কে জানাবো আপনাদের।

   

বর্তমানে যা প্রতিযোগিতার বাজার তাতে কম ভ্যালিডিটি বা বেশি ভ্যালিডিটি সমস্ত ধরণের প্ল্যান লঞ্চ করেছে কোম্পানিগুলি। প্রায় সবাই আনলিমিটেড কলিং ও হাইস্পীড ডেটা অফার করে। তবে যেটা পার্থক্য তৈরী করছে সেটা হল নতুন যুগের বিনোদন মাধ্যম ওটিটি। বহু রিচার্জ প্ল্যানের সাথেই জনপ্রিয় কিছু ওটিটি অ্যাপের সাবস্ক্রিপশন ফ্রি দেওয়া হচ্ছে। এমনই একটি দীর্ঘমেয়াদী Airtel এর প্ল্যান সম্পর্কে আপনাদের জানাবো যেটাই আনলিমিটেড ডেটাও থাকবে!

Airtel আনলিমিটেড ডেটা ও ফ্রী ওটিটি প্ল্যান 

ভারতী এয়ারটেল তাদের ৯৯৯ টাকার রিচার্জ প্ল্যানে প্রায় সমস্ত সুবিধাই উজাড় করে দিয়েছে। আপনি যদি এই প্ল্যান রিচার্জ করেন তাহলে আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা পেয়ে যাবেন যে কোনো নেটওয়ার্কের জন্য। একইসাথে প্রতিদিন পাবেন ২.৫ জিবি ডেটা অর্থাৎ সর্বমোট ২১০ জিবি হাইস্পীড ইন্টারনেট পাওয়া যাবে।

Airtel

আরও পড়ুনঃ ধারে কাছেও নেই Jio, Airtel! সস্তায় ১৬০ দিন ভ্যালিডিটির বাজার কাঁপানো প্ল্যান লঞ্চ করল BSNL

এখানেই শেষ নয়, আনলিমিটেড 5G ডেটাও পাবেন। তবে ফাইভজি পেতে হলে আপনার স্মার্টফোনটিকেও ফাইভজি সাপোর্টেড হতে হবে। সাথে থাকছে প্রতিদিন ১০০টি ফ্রী এসএমএস। এমনকি এই প্ল্যানের সাথেই বিনামূল্যে মিলবে অ্যামাজন প্রাইম ভিডিও সাবস্ক্রিপশন। যাঁর দৌলতে লেটেস্ট সিনেমা, ওয়েব সিরিজ থেকে গান সবই দেখতে ও শুনতে পারবেন।

এয়ারটেলের ৯৯৯ টাকার প্ল্যানের বৈধতা থাকবে ৮৪ দিনের জন্য। তাই আপনিও যদি দীর্ঘমেয়াদি একটা ভালো রিচার্জ খোঁজেন যেটায় ভরপুর ফিচার্স আছে এই রিচার্জটিকে করে দেখতেই পারেন। এছাড়াও আপনি যদি এয়ারটেল থ্যাংকস অ্যাপের মাধ্যমে রিচার্জ করে তাহলে আরও বেশি ডেটা ও এক্সট্রা সুবিধা যেমন ক্যাশব্যাকও পেয়ে যাবেন।