নিউজশর্ট ডেস্কঃ ভারতের অন্যতম জনপ্রিয় টেলিকম সংস্থা ভারতী এয়ারটেল। জিও এবং ভিআই-এর সঙ্গে প্রতিযোগিতায় টক্কর দেওয়ার জন্য নিত্য নতুন প্ল্যান অফার করছে এই সংস্থা। আর এবার গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে সস্তার রিচার্জ প্ল্যান দিয়ে এসেছে এয়ারটেল(Airtel)। চলুন এই নতুন প্ল্যান সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাই।
Airtel-এর ১৪৮ টাকার রিচার্জ প্ল্যান: এই প্ল্যানের জন্য গ্রাহকদের খরচ করতে হবে মাত্র ১৪৮ টাকা। এই প্ল্যানে ১৫ টির বেশি ওটিটি অ্যাপের সুবিধা রয়েছে। এই অ্যাপ চালানোর জন্য শুধুমাত্র সাবস্ক্রিপশন নয়, ফ্রি ডেটা ও পেয়ে যাবেন। এটি একটি অ্যাড অন প্ল্যান।
অর্থাৎ আপনি নিয়মিত রিচার্জ প্ল্যানের সঙ্গে এই প্ল্যানের সুবিধা পেতে পারেন। আপনার নিয়মিত রিচার্জ প্ল্যানের সঙ্গে এই প্ল্যানটি আপনি ব্যবহার করতে পারেন। আপনাকে ১৫ জিবি ডেটা একেবারে বিনামূল্যে দেওয়া হবে। তবে এই প্ল্যানে আপনি কলিং বা এসএমএস-এর কোন সুবিধা পাবেন না।
আরও পড়ুন: WhatsApp: সারাদিন অনলাইন থাকেন হোয়াটসঅ্যাপে? অজান্তেই প্রতারণার ফাঁদে পা দিচ্ছেন না তো?
এটি Sony Liv, Manora Max, Airtel Extreme Play, Lines Get Play, Haichoi এবং Eros Now এর মত 15টি OTT অ্যাপের বিনামূল্যে সাবস্ক্রিপশন দিচ্ছে।