নিউজ শর্ট ডেস্ক: এখনকার এই মূল্যবৃদ্ধির যুগে মোবাইল ইন্টারনেট পরিষেবা (Internet Coonection) কিংবা টিভি চ্যানেলের মত বিভিন্ন আনুষাঙ্গিক খরচও অনেক বেড়ে গিয়েছে। তাই খরচ বাঁচাতে অনেকেই এখন এমন রিচার্জ প্ল্যান খুঁজেছেন যার মাধ্যমে একইসাথে মোবাইল ইন্টারনেট পরিষেবা এবং টিভি চ্যানেলের পরিষেবা পাওয়া যায়।
তাই এবার গ্রাহককদের এই বিশেষ চাহিদার কথা মাথায় রেখেই তাদের জন্য এয়ারটেল ব্ল্যাক দিচ্ছে একটি অসাধারণ পরিষেবা। তাই যারা একাধিক পরিষেবার জন্য আলাদা আলাদা বিল দিতে নারাজ তাদের জন্যই এই বিশেষ পরিষেবা চালু করেছে এয়ারটেল (Airtel)। যার মাধ্যমে যে কোনো গ্রাহক এবার নিজের পছন্দের একটি বা তার বেশি পরিষেবা বেছে নিয়ে এয়ারটেল ব্ল্যাকের (Airtel Black) এই রিচার্জ প্ল্যানের (Recharge Plan) সুবিধা নিতে পারেন।
আসুন জানা যাক এয়ারটেল ব্ল্যাকের এমনই একটি সাশ্রয়ী মূল্যের রিচার্জ প্ল্যান সম্পর্কে যা একইসাথে হাইস্পিড ইন্টারনেট পরিষেবাসহ বিনামূল্যের ল্যান্ডলাইন পরিষেবা,OTT সাবস্ক্রিপশন সহ ব্রডব্যান্ড কানেকশনের মতো সুবিধা দিয়ে থাকে একটাই বিলের মধ্যে। আসুন এই প্ল্যান সম্পর্কে বিস্তারিত জানা যাক।
এখানে মূলত Airtel Black-এর ৬৯৯ টাকার রিচার্জ প্ল্যানের কথা বলা হচ্ছে। যদি কেউ বাড়িতে থেকেই অফিসের কাজ কিংবা অনলাইনে পড়াশোনার জন্য ব্রডব্যান্ড কানেকশন পেতে চান তাহলে কিন্তু তার জন্য এই রিচার্জ প্ল্যানটি একেবারে আদর্শ। প্রতি মাসে ৬৯৯ টাকার এই রিচার্জ প্ল্যানে ৪০ Mbps ইন্টারনেট পরিষেবা সহ পাওয়া যাবে আনলিমিটেড ডেটা (৩৩০০ জিবি)।অর্থাৎ ডেটা ফুরানোর চিন্তা ছাড়াই মনের আনন্দে ইন্টারনেট পরিষেবা উপভোগ করা যাবে।
আরও পড়ুন: মাত্র ৯৬৯ টাকায় মিলবে OnePlus-এর এই দুর্দান্ত ফোন! ৮ জিবি র্যাম সহ রয়েছে ১০৮Mp ক্যামেরা
এছাড়া আনলিমিটেড কোলের জন্য থাকছে একটি বিনামূল্যের ল্যান্ডলাইন কানেকশনও। তবে রিসিভার শুধুমাত্র গ্রাহককেই কিনতে হবে। হিসাব করে দেখা যাচ্ছে এই প্ল্যানের জন্য প্রতিদিন ২৩ টাকা করে খরচ হবে। তবে এখানে বলে রাখি এর সাথে যুক্ত হবে GST-র পরিমাণ। এই পরিষেবায় গ্রাহকরা বিনামূল্যে পাবেন Disney+Hotstar সহ DTH সংযোগ।
এরসাথেই Airtel XStream App-এ ফ্রী পরিষেবা পাওয়া যাবে। এর মাধ্যমে SonyLiv,Lions Gate, এবং Eros Now সহ ১২ টিরও বেশি OTT-র সাবস্ক্রিপশন পাওয়া যাবে। এখানেই শেষ নয়, এই ব্রডব্যান্ড কানেকশন নিলে বিনামূল্যে ইনস্টলেশন করে দেওয়া হয় আর সেইসাথে পাওয়া যায় ৩০ দিনের বিনামূল্যের ট্রায়াল পরিষেবা।