Airtel

Airtel: একই রিচার্জে চলবে টিভি, মোবাইল ও ব্রডব্যান্ড! Airtel-র সস্তার প্ল্যানে ঘুম উড়ছে Jio-র

নিউজশর্ট ডেস্ক: মোবাইলে ইন্টারনেটের তুলনায় ব্রডব্যান্ড সংযোগ করলে আরো দ্রুতগতিতে পরিষেবা পাওয়া যায়। তাই যে সমস্ত কাজের জন্য দ্রুতগতির ইন্টারনেটের প্রয়োজন হয়, সেগুলোর ক্ষেত্রে ব্রডব্যান্ড সংযোগ গ্রহণ করেন গ্রাহকেরা।  আমাদের দেশে বেশ কিছু জনপ্রিয় সংস্থা বাজারে ব্রডব্যান্ড পরিষেবা প্রদান করে।

এই প্রতিবেদনে গ্রাহকদের একটি সস্তার ব্রডব্যান্ড প্ল্যান সম্পর্কে তথ্য জানাবো। দেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম সংস্থা এয়ারটেল(Airtel) তার গ্রাহকদের সস্তা ব্রডব্যান্ড প্ল্যান অফার করে থাকে। এমনই একটি জনপ্রিয় প্ল্যান রয়েছে যার জন্য ৪০০ টাকারও কম খরচ হবে আপনার।

এই প্ল্যানের সঙ্গে শুধুমাত্র উচ্চগতির ইন্টারনেট দেওয়া হবে এমন নয়। এর সঙ্গে DTH পরিষেবা ও পেয়ে যাবেন। এই প্ল্যানটি airtel-এর ব্ল্যাক প্ল্যানের অন্তর্গত। এর জন্য গ্রাহককে দিতে হবে ৩৯৯ টাকা। আপনি যদি চান বারে বারে রিচার্জ করার ঝামেলা থেকে মুক্ত হবেন। তাহলে একবারে ৩০০০ টাকা দিয়ে ছয় মাসের জন্য রিচার্জ প্ল্যান কিনে নিতে পারেন।

আরও পড়ুন: Airtel: রোজ লাগবে মাত্র ২৩ টাকা, Airtel-র এই প্ল্যানে পাবেন ইন্টারনেট, OTT প্ল্যান সঙ্গে টিভি রিচার্জ!

এর সঙ্গে ১৮ শতাংশ জিএসটি দিতে হবে। আর ইনস্টলেশনের চার্জ হিসাবে দিতে হবে ৫০০ টাকা। এই প্ল্যানটি যদি আপনি গ্রহণ করেন তাহলে ১০ এমবিপিএস গতিতে ইন্টারনেট পরিষেবা পাবেন। পুরো গোটা মাসের জন্য ৩৩০০ জিবি পর্যন্ত আনলিমিটেড ডাটা দেওয়া হবে। এই প্ল্যানের সঙ্গে কোম্পানি আনলিমিটেড কলিং-এর সুবিধা দিচ্ছে।

এর সঙ্গে আপনি একটি বিনামূল্যে ল্যান্ডলাইন সংযোগ পেয়ে যাবেন। আপনাকে নিজেই একটি ল্যান্ডলাইন ডিভাইস কিনতে হবে। তবে এই প্ল্যানের সঙ্গে গ্রাহকদের বিনামূল্যে রাউটার দেওয়া হয়। এর পাশাপাশি এই ব্রডব্যান্ড প্ল্যানে DTH সুবিধা দেওয়া হচ্ছে। একই সঙ্গে অনেকগুলো পরিষেবা পেয়ে যাবেন এই প্ল্যানে।

Papiya Paul

X