নিউজশর্ট ডেস্ক: ভারতের অন্যতম এবং জনপ্রিয় টেলিকম সংস্থা এয়ারটেল(Airtel)। মুকেশ আম্বানির রিলায়েন্স জিওর পর গোটা ভারতবর্ষ জুড়ে এয়ারটেলের গ্রাহক সংখ্যা সবথেকে বেশি। আপনি যদি একজন এয়ারটেল গ্রাহক হন এবং এই মুহূর্তে আনলিমিটেড ডাটা প্ল্যান খুঁজে থাকেন তাহলে আপনার জন্য একটি নতুন প্ল্যানের খবর নিয়ে এসেছি আমরা।
এখন এয়ারটেল তার পুরনো প্ল্যানগুলোর বদল ঘটিয়ে আবার নতুনভাবে তা গ্রাহকদের জন্য নিয়ে আসছে। এছাড়া এসব প্ল্যানে অনেক বেশি ফিচারসও রয়েছে। এই প্ল্যানের জন্য আপনাকে খরচ করতে হবে মাত্র ৪৯ টাকা। তাহলে এই প্ল্যান সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
Airtel-র ৪৯ টাকার প্ল্যান: এই প্ল্যানের জন্য আপনাকে ৪৯ টাকা খরচ করতে হবে। এর সঙ্গে আপনি একদিনের জন্য আনলিমিটেড ডাটা পেয়ে যাবেন। সেই একদিনের জন্য আপনি যত খুশি ডেটা ব্যবহার করতে পারেন।
আরও পড়ুন: লাগবে না দোকান! নামমাত্র টাকা দিয়ে এই ব্যবসা করেই মাসে আয় করুন দেড় লক্ষ টাকা!
কোম্পানি এই প্ল্যানের সঙ্গে ২০ জিবি আনলিমিটেড ডেটা বরাদ্দ রেখেছে। যদিও এই ডেটার শেষ হয়ে যাবার পরেও ইন্টারনেট চলবে তবে সেক্ষেত্রে গতি অনেক কম থাকবে। নেট শেষ হয়ে যাবার পর ইন্টারনেটের গতি ৬৪ কেবিপিএস হয়ে যাবে। গ্রাহকদের নতুনভাবে আকৃষ্ট করার জন্য এই প্ল্যান এনেছে এয়ারটেল।
Airtel-এর ৯৯ টাকার প্ল্যান:
এছাড়া এয়ারটেল আরো দুটো প্ল্যান রয়েছে যার মধ্যে একটি প্ল্যানের জন্য আপনাকে খরচ করতে হবে ৯৯ টাকা। এই প্ল্যানে আপনি বৈধতা হিসেবে পেয়ে যাবেন ২ দিন। এর সঙ্গে আনলিমিটেড ডাটা মিলবে। যারা অল্পদিনের বৈধতাতেও প্রচুর ইন্টারনেটের প্রয়োজন হয় তারা এই প্ল্যান রিচার্জ করতে পারেন।