Airtel: জবরদস্ত অফার, মাত্র ৩০১ টাকায় চলবে ১০ টি ফোনের ইন্টারনেট! সবাইকে টক্কর Airtel-র

নিউজশর্ট ডেস্কঃ ভারতের প্রত্যেকটি টেলিকম সংস্থা গ্রাহকদের আকৃষ্ট করার জন্য নিত্যনতুন অফার এবং রিচার্জ প্ল্যান নিয়ে আসে। আর এখন বর্তমান সময়ে সমস্ত রিচার্জ প্ল্যানের মধ্যেই ইন্টারনেট সুবিধা থাকা বাঞ্ছনীয়। যেই প্ল্যানে ইন্টারনেটের সুবিধা বেশি পাওয়া যায়। সেই প্ল্যানে গ্রাহকরা রিচার্জ করেন।

এখন প্রায় প্রত্যেকের হাতেই স্মার্টফোন রয়েছে। এমনকি প্রত্যেকটি পরিবারের প্রত্যেক জন সদস্যর হাতে স্মার্টফোন থাকে। সেক্ষেত্রে যদি ১০ জন সদস্য স্মার্টফোন ব্যবহার করে থাকেন এবং প্রত্যেক মাসে রিচার্জের জন্য খরচ হয় ২৫০ টাকা। তাহলে এক মাসে রিচার্জে খরচ হবে ২৫০০ টাকা। তবে আপনি চাইলে এই খরচ একেবারে কমিয়ে ৩০১ থেকে ১,০০০ টাকার মধ্যে রাখতে পারেন।

নিশ্চয়ই শুনে অবাক হয়েছেন, তবে এই অবাক করা বিষয়টি ঘটিয়েছে Airtel। এর জন্য আপনাকে এয়ারটেলের ওয়াইফাই ডিভাইস ইন্সটল করতে হবে। আজকের এই প্রতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য জানাবো।

Airtel

আরও পড়ুন: Women’s Scheme: মিলবে চড়া সুদ, শুধুমাত্র মহিলাদের জন্য দারুণ সুযোগ মোদী সরকারের, এই সুযোগ হাতছাড়া করলে পস্তাবেন

Airtel-এর Wi-Fi ডিভাইসের দাম: এক্ষেত্রে এয়ারটেলের যে ডিভাইসটির কথা বলা হয়েছে সেই ডিভাইসটি অ্যামাজনে  Airtel DigitalTV E5573Cs-609 হিসেবে তালিকাভুক্ত হয়েছে। এটি একটি ওয়ারলেস হটস্পট সিঙ্গেল ব্যান্ড ওয়াইফাই ডিভাইস। যেটির দাম ২,৭৯৯ টাকা। তবে ব্যাঙ্ক ডিসকাউন্ট অফারের মাধ্যমে এই ডিভাইসটি ২,০০০ টাকা ছাড়ের পরে ৭৯৯ টাকায় পাওয়া যাবে। এক্ষেত্রে এই ডিভাইসে ১ বছরের ওয়ারেন্টি পাওয়া যাবে। ল্যাপটপ, ট্যাবলেট, স্মার্টটিভি, স্মার্টফোন সমস্ত কিছুর সঙ্গে এই ডিভাইস যুক্ত করা যাবে। এই ডিভাইসের মধ্যে আপনি ৬ ঘন্টার ব্যাটারি লাইফ পাবেন।

Airtel

কত রিচার্জ করতে হবে?
এই ওয়াইফাই ডিভাইসটির সঙ্গে আপনাকে একটি ডেটা প্যাক নিতে হবে। এর জন্য আপনাকে এয়ারটেলের ওয়েবসাইট থেকে রিচার্জ করতে হবে। সেক্ষেত্রে ৫০ জিবি ডেটার জন্য আপনাকে ৩০১ টাকা রিচার্জ করতে হবে। আবার ১৪৮ টাকায় আপনি ১৫ জিবি ডাটা প্ল্যান পাবেন এবং ১২৯ টাকায় আপনি ১২ জিবি ডেটা ইউজ করতে পারবেন।

Avatar

Papiya Paul

X