Airtel

Papiya Paul

Airtel: এয়ারটেলের জবরদস্ত প্ল্যান, ২০০ টাকার কমে মিলবে প্রচুর ডেটা সঙ্গে ফ্রি কলিং

নিউজশর্ট ডেস্ক: ভারতের অন্যতম এবং জনপ্রিয় টেলিকম সংস্থা এয়ারটেল(Airtel)। জিওর পর দ্বিতীয় টেলিকম সংস্থা হিসেবে ভারতবর্ষে সবথেকে বেশি গ্রাহক সংখ্যা রয়েছে এই সংস্থার। গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে এই কোম্পানি নিত্যনতুন প্ল্যান অফার করে।

   

একেবারে লং টাইমের প্ল্যানের পাশাপাশি এক মাসের প্ল্যান ও রয়েছে এই সংস্থার। আপনিও যদি এক মাসের জন্য সাশ্রয়ী কোন প্ল্যান কিনতে চান, তাহলে এয়ারটেল নিয়ে এসেছে একটি দুর্দান্ত প্ল্যান। চলুন তাহলে এই প্ল্যান সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Airtel-এর ১৯৯ টাকার প্ল্যান:
এই প্ল্যানের বৈধতা রয়েছে ৩০ দিন পর্যন্ত। এর সাথে এই প্ল্যানে স্থানীয়, STD এবং রোমিং এ কলিং-এর সুবিধা পাওয়া যায়। এর সাথেই ৩০০ টি এসএমএসের সুবিধা দেওয়া হবে। এছাড়া পুরো একমাস সময়ে ৩ জিবি ডাটা থাকছে। আর এই ডেটা সীমা অতিক্রম করার পর গ্রাহকদের ৫০ পয়সা প্রতি এমবি হিসাবে চার্জ করা হবে।

আরও পড়ুন: Airtel: একই রিচার্জে চলবে টিভি, মোবাইল ও ব্রডব্যান্ড! Airtel-র সস্তার প্ল্যানে ঘুম উড়ছে Jio-র

তবে এই ডেটা লিমিট শেষ হয়ে যাবার পর আপনি যদি অতিরিক্ত ডাটা চান তাহলে একটি ডেটা ভাউচার কিনে নিতে পারেন। এই সুবিধা গুলো ছাড়াও এই প্ল্যানে ফ্রি হ্যালো টিউনস, ফ্রি উইংক মিউজিকের সুবিধাও দেওয়া হচ্ছে। এর পাশাপাশি এতে পাঁচ টাকার টকটাইমও দেওয়া হচ্ছে।