নিউজশর্ট ডেস্কঃ ভারতের অন্যতম জনপ্রিয় টেলিকম সংস্থা এয়ারটেল(Airtel)। এই মুহূর্তে টেলিকম কোম্পানিগুলো লড়াইয়ে জিওর সঙ্গে তাল মিলিয়ে টেক্কা দিচ্ছে এয়ারটেল। এখন সারাদেশ জুড়ে 5G নেটওয়ার্ক পরিষেবা দেওয়ার জন্য দ্রুততার সঙ্গে কাজ করছে। তবে এবার শুধু হাই স্পিড ফাইভ-জি নেটওয়ার্ক নয়, এর পাশাপাশি গ্রাহক যাতে যে কোন জায়গা থেকে দ্রুতগতিতে ইন্টারনেট ব্যবহার করতে পারেন তার জন্য বিভিন্ন হার্ডওয়ার ডিভাইস লঞ্চ করছে।
যেমন কিছুদিন আগে এয়ারটেল একটি ছোট ও পোর্টেবল 5G WI-FI রাউটার লঞ্চ করেছে, যেটি এতটাই ছোট যে পকেটে কিংবা ব্যাগ প্যাকে নিয়েও ঘোরা যাবে। আজকের এই প্রতিবেদনে এয়ারটেলের নতুন এই রাউটার সম্পর্কে বিস্তারিত জানাবো।
Airtel 5G Plus My-WiFi MF501 Data Card এর দাম:
এয়ারটেল ৫জি প্লাস মাই ওয়াইফাই এফএম ৫০১ডেটা কার্ড-এর দাম রাখা হয়েছে ২৯ হাজার ৯৯০ টাকা। তবে মার্কেটে এখন এটি ২২ হাজার ৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে।
আরও পড়ুন: Jio: বছর শেষে দারুন অফার দিচ্ছে Jio! কম টাকায় এত অফারের কথা শুনলেই ঘুরবে মাথা
কোথায় পাওয়া যাচ্ছে এত কম দামে? ফ্লিপকার্ট-এর মাধ্যমে এই গ্যাজেটটি আপনি কিনে নিতে পারেন। এটি ডার্ক ব্লু এবং ব্ল্যাক সংমিশ্রিত এটা আকর্ষণীয় কালারে বাজারে পাওয়া যাচ্ছে।
Airtel 5G Plus My-WiFi MF501 Data Card এর স্পেসিফিকেশন: এয়ারটেল ৫জি প্লাস মাই-ওয়াই-ফাই এমএফ৫০১ডেটা কার্ড ‘৫জি প্লাস’ এই সংযোগ প্রদানের জন্য তৈরি করা হয়েছে। এটি একটি পোর্টেবল ওয়াইফাই রাউটার যা গ্রাহক তার পকেটে কিংবা ব্যাকপ্যাকে নিয়ে অনায়াসে ঘুরতে পারবেন। এর মাধ্যমে যেসব জায়গায় ওয়াইফাই নেটওয়ার্ক পাওয়া খুব কঠিন এমন এলাকাতেও নিরবিচ্ছিন্ন এবং দ্রুত ইন্টারনেট পরিষেবা পাওয়া যাবে।
আরও পড়ুন: QR Code: QR কোডেও হতে পারে স্ক্যাম! সতর্ক না হলে খোয়া যাবে সর্বস্ব, এখনই জানুন এই সিক্রেট
এই পোর্টেবল ডিভাইসটির পিছনে মধ্যেখানে এবং সামনের নিচে ব্র্যান্ডিং লোগো রয়েছে। ডিভাইসটির সামনে একটি ছোট টাচ ডিসপ্লে রয়েছে। উপরদিকে বাম কোনায় ফাইভ-জি নেটওয়ার্কের সিগনাল স্ট্রেন এবং ডান দিকে ব্যাটারি লেভেল দেখা যাবে। আর ওপর দিকে মাঝখানে সময়, তারিখ, রাউটারের সঙ্গে সংযুক্ত ডিভাইসের সংখ্যা লেখা থাকবে। শুধু তাই নয়, এর পাশাপাশি ডিসপ্লের নিচে বাম দিকে কতটা ডেটা রয়েছে এবং কতটা ডেটা ব্যবহার করার হয়েছে সেটাও চেক করা যাবে। এর ফলে গ্রাহককে আর AIRTEL APPLICATION খুলে চেক করতে হবে না।
এই ডেটাকে আর সর্বাধিক ১৫০ এমবিপিএস পর্যন্ত ডিভাইস দিতে পারে। আর ৫১২ এমবি পর্যন্ত মেমোরি ক্যাপাসিটির সঙ্গে এটি মার্কেটে আসছে। এটির উপরে একটি পাওয়ার বাটান এবং সিম কার্ড স্লট রয়েছে। আর নিচে একটি ইউএসবি টাইপ সি পোর্ট রয়েছে। এছাড়া রিটেল বক্সে একটি ডাটা কার্ড ইউনিট, একটি সিম রিমুভার পিন এবং একটি ইউএসবি টাইপসি কেবিল পেয়ে যাবেন।