Airtel

Papiya Paul

Airtel: ধারেকাছে নেই Jio, Vi! একগাদা অফারের সাথে এই ধামাকা প্ল্যান আনলো Airtel

নিউজশর্ট ডেস্ক: বর্তমান সময়ে ভারতের টেলিকম বাজারে তীব্র প্রতিযোগিতা চলছে জিও, এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়ার মধ্যে। তাই সমস্ত টেলিকম সংস্থায় নিজেদের গ্রাহক ধরে রাখার জন্য একটার পর একটা নতুন প্ল্যান লঞ্চ করছে। গ্রাহক ধরে রাখার জন্যই বিভিন্ন ধরনের প্ল্যানে গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে অফার নিয়ে আসা হচ্ছে।

   

আর তাই কলিং এবং ইন্টারনেটের সুবিধার পাশাপাশি এখন বিভিন্ন ধরনের ওটিটি প্ল্যাটফর্ম প্ল্যানের সঙ্গে যুক্ত করা হচ্ছে। এছাড়া গ্রাহকদের আরো বিভিন্ন রকমের সুবিধা প্রদান করা হচ্ছে। এবার জনপ্রিয় টেলিকম কোম্পানি এয়ারটেল(Airtel) এমনই একটি আকর্ষণীয় প্ল্যান নিয়ে এসেছে। চলুন তাহলে এক নজরে সমস্ত বিষয়ে জেনে নেওয়া যাক। এয়ারটেল একটি প্রিপেড প্ল্যান অফার করেছে। যার জন্য খরচ করতে হবে ৬৬৬ টাকা।

এই প্ল্যানের বৈধতা রয়েছে ৮৪ দিন পর্যন্ত। এই নতুন প্রিপেইড প্ল্যানে যে কোন নম্বরে আনলিমিটেড ভয়েস কলিং পাওয়া যাবে। এর সঙ্গে বিনামূল্যে জাতীয় কলের সুবিধা রয়েছে। এছাড়া প্রতিদিন ১০০ টি করে এসএমএস করা যাবে। তার সাথেই ১.৫ জিবি করে ডেটা মিলবে। পাশাপাশি যে সমস্ত ব্যবহারকারীরা ৫ জি স্মার্টফোন ব্যবহার করছেন এবং ৫জি নেটওয়ার্ক এক্সেস করছেন। তাদের জন্য এয়ারটেল অফুরান ৫জি এক্সেস করার সুযোগ দিচ্ছে।

Airtel

আরও পড়ুন: Airtel: মাঝ আকাশেও তড়তড়িয়ে চলবে ইন্টারনেট! মাত্র ১৯৫ টাকায় পান Airtel-র জব্বর প্ল্যান

এই অফারগুলো পাওয়ার জন্য গ্রাহকদের তাদের মোবাইলে এয়ারটেল থ্যাংঙ্কস ডাউনলোড করতে হবে এবং আনলিমিটেড ৫জি প্ল্যান সক্রিয় করতে হবে। এর সাথে গ্রাহকদের নিশ্চিত করতে হবে যে তাদের ফোনের সেটিংস 5G/4G/3G/2G পরিষেবার সঙ্গে মোবাইল নেটওয়ার্ক পছন্দ করার জন্য কনফিগার করা হয়েছে। এর সঙ্গে এই প্রিপেড প্ল্যানে বিনামূল্যে Hello Tunes এবং Wynk Music অ্যাকসেসের মতো অফার পাবেন।