Airtel

Airtel: ৩ মাস নো রিচার্জ, Airtel-র এই ৪ টি জবরদস্ত রিচার্জ প্ল্যানের কাছে পাত্তা পাবে না Jio-র প্ল্যানও!

নিউজশর্ট ডেস্কঃ ভারতের দ্বিতীয় জনপ্রিয় টেলিকম সংস্থা এয়ারটেল(Airtel) পরিচিত রয়েছে। গ্রাহকদের সুবিধার জন্য নিত্যনতুন রিচার্জ প্ল্যান নিয়ে আসছে এই সংস্থা।p যেখানে আনলিমিটেড কলিং, অনেক বেশি ডেটা এবং অন্যান্য সুবিধা পাওয়া যায়। এছাড়া এই কোম্পানির এক বছরের ভ্যালিডিটিসহ কিছু প্ল্যানও রয়েছে। আজকের এই প্রতিবেদনে বেশ কয়েকটি দুর্দান্ত রিচার্জ প্ল্যান সম্পর্কে আলোচনা করা হবে।

Airtel-র ৪৫৫ টাকার রিচার্জ প্ল্যান: এই প্ল্যানে যেকোনো নাম্বারে আনলিমিটেড ভয়েস কল করা যায়। এর সঙ্গে প্রতিদিন ১০০ টি এসএমএস-এর সুবিধা পাওয়া যাবে। এই প্ল্যানে মোট ৬ জিবি ডেটা পাওয়া যাবে। এই প্ল্যানের ভ্যালিডিটি থাকবে ৮৪ দিন। এই প্ল্যানে ফ্রি হ্যালো টিউন, উইঙ্ক মিউজিক সাবস্ক্রিপশন পাওয়া যাবে।

Airtel-র ৭১৯ টাকার রিচার্জ প্ল্যান: এই প্ল্যানে রোজ ১.৫ জিবি ডাটা পাওয়া যাবে। এর সঙ্গে আনলিমিটেড ভয়েস কল এবং রোজ ১০০ টি এসএমএসের সুবিধা পাওয়া যাবে। এছাড়া এই প্ল্যানে Xstream Mobile-এর সাবস্ক্রিপশন পাওয়া যাবে। এই প্ল্যানের ভ্যালিডিটি থাকবে ৮৪ দিন।

Airtel

আরও পড়ুন: Aadhaar Card: শুধু আধার কার্ড নয়, এই বিশেষ কার্ড আনছে কেন্দ্রীয় সরকার! মিলবে একাধিক সুবিধা

Airtel-র ৮৩৯ টাকার রিচার্জ প্ল্যান: এই প্ল্যানে রোজ ২ জিবি ডাটা পাওয়া যাবে। এর সঙ্গে আনলিমিটেড ভয়েস কল এবং রোজ ১০০ টি এসএমএসের সুবিধা পাওয়া যাবে। এই প্ল্যানের ভ্যালিডিটি থাকবে ৮৪ দিন পর্যন্ত। এছাড়া এই প্ল্যানে Xstream Mobile-এর সাবস্ক্রিপশন পাওয়া যাবে। এই প্ল্যানটি রিচার্জ করলে তিন মাসের জন্য ডিজনি প্লাস হটস্টারের সাবস্ক্রিপশন মিলবে।

Airtel

Airtel-র ৯৯৯ টাকার রিচার্জ প্ল্যান: এই প্ল্যানে রোজ ২.৫ জিবি করে ডেটা মিলবে। এই প্ল্যানের সঙ্গেও আনলিমিটেড ভয়েস কল, রোজ ১০০ টি এসএমএস এবং Xstream Mobile-এর সাবস্ক্রিপশন পাওয়া যাবে। এই প্ল্যানের ভ্যালিডিটিও ৮৪ দিন পর্যন্ত। এই প্ল্যান রিচার্জ করলে আমাজন প্রাইম মেম্বারশিপ পাওয়া যাবে।

Avatar

Papiya Paul

X