Aadhaar Card

Aadhaar Card: শুধু আধার কার্ড নয়, এই বিশেষ কার্ড আনছে কেন্দ্রীয় সরকার! মিলবে একাধিক সুবিধা

নিউজ শর্ট ডেস্ক: ভারতীয় নাগরিকদের কাছে আধার কার্ড অত্যন্ত প্রয়োজনীয় একটি `পরিচয় পত্র। এখন ব্যাংক একাউন্ট থেকে শুরু করে রেশন কার্ড প্রতি ক্ষেত্রেই আধার নম্বর লিঙ্ক (Aadhaar Card Link) বাধ্যতামূলক করেছে কেন্দ্র সরকার। তবে এবার এই আধার কার্ডের জায়গা নিতে আসছে নতুন এবিসি কার্ড (ABC Card)। বিভিন্ন সরকারি কাজের ক্ষেত্রে এটি প্রথম শ্রেণীর পরিচয় পত্র হিসেবে ব্যবহৃত হয়।

আসলে অনেকের পক্ষে আধার লিঙ্ক করা সম্ভব হয়ে উঠছে না। তাই এবার জানা যাচ্ছে আগামী দিনে বন্ধ করে দেওয়া হবে আধার কার্ড, তার পরিবর্তে নতুন ABC কার্ড চালু হবে। আগামী দিনে এই কার্ডেই নাগরিকরা পাবেন সমস্ত সুবিধা।

ABC Card কি? ABC-এর পুরো কথা হলো Academic Bank of Credit, দেশের শিক্ষার্থীদের জন্য কেন্দ্রীয় সরকার (Central Government) এই কার্ডটি চালু করেছে। বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রক সংস্থা UGC নির্দেশ দিয়েছিল যে সমস্ত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন শিক্ষা ব্যবস্থা রয়েছে সেগুলিকে অবশ্যই এবিসি পোর্টাল abc.gov.in নথিভুক্ত হতে হবে।

ABC কার্ড পোর্টাল কি? অন্যান্য সরকারি পোর্টালগুলোর মতোই এবিসি পোর্টাল একটি জাতীয় পোর্টাল। এই পোর্টালের মধ্যে স্কুল কলেজের সমস্ত ছাত্রছাত্রীরাই রেজিস্ট্রেশন করতে পারবেন। এক্ষেত্রে একাডেমিক কোয়ালিফিকেশনের সমস্ত রেকর্ড লাগবে। এই রেকর্ড অনুযায়ী, তারা ক্রেডিট কার্ড পাবে। রেকর্ড যত ভালো হবে  তত বেশি ক্রেডিট পাওয়া যাবে।

আরও পড়ুন: SBI Loan: ৫ বছরের জন্য ১০ লাখ টাকার পার্সোনাল লোন চাই? SBI থেকে নিলে কত EMI পড়বে জানেন?

এই কার্ডের সুবিধা কি কি?

১) এই পোর্টালে পড়ুয়াদের সমস্ত অ্যাকাডেমিক রেকর্ড নথিভুক্ত থাকবে। যার ফলে পরবর্তীকালে কোনো দরকার হলে তারা তা এক্সেস সহজেই করতে পারবেন।

২) কোয়ালিফিকেশনের ওপর ভিত্তি করে পাওয়া ক্রেডিটের ওপরেই পড়ুয়ারা  ভর্তি হওয়ার সুযোগ পাবেন।

৩) এক্ষেত্রে কেউ চাইলে অনলাইন বা ডিস্টেন্সেও পড়াশোনা করতে পারেন।

৪) এই পোর্টাল থেকে পাওয়া ক্রেডিট রিডিম করার সর্বোচ্চ সময় সীমা রয়েছে সাত বছর।

৫) ABC Card শিক্ষার্থীরা চাইলে সরাসরি দ্বিতীয়বর্ষ থেকেও পড়াশোনা শুরু করতে পারেন। তাদের জন্য প্রথমবর্ষ থেকেই পড়াশোনা করা বাধ্যতামূলক হবে না।

৬) এই কার্ড হোল্ডারদের কোনো কোর্সে ভর্তি হতে গেলে নথিপত্র দেখানোর প্রয়োজন পড়বে না। তবেতা সব ক্ষেত্রে নয়।

৭) এই শিক্ষার্থীদের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার নির্দিষ্ট সময় সীমা নেই।

Aadhaar Card

কিভাবে তৈরী করবেন এবিসি কার্ড? 

১) প্রথমে Digilocker ওয়েবসাইট ওপেন করতে হবে।

২) এরপর সেখান থেকে ‘Education’ ট্যাবের ওপর ক্লিক করতে হবে ।

৩) তারপর সেখান থেকে যেতে হবে Academic Bank Credit Services অপশনে ।

৪) নতুন উইন্ডো খুললেই নিজের শিক্ষা প্রতিষ্ঠান নাম বেছে নিতে হবে।

৫) এরপর Generate ABC Card ID অপশনে ক্লিক করতে হবে।

৬) ব্যাস এখানেই ডিজিলকার ওয়েবসাইটের কাজ শেষ।

৭) এরপর www.abc.gov.in পোর্টালে গিয়ে ‘Sign Up’ অপশনে ক্লিক করতে হবে।

৮) সেখানেই পড়ুয়ারা নিজের নাম, ঠিকানা, সার্টিফিকেট, কোর্সের বিবরণ, ডিজি লকার এর আইডি ইত্যাদি সমস্ত তথ্য সঠিক ভাবে এন্টার করতে হবে ।

এইভাবে সমস্ত স্টেপ ফল করার পর একটি ইউনিক আইডি এবং একটি পাসওয়ার্ড পাওয়া যাবে। এই আইডি পাসওয়ার্ড দিয়েই  প্রার্থীরা যে কোনও সময় লগইন করে নিজেদের সমস্ত তথ্য অ্যাক্সেস করতে পারবেন।

Avatar

Papiya Paul

X