নিউজ শর্ট ডেস্ক: এই ডিজিটাল ইন্ডিয়ার যুগে যোগাযোগ ব্যবস্থাকে আরো বেশি উন্নত করে গড়ে তোলার জন্য ইতিমধ্যেই দেশজুড়ে চালু হয়েছে ফাইভ জি (5G) পরিষেবা। আর ভারতে এই ফাইভ জি পরিষেবা চালু হতে না হতেই বিভিন্ন সিম এবং মোবাইল কোম্পানিগুলি একে অপরকে টেক্কা দিতে নেমে পড়েছে প্রতিযোগিতায়।
জিও-কেও টেক্কা দিতে এবার মোবাইল সংস্থা পোকো ইন্ডিয়ার (Poco India) সাথেই যৌথভাবে বাজারে ৫জি ফোন আনতে চলেছে, এয়ারটেল (Airtel)। এই নতুন ৫ জি ফোন এনে সবাইকে তাক লাগিয়ে দেওয়ার জন্য এয়ারটেলের সাথে অংশীদারিত্ব করেছে পোকো ইন্ডিয়া। তাই আগামী দিনে খুব তাড়াতাড়ি আরও একটি সস্তার ফাইভ জি ফোন আসতে চলেছে ভারতের বাজারে।
তবে এবার জিও নয় এই নতুন ৫জি ফোনটি হলো এয়ারটেলের। যার সাথেই রয়েছেন পোকো ইন্ডিয়া। বাজারের সবথেকে সস্তার এই ফোনটি নিয়ে আসার জন্য সম্প্রতি সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম এক্স-এর টুইটার হ্যান্ডেলে এই খবর জানিয়েছেন পোকো ইন্ডিয়ার মালিক স্বয়ং হিমাংশু টান্ডন।
যদিও এয়ারটেলের এই অংশীদারত্বের বিষয়টা আমজনতার কাছে এখনও পুরোপুরি স্পষ্ট নয়। তাই এখনও পর্যন্ত জানা যায়নি এয়ারটেলের এই নতুন ফাইভ জি ফোনটিতে কোনো পুরনো ফোনের ৫জি সুবিধা যুক্ত করে নতুনরূপে ফিরিয়ে আনা হচ্ছে? নাকি এটি এয়ারটেলের বিশেষ কোনো নতুন ফোন হবে?
এবিষয়ে এখনো পর্যন্ত নতুন কোনো তথ্য পাওয়া যায়নি।বর্তমানে পকো ব্র্যান্ডের সবথেকে সস্তা ফাইভ জি ফোন হল এম সিক্স ফাইভ জি। ৪ জি র্যাম আর ১২৮ জিবি স্টোরেজ সম্পন্ন এই মোবাইলটির দাম ৯,৯৯৯ টাকা। এই ফোনের অন্য একটি ভার্সন আছে যার মধ্যে রয়েছে ১২৮ জিবি স্টোরেজ ও ৬ জিবি র্যাম।এয়ারটেলের এই মোবাইলটির দাম ১০,৯৯৯ টাকা। এছাড়া আছে ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি ষ্টোরেজ যুক্ত মডেল।
এই ফোনটির দাম মাত্র ১১,৯৯৯ টাকা।এগুলির মধ্যে থেকেই যে কোনো একটি এয়ারটেল সংস্করণ হয়ে আসতে চলেছে। যার দাম বাকি তিনটি মডেলের থেকে কম হতে পারে। এছাড়া এয়ারটেলের রিচার্জ-এর ক্ষেত্রেও বেশ কিছু ছাড় রয়েছে।
তবে চুপ করে বসে নেই কিও-ও। বাজারে জিও-র যে ৫জি ফোন যার দাম হতে পারে আট হাজার টাকা। তবে এই ফোনে থাকবে এক বিশেষ চিপসেট। তবে বর্তমানে এয়ারটেল দেশের প্রথম সারির টেলিকম সংস্থা গুলির মধ্যে অন্যতম। অন্যদিকে ফোনের বাজারেও বেশ নাম কিনেছে পোকো। এখন এই দু’টি কোম্পানির যুগলবন্দী কতোটা বাজার কাঁপাতে পারে সেটাই দেখার।