Airtel

Papiya Paul

Airtel: লাগবে না ইনস্টলেশন চার্জ, পাবেন ১ টিবি হাইস্পিড ডেটা, নতুন প্ল্যানে সকলকে চমকে দিল Airtel

নিউজশর্ট ডেস্কঃ এয়ারটেল(Airtel) গ্রাহকদের আকৃষ্ট করার জন্য নিত্য নতুন অফার নিয়ে আসে। আর এয়ারটেলের Xstream Air Fibre প্ল্যান পুনরায় চালু করে সকলের মুখে হাসি ফুটিয়েছে এই কোম্পানি। যদিও এর বেশ কিছু নিয়মের পরিবর্তন হয়েছে। কিন্তু তবুও আপনি যদি এয়ারটেল এয়ার ফাইবার ব্যবহারকারী হন। তাহলে এই প্ল্যানে গ্রাহকদের জন্য কি কি সুবিধা দেওয়া হচ্ছে তা জেনে নিন।

   

Airtel Xstream Air Fibre-এর সুবিধা ও শর্তাবলী:
এয়ারটেলের ৫জি এক্সট্রিম এয়ার ফাইবার পরিষেবা গ্রাহকের জন্য এখন ১০০ এমবিপিএস স্পিড সহ পাওয়া যাচ্ছে। আগে এই প্ল্যান শুধুমাত্র ছয় মাসের জন্য উপলব্ধ ছিল। এখন গ্রাহকেরা ১২ মাসের জন্য রিচার্জ করতে পারবে।

খরচ কত?
এক্ষেত্রে ১০০০ টাকা ইনস্টলেশন খরচসহ ৬ মাসের Airtel Xstream Air Fibre প্ল্যানের জন্য জিএসটি সহ আপনাকে খরচ করতে হবে ৬,৬৫৭ টাকা। আর আপনি যদি ১২ মাসের রিচার্জ করে থাকেন তাহলে খরচ করতে হবে ১১,৩১৪ টাকা। এক্ষেত্রে ১২ মাসের রিচার্জ করলে কোন ইনস্টলেশন চার্জ দিতে লাগবে না।

Airtel

আরও পড়ুন: Airtel: এক রিচার্জে মিলবে হাই স্পিড ইন্টারনেট, ফ্রি কলিং, WiFi সঙ্গে একগুচ্ছ OTT ও TV চ্যানেল

সুবিধা: এই প্ল্যানে গ্রাহকেরা পেয়ে যাবেন এক টিবি পর্যন্ত ডেটা। আর এই ডেটা লিমিট অতিক্রম করার পর ইন্টারনেটের গতি কমে ২ এমবিপিএস হয়ে যাবে। এর সাথে গ্রাহকদের একদম ফ্রিতে এক্সট্রিম প্রিমিয়াম এক্সেস করার সুযোগ দেওয়া হবে। এয়ারটেলের এই এক্সট্রিম এয়ার ফাইবার কানেকশনের মতোই ১০০ mbps ইন্টারনেট স্পিড দিচ্ছে।

এই এয়ারটেল এক্সট্রিম এয়ার ফাইবার প্ল্যানের খরচ:
বর্তমানে এয়ারটেলের কাছে শুধুমাত্র একটি প্ল্যানেই রয়েছে যেটির জন্য জিএসটি সহ আপনাকে দিতে হবে ৭৯৯ টাকা। এই প্ল্যানটির ক্ষেত্রে ৬ মাস কিংবা ১২ মাসের জন্য রিচার্জ করা যেতে পারে।
আপনি যদি ৬ মাসের জন্য রিচার্জ করেন তাহলে খরচ করতে হবে ৫,৬৫৭ টাকা। আর এর সঙ্গে ১০০০ টাকা ইনস্টলেশন চার্জ দিতে হবে।