AISEL Recruitment 2024 Know details how to apply

এয়ার ইন্ডিয়াতে ৪৭,৬২৫ টাকার চাকরি, স্নাতক হলে ঝটপট করুন আবেদন

পার্থ মান্নাঃ বর্তমান চাকরির আকাল দেখা দিয়েছে রাজ্যে! একটা ভালো চাকরির ফর্ম বেরোলেই হাজার তো দূর লক্ষাধিক ছেলেমেয়েরা আবেদন করছে। তবে এবার বেকার যুবক যুবতীদের জন্য দারুণ সুখবর পাওয়া গেল। মোটা মাইনের পদে প্রচুর লোক নিচ্ছে এয়ার ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং সার্ভিস লিমিটেড (AIESL)। কি যোগ্যতা লাগবে?

AIESL Recruitment 2024 এর শূন্যপদ

চাকরির যে বিজ্ঞপ্তি প্রকাশ্যে এসেছে তাতে মোট ৭৬টি শূন্যপদ রয়েছে। দুটি পদের জন্য লোক নেওয়া হবে। সেগুলি হল রিজিওনাল সিকিউরিটি অফিসার, অ্যাসিস্টান্ট সুপারভাইজার (সিকিউরিটি)। যার মধ্যে ৩ জন জিওনাল সিকিউরিটি অফিসার ও বাকি ৭৩ জন অ্যাসিস্টান্ট সুপারভাইজার নেওয়া হবে। এছাড়া আরও বিস্তারিতভাবে অঞ্চলভিত্তিক পদ জানার জন্য বিজ্ঞপ্তি (নিচে লিঙ্ক দেওয়া আছে) দেখতে হবে।

বয়স ও শিক্ষাগত যোগ্যতাঃ

যারা এই পদগুলির জন্য আবেদন করতে চাও তাদের অবশ্যই কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক হতে হবে। এছাড়া হিন্দি ও ইংরেজিতে ভালোভাবে কথা বলতে পড়তে হবে। একইসাথে কম্পিউটারের বেসিক নজেল যেমন MS Word, MS Excel জানতে হবে। যদি আবেদনকারীর NCC সার্টিফিকেট থাকে তার জন্য এক্সট্রা পয়েন্ট দেওয়া হবে।

যারা এই পদগুলির জন্য আবেদন করতে চাইছো তাদের নূন্যতম বয়স ১৮ নছর হতে হবে। আর বয়সের উচ্চসীমা সিকিউরিটি অফিসারের ক্ষেত্রে ৪০ বছর ও অ্যাসিস্টেন্ট সুপারভাইজারের জন্য ৩৫ বছর হতে হবে।

কত টাকা বেতন দেওয়া হবে?

পদের উপর ভিত্তি করে বেতন নির্ধারিত হবে। যদি রিজিওনাল সিকিউরিটি অফিসারের জন্য আবেদন করেন তাহলে ৪৭ হাজার ৬২৫ টাকা। আর যদি অ্যাসিস্টেন্ট সুপারভাইজার পদের জন্য আইবেদন করা হয় তাহলে ২৯ হাজার ৯৪০ টাকা বেতন দেওয়া হবে।

কিভাবে আবেদন করবেন?

  • যে সমস্ত প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে চাও তাদের প্রথমেই অফিসিয়াল ওয়েবসাইটে (নিচে লিংক দেওয়া আছে) চলে যেতে হবে।
  • সেখান থেকে Recruitment সেকশন থেকে আবেদন ফর্ম ডাউনলোড করে নিতে হবে। সেটা A4 পেপারে প্রিন্ট করে নিতে হবে।
  • এরপর ফর্মটিকে যথাযথ তথ্য দিয়ে ফিলাপ করে নিতে হবে। একইসাথে ছবি ও প্রয়োজনীয় ডকুমেন্টস একসাথে করে নিতে হবে।
  • আবেদনফর্ম পূরণ করা হয়ে গেলে সেটা নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে। ঠিকানা হল : Chief Human Resources Officer, AI Engineering Services Limited, Personnel Department, 2nd Floor, CRA Building, Safdarjung Airport Complex, Aurobindo Marg, New Delhi – 110003

আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট

  • আধার কার্ড বা ভোটার কার্ড
  • শিক্ষাগত যোগ্যতার প্রমাণ হিসাবে স্নাতকের রেজাল্ট
  • আবেদনকারী প্রার্থীর ফিজিক্যাল ফিটনেস সার্টিফিকেট ও NOC সার্টিফিকেট
  • মাধ্যমিকের রেজাল্ট
  • কালার পাসপোর্ট সাইজ ছবি

আবেদনের শেষ তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৪ 

আবেদন ফর্ম ডাউনলোডের লিঙ্ক : Official Notification

অফিসিয়াল ওয়েবসাইট : https://www.aiesl.in

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

Partha Sarathi Manna is a Science graduate from the University of Calcutta with an advanced multimedia degree from Ramakrishna Mission. He has over four years of journalism experience, specializing in entertainment, lifestyle, technology, and travel. In his free time, he enjoys watching movies and web series and exploring new places. Contact: [email protected].

X