Papiya Paul

মাথায় তিলক, ১ মাস শুয়েছেন মাটিতে, পাতে শুধু নিরামিষ! কঠোর ব্রহ্মচর্য মেনে শবরীমালায় পুজো দিলেন অজয় দেবগণ

দীর্ঘদিন ধরে বলিউডে অভিনয় করছেন অজয় দেবগন। এবার দক্ষিণের ফিল্ম ইন্ডাস্ট্রিতে ইতিমধ্যেই পা রেখেছেন তিনি। রাজামৌলির ‘আর আর আর’ ছবিতে একটি ছোট চরিত্রে অভিনয় করছেন তিনি। আর অল্প কয়েক মিনিটের এই চরিত্রের জন্য প্রায় ৩৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন অজয়। সূত্র মারফত জানা গিয়েছে, দক্ষিণী ছবি ‘কৈথি’-র হিন্দি রিমেক বানাবেন তিনি। আর এই ছবির শুটিংও শুরু হয়ে গিয়েছে।

   

জীবনের নতুন সফর শুরু করতে গিয়ে কেরলের শবরীমালা মন্দিরের পুজো দিলেন অজয় দেবগন। শুধু পুজোয় নয়, রীতিমতো কঠোর সাধনা, সংস্কার সবকিছু মেনে এই পুজো দিয়েছেন তিনি। জানা গিয়েছে, এই পুজো শুরুর এক মাস আগে থেকেই নাকি অনেক সাধনা করেছেন অভিনেতা। সংবাদমাধ্যম সূত্রের খবর অনুযায়ী, ১১ দিন ধরে মাটিতে চাটাই পেতে শুয়েছেন তিনি।


এই কদিন কালো পোশাক পরেছেন, দিনে দুবার করে ভগবান আয়াপ্পাকে পুজো করেছেন অজয় দেবগান। নিরামিষ খাবার খেয়ে এতদিন ছিলেন তিনি। যেখানে গেছেন খালি পায়ে হেঁটে গিয়েছেন। এমনকি কোন সুগন্ধি ব্যবহার করেননি। ছুঁয়েও দেখেননি অ্যালকোহল। একমাস নখ, দাড়ি, চুল, কিছুই কাটেননি অজয়। দক্ষিণী ছবি ‘কৈথি’র হিন্দি রিমেকটির নাম রাখা হয়েছে ‘ভোলা’, অন্তত সূত্র মারফত এমনটাই জানা গিয়েছে।