দীর্ঘ প্রতিক্ষার পর অজয় দেবগণের এই ছবির হাত ধরেই পুরোনো জৌলুস ফিরে পেল বলিউড। অন্তত ফিল্ম ক্রিটিকদের তো এমনটাই ধারণা। রাত পোহাতেই পর্বতপ্রমাণ ‘দৃশ্যম ২’-এর রেখচিত্র। মুক্তির তৃতীয় দিনেও বেশ ভালোই আয় করেছে ছবিটি। তাহলে চলুন জেনে নেওয়া যাক অজয় দেবগনের সেরা দশ ছবির তালিকায় কত নম্বর স্থান পেয়েছে ‘দৃশ্যম ২’।
গোলমাল এগেইন : ২০১৭ সালের ছবি ‘গোলমাল এগেইন’ মুক্তির প্রথম সপ্তাহান্তে প্রায় ৮৭.৬০ কোটি টাকা আয় করেছিল।
সিংহম রিটার্নস : ২০১৪ সালে মুক্তি পায় অজয় দেবগণের ছবি ‘সিংহম রিটার্নস’। অজয় দেবগণের এই ছবিটি প্রথম সপ্তাহান্তে প্রায় ৭৭.৬৯ কোটি রুপি আয় করেছে।
সন অফ সর্দার : ২০১২ সালে মুক্তি পায় অজয় দেবগনের ছবি ‘সন অফ সর্দার’। মুক্তির সপ্তাহান্তে আয় হয় প্রায় ৬৬.০২ কোটি টাকা।
দৃশ্যম ২ : চলতি মাসেই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অজয় দেবগণের ছবি ‘দৃশ্যম ২’। প্রথম সপ্তাহান্তে ছবির আয় প্রায় ৬৫ কোটি টাকা। তালিকায় ৪ নম্বরে রয়েছে এটি।
টোটাল ধামাল : পরবর্তী নাম হল ‘টোটাল ধামাল’। ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবির প্রথম সপ্তাহান্তে আয় ছিল ৬২.৪০ কোটি টাকা।
তানহাজী : সাল ২০২০ তে মুক্তি পায় অজয় দেবগনের ছবি ‘তানহাজি: দ্য আনসাং ওয়ারিয়র’। প্রথম সপ্তাহান্তে ছবিটির কালেকশন ছিল প্রায় ৬১.৭৫ কোটি টাকা।
বাদশাহ : ২০১৭ সালে মুক্তি পায় অজয় দেবগনের ছবি ‘বাদশাহ’। অজয় দেবগনের এই ছবিটির প্রথম সপ্তাহান্তের কালেকশন ছিল প্রায় ৪৩.৩০ কোটি টাকা।
বোল বচ্চন : অজয় দেবগনের ছবি ‘বোল বচ্চন’ মুক্তি পায় ২০১২ সালে। এই ছবিটির প্রথম সপ্তাহান্তের কালেকশন ছিল ৪৩.১০ কোটি টাকা।
রেড : ২০১৮ সালে মুক্তি পায় অজয় দেবগনের ছবি ‘রেড’। অজয় দেবগনের এই ছবিটি প্রথম সপ্তাহান্তে ৪২ কোটি রুপি আয় করেছিল।