২০২২ সালটা একদমই ভালো ছিলনা বলিউডের (Bollywood) জন্য। একের পর এক ছবি বক্স অফিসে মুক্তি পেলেও তেমন ভাবে দর্শকদের মন জিততে পারেনি বলিউড। বরং বলিউডের থেকে অনেক বেশি সফলতা কুড়িয়েছিল দক্ষিণী ছবিগুলি (South Movie)। বক্স অফিসে ঝড় তুলেছে একের পর এক ছবি। বলিউড জগতকে ছন্দে ফেরাতে কোমর বেঁধে ময়দানে নামে সব অভিনেতা-অভিনেত্রীরাই। গোটা বলিউডের পাশাপশি এই বছরটা ভালো যায়নি অভিনেতা অক্ষয় কুমারেরও (Akshay Kumar)।
বলিউডের অন্যতম সফল অভিনতা অক্ষয় কুমার। কমেডি হোক বা সিরিয়াস, সব চরিত্রে অভিনয় করেই দর্শকদের মন জয় করেছেন এই অভিনেতা। তবে ২০২২ টা একেবারেই ভালো ছিলনা এই অভিনেতার। একের পর এক ছবি রিলিজ করলেও লাভের লাভ হয়নি কিছুই। বক্স অফিসে ঝড়ই তুলতে পারেনি তার কোন ছবিই। গোটা বছরে মোট ৪ টি ছবিতে আভিনয় করেছিলেন অক্ষয়। কিন্তু ফ্লপ হয় প্রত্যেকটি সিনেমাই।
তবে বড় পর্দায় সাফল্য না পেলেও ওটিটি প্ল্যাটফর্মে বেশ প্রশংসা কুড়িয়েছেন এই অভিনেতা। অক্ষয় কুমার অভিনীত ‘কাটপুতলি’ বড় পর্দার পাশাপাশি মুক্তি পায় ওটিটি প্লাটফর্মেও। রিপোর্ট অনুযায়ী, ওটিটি প্ল্যাটফর্মে সবচেয়ে বেশি দর্শক দেখেছেন এই ছবি। আবার ওই বছরই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি অজয় দেবগনের ওয়েব সিরিজ ‘রুদ্র দ্য এজ অফ ডার্কনেস’। এই ওয়েব সিরিজও যথেষ্টই প্রসংশিত হয়েছে দর্শকদের কাছে।
সত্য ঘটনার প্রেক্ষাপটে তৈরি হয়েছে অক্ষয় কুমারের এই ছবি। হিমাচল প্রদেশের কোসৌলিতে ঘটেছিল হত্যাকাণ্ড। এক সিরিয়াল কিলার এই ঘটনা ঘটায়। তদন্তের দায়িত্বভার গিয়ে পরে এক পুলিশ অফিসারের কাঁধে। এই ছবিতে সেই পুলিশ অফিসারের চরিত্রে দেখা গিয়েছে অভিনেতাকে।
অক্ষয় কুমারের বিপরীতে এই ছবিতে অভিনয় করেছেন রকুল প্রীত সিং। ওটিটি প্ল্যাটফর্মে শীর্ষ স্থানে জায়গা করে নেয় এই ছবি। দ্বিতিয় স্থান অধিকার করে ইয়ামি গৌতম এবং নেহা ধুপিয়ার ‘আ থার্স ডে’। ২০২২ সালে বক্স অফিস বলিউড ঝড় না উঠলেও বলিউড ঝড় উঠেছিল ওটিটি প্ল্যাটফর্মে।