Akshay Kumar

পরপর ৬ টি ছবি ফ্লপ, দর্শক টানতে লেহেঙ্গা পরে মঞ্চ মাতালেন অক্ষয় কুমার

একের পর এক মেগা বাজেটের ছবি ফ্লপ (Flop)। তাই শেষমেশ সম্বল করেছেন এন্টারটেইনমেন্ট ট্যুরকে। যদিও কানাঘুষো এমনও শোনা গিয়েছিল য এই ট্যুর নাকি ক্যান্সেল করা হয়েছে। তবে সেটা যে নেহাতই গুজব তা প্রমাণ করে দিলেন আক্কি। মৌনি রয়, নোরা ফাতেহি, দিশা পাটানিকে নিয়ে মার্কিন মুলুকে বিশেষ কনসার্টে (Concert) ব্যস্ত অক্ষয় কুমার (Akshay Kumar)।

তবে আমেরিকার এই সফরে তিনি যা করলেন তা সত্যিই অবাক করার মত। আ্যাটলান্টায় লাল লেহেঙ্গা পরে ‘ম্যায় খিলাড়ি তু আনাড়ি’ গানে মঞ্চে নোরা ফতেহির সঙ্গে নাচ করলেন অক্ষয়। কয়েক আগে মুক্তি পাওয়া ‘সেলফি’ ছবির গান এটি। যদিও বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে আক্কির এই ছবি। তবে গান কিন্তু সুপারহিট।

আর এই ভিডিও দেখে কার্যত পিলে চমকে গেছে অক্ষয় ভক্তদের। তারপর থেকেই শুরু হয়েছে আলোচনা সমালোচনা। কালো শিমারি ব্লেজার, নীচে লাল লেহেঙ্গা পরে মঞ্চে একঝাঁক নৃত্যশিল্পীদের মাঝে দাঁড়ানো অক্ষয়কে দেখে একটু চমকেই গেছে সকলে।

প্রসঙ্গত উল্লেখ্য, মার্চ মাসে উত্তর আমেরিকায় একাধিক জায়গায় লাইভ অনুষ্ঠান করতে চলেছে ‘দ্য এন্টারটেনার্স’। এই ট্যুরে অক্ষয়ের সাথ দিচ্ছেন দিশা পটানি, নোরা ফতেহি, মৌনী রায়, অপারশক্তি খুরানা, সোনম বাজওয়া, জ়ারা খানের মতো অভিনেতা-অভিনেত্রীরা। পাশাপাশি রয়েছে জসলীন রয়্যাল, স্টেবিন বেন এর মতো গায়ক-গায়িকারা।

Akshay Kumar

সূত্রের খবর, অ্যাটল্যান্টার পর এ বার ডালাস, অরল্যান্ডো, ওকল্যান্ডের মতো বিভিন্ন জায়গায় পারফর্ম করবে ‘দ্য এন্টারটেনার্স’ দল। এর আগে নিউ জার্সিতেও পারফর্ম করার কথা হয়েছিল। তবে সেই সময় টিকিটের চাহিদা কম থাকায় শেষ মুহূর্তে সেই অনুষ্ঠান বাতিল‌ করার কথা সমাজমাধ্যমে ঘোষণা করেন কর্তৃপক্ষ।

Avatar

Moumita

X