চলতি বছরটা মোটেও ভালো যায়নি অক্ষয় কুমারের। একটার পর একটা বড় প্রোজেক্ট হাতে তো নিয়েছেন বটে, কিন্তু কোনোটাই সাফল্যের মুখ দেখেনি। ‘বচ্চন পান্ডে’, ‘কাঠপুতলি’, ‘রামসেতু’ এবং ‘রাখি বন্ধন’র সাথে মুখ থুবড়ে পড়েছে পৃথ্বীরাজের মতো মেগা বাজেটের ছবিও।
প্রসঙ্গত, একের পর এক ফ্লপ ছবি, তারপর তিন তিনটি আইকনিক ফ্র্যাঞ্চাইজি থেকে বাদ যাওয়ার পর বেশ ভালোই সমালোচিত হচ্ছেন অভিনেতা। আর এরই মধ্যে শুরু হল নতুন সমালোচনা। সম্প্রতি জানা গেছে শুরু হয়েছে অক্ষয় কুমারের প্যান ইন্ডিয়া মারাঠি সিনেমার দৃশ্যধারনের কাজ।
সম্প্রতি এই নিয়ে ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন অক্ষয় কুমার। ক্যাপশনে লিখেছেন, ‘জয় ভবানি, জয় শিবাজি।’ অক্ষয় আরও লিখেছেন, ‘মারাঠি ছবি বেদত মরাঠে বীর দৌদলে সাত ছবির শুটিং শুরু করলাম। এই ছবিতে শিবাজি মহারাজের ভূমিকায় অভিনয় করাটা আমার কাছে সৌভাগ্য। আমি তাঁর জীবন থেকে অনুপ্রাণিত হয়ে ও আর্শীবাদ নিয়ে শুটিং শুরু করলাম।’
কিন্তু মজার বিষয় হল এই যে, এই ভিডিও দেখার পর থেকেই সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয়েছে ট্রোলিং। অনেকে তো এটাও বলছে যে, নির্মাতারা শিবাজীকে নিয়ে কোনো রকম গবেষণা না করেই ছবি বানাতে শুরু করে দিয়েছেন। অনেকে তো এটাও বলছে যে, বুড়ো বয়সে নাকি অক্ষয়কে শিবাজির চরিত্রে মানাচ্ছেনা।
পাশাপাশি ছবি সংক্রান্ত যে কয়টি ভিডিও প্রকাশ্যে এসেছে তাতে দেখা যাচ্ছে অক্ষয়ের মাথার উপর রয়েছে একটি ঝাড়বাতি। আর সেই ঝাড়বাতির চারিদিকে বাল্ব লাগানো রয়েছে। আর এই বাল্ব দেখেই মাথা খারাপ হয়ে গিয়েছে দর্শকদের।
Instagram-এ এই পোস্টটি দেখুন
একথা আমরা সকলেই জানি যে, শিবাজির শাসনকাল ছিল ১৬৭৪ থেকে ১৬৮০ সাল পর্যন্ত। যেখানে টমাস এডিসন বাল্ব আবিষ্কার করেছিলেন ১৮৮০ সালে। এমতাবস্থায় ছবিতে বাল্বের উপস্থিতি সত্যিই হাস্যকর। পাশাপাশি অক্ষয়ের বয়স নিয়েও আপত্তি তুলেছেন অনেকে। শিবাজি মহারাজ মারা গেছিলেন ৫০ বছর বয়সে যেখানে অক্ষয়ের বর্তমান বয়স ৬০ এর কোঠায়।