নিউজশর্ট ডেস্কঃ হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির এক সফল অভিনেতা অক্ষয় কুমার (Akshay Kumar)। কমিডি হোক বা অ্যাকশন কিংবা রোম্যান্টিক সবেতেই তাঁর অসাধারন অভিনয় দক্ষতায় দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। তাঁর সমসাময়িক কিংবা তাঁর থেকে বয়সে ছোট-বড় সকল অভিনেত্রীদের সাথেই অভিনয় করেছেন তিনি। একাধিক সফল ছবি রয়েছে তাঁর অভিনয়ের ঝুলিতে। ১৫০ তম ছবিতে অভিনয় করছেন। এবার এই পরিস্থিতি দাঁড়িয়েও তিনি নাকি অভিনয়ের দিক দিয়ে ব্যর্থ বলে মত বলিউড একাংশের।
অক্ষয় কুমার সম্প্রতি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বিরাজমান রাজনীতির বিরুদ্ধে তাঁর হতাশা প্রকাশ করেছেন। তিনি বক্স অফিসে তার চ্যালেঞ্জিং সময়কে তুলে ধরেছিলেন যেখানে তিনি ১০ টিরও বেশি চলচ্চিত্র মুক্তির মধ্যে মাত্র দুটি উল্লেখযোগ্য হিট দিয়ে সীমিত সাফল্যের মুখোমুখি হয়েছিলেন। এবার এই বিয়সেই রটছে একাধিক গুজব।
ঠিক কি বললেন অক্ষয় কুমার ?
সম্প্রতি এক সাক্ষাতকারে অক্ষয় কুমার গুজবের উৎস সম্পর্কে বলেন, ছবির প্রতি তাঁর ডেডিকেশনের অভাব এবং তাঁর চলচ্চিত্রের দুর্বল অভিনয়ের কারণেই নাকি একাধিক ছবি সাফল্য অর্জন করতে পারছে না। তিনি দুঃখ প্রকাশ করেছেন যে এই জাতীয় ভুল তথ্য তাঁর সম্পর্কে জনমতকে বদলে দিয়েছে এবং একে অপরের সম্পর্কে পরনিন্দা এবং নেতিবাচক আলোচনায় জড়িত শিল্প সহকর্মীদের সাথে কাজ করায় তিনি হতাশা প্রকাশ করেছেন।
তিনি বলেন, আট ঘন্টার শিফটে কঠোরভাবে নিয়ম মেনে কাজের প্রতি শৃঙ্খলাবদ্ধ হয়ে কাজ করি এখনও। অক্ষয়ের দাবি, তাঁরা বলতেন, ‘অক্ষয়ের ছবি আসতে বেশি সময় লাগে না; তিনি সময়মতো আসেন এবং সময়মতো চলে যান’। আমি একসাথে ১৭টি ছবি করতাম, সেগুলো আট মাসের মধ্যে মুক্তি পেত; আমাকে কতটা দক্ষ বলে মনে করা হয়েছিল। কিন্তু এখন যখন সিনেমা চলে না, তখন তারা বলে যে আমি যথেষ্ট সময় ব্যয় করি না।
আরও পড়ুনঃ বিয়ের পিঁড়িতে রচনার ছেলে? কবে শাশুড়ি হবেন ‘দিদি নং ১’? মুখ খুলতেই হইচই নেটপাড়ায়!
তিনি বলেন, ‘আমার সিনেমা যখন চলে না, তখন মানুষ দেখতে পছন্দ করে। মানুষ এটা দেখতে ভালোবাসে, তারা খুশি। সেই সঙ্গে আরও বলেন, আমি নিজে দেখেছি , আজ অবধি, ৩৩-৩৪ বছরে, আমি কখনও কারও সম্পর্কে খারাপ কথা বলিনি। আমি সব সময় মনে করি, কারও নাম নেওয়া এবং সেই ব্যক্তিকে ছোট করার কোনও অধিকার কারোর নেই। ‘ তিনি আরও বলেন, ‘আমি মানুষকে এই পরামর্শ দিতে চাই। অন্যকে ছোট করবেন না। আমি রাজনীতিতে এটা দেখি, নিজের ইন্ডাস্ট্রিতেও দেখি।
প্রসঙ্গত, অবশেষে মুক্তি পেল অক্ষয় কুমার অভিনীত ‘সরফিরা’। ছবিটি মুক্তির আগে থেকেই ইতিবাচক পর্যালোচনা পেয়েছিল। এটি সুরিয়ার সুরারাই পোট্রুর হিন্দি রিমেক, যা ভারতীয় কম খরচের বিমান সংস্থা সিম্পলিফ্লাই ডেকানের প্রতিষ্ঠাতা জি আর গোপীনাথের বায়োপিক বলে মনে করা হয়।এই ছবিতে সুরিয়া এবং জ্যোতিকা সরফিরাকে বেছে নেওয়ার জন্য অক্ষয় কুমারের প্রশংসা করেছেন এবং ধন্যবাদ জানিয়েছেন।