কার্তিক আরিয়ান এবং কিয়ারা আদভানি অভিনীত হরর কমেডি ছবি ‘ভুল ভুলাইয়া ২’ ঝড় তুলেছে বক্স অফিসে। সাউথ সিনেমার তান্ডবের মধ্যে দীর্ঘদিন পর ১০০ কোটির ক্লাবে পৌঁছেছে কোনও বলিউডের ছবি। মুক্তির মাত্র ৯ দিনেই ১০০ কোটির বেশি ব্যবসা করেছে আনিশ বাজমী পরিচালিত “ভুলভুলাইয়া-২”। সমস্ত সংবাদের শিরোনামে জায়গা করে নিয়েছে ছবিটি। আপামর জনগণ এই ছবিটিকে ঢেলে ভালোবাসা দিলেও কোথাও না কোথাও ‘অক্ষয় কুমার’ কমতি অনুভব করেছেন সিনেমাপ্রেমীরা। অনেকেই বলছেন কার্তিক আরিয়ান ঠিক আছে কিন্তু ভুলভুলাইয়া মানেই ‘অক্ষয় কুমার’।
প্রসঙ্গত ”ভুলভুলাইয়া ২’ হল ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত প্রিয়দর্শন পরিচালিত ‘ভুলভুলাইয়া’ ছবির সিক্যুয়েল। প্রিয়দর্শন পরিচালিত এই ছবিতে মূখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিলো, অক্ষয় কুমার, বিদ্যা বালান, রাজপাল যাদব, আমিশা প্যাটেল, শাইনি আহুজা এবং পরেশ রাওয়ালকে। যেখানে সিক্যুয়েলে অক্ষয় কুমারের জায়গায় কাস্ট করা হয়েছে কার্তিক আরিয়ানকে। তারা ছাড়াও কিয়ারা আদভানি, টাবু, রাজপাল যাদব, ইমরান হাশমি এবং সঞ্জয় মিশ্রের মতো অভিনেতারা গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন ‘ভুলভুলাইয়া-২’তে।
রাজপাল যাদব ছাড়া মূল ছবি এবং সিক্যুয়েলের বেশিরভাগ অভিনেতাই আলাদা। বলাই বাহুল্য ‘ভুল ভুলাইয়া’ সেই সময় বক্স অফিসে নজরকাড়া ব্যবসা করেছিলো। নিজের সেরা অভিনয় দিয়ে অক্ষয় ছবিটিকে অন্য মাত্রায় নিয়ে গেছিলেন। প্রসঙ্গত, আক্কিকে তার অভিনয় জীবনের বেশিরভাগই অ্যাকশন এবং কমেডি ছবিতে অভিনয় করতে দেখা গেছে। আক্কি একদিকে যেমন অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে পারদর্শী সমান তালে কমেডি দৃশ্যেও সাবলীল। দৃশ্য যেমনিই হোক সবসময় নিজের সেরাটা দিয়ে দর্শকদের মুগ্ধ করেছেন এই অভিজ্ঞ বলিউড অভিনেতা। এই প্রতিবেদনে এক ঝলক দেখে নেওয়া যাক অক্ষয় কুমার অভিনীত সেরা পাঁচটি ছবি।
1.ভুল ভুলাইয়া:- ২০০৭ সালের ১২ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পায় প্রিয়দর্শন পরিচালিত এই ছবি। অক্ষয় কুমার, শাইনি আহুজা, বিদ্যা বালান, আমিশা প্যাটেল, পরেশ রাওয়াল, মনোজ যোশি, আশারানি এবং রাজপাল যাদব প্রমুখ জনপ্রিয় কলাকুশলীদের দেখা গিয়েছিলো এই ছবিতে। প্রসঙ্গত এটি মালায়ালম চলচ্চিত্র ‘মণিচিরথাজু’-এর হিন্দি রিমেক। যখনই হিন্দি সিনেমার কাল্ট হরর-কমেডি ছবির কথা বলা হয়, এখনও পর্যন্ত ‘ভুল ভুলাইয়া’-এর নামই আগে আসে দর্শকদের মনে।
2.হেরা ফেরি:- অক্ষয় কুমার, সুনীল শেঠি, পরেশ রাওয়াল এবং টাবু অভিনীত ‘হেরা ফেরি’ রিলিজ হয় সাল ২০০০, ৩১ মার্চ। এটি দক্ষিণের ছবি ‘রামাজি রাও স্পিকিং’-এর হিন্দি রিমেক। ‘অক্ষয় কুমার, সুনীল শেঠি, পরেশ রাওয়াল’ এই ত্রয়ীর দুর্দান্ত অভিনয় দেখে মুগ্ধ হয়েছিলো অনুরাগীরা। মাত্র ২০ কোটি টাকায় নির্মিত ছবিটি বক্স অফিস কালেকশন ছিলো ৯০ কোটি। এতেই বোঝা যায় দর্শকদের কতোটা পছন্দের এই ছবি। ছবির জনপ্রিয়তা দেখে ২০০৬ সালে ‘ফির হেরা ফেরি’ নামে একটি সিক্যুয়েলও তৈরি করা হয়।
3.ওয়েলকাম:- ২০০৭ সালের ২১ ডিসেম্বর মুক্তিপ্রাপ্ত এই ছবিতে ক্যাটরিনা-অক্ষয়ের অনস্ক্রীন কেমিস্ট্রিতে মজে গেছিলো পুরো দেশ। ফিরোজ নাদিয়াদওয়ালা প্রযোজনায় তৈরি কমেডি-ড্রামা ফিল্ম ওয়েলকাম ছবিটি পরিচালনা করেছেন আনিস বাজমী। ছবিটি তৈরিতে খরচ হয়েছিলো ৩২ কোটি টাকা যেখানে ছবির আয় ছিলো ১২২ কোটি।
4.হাউসফুল:- ‘হাউসফুল’ বলিউডের সবচেয়ে সফল কমেডি ফিল্ম ফ্র্যাঞ্চাইজি হিসেবে বিবেচিত হয়। এটি প্রযোজনা করেছেন সাজিদ নাদিয়াদওয়ালা এবং পরিচালনা করেছেন সাজিদ খান। ৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই ছবিটির বক্স অফিস কালেকশন ছিলো ১৩০ কোটি।
5.রাউডি রাঠোর:-রাউডি রাঠোর, প্রভু দেবা পরিচালিত একটি অ্যাকশন কমেডি চলচ্চিত্র এবং সঞ্জয় লীলা বনসালির বনসালি প্রোডাকশন এবং রনি স্ক্রুওয়ালার ইউটিভি মোশন পিকচার্সের ব্যানারে নির্মিত। ছবিটি এস এস রাজামৌলি পরিচালিত ২০০৬ সালের তেলেগু ব্লকবাস্টার ‘বিক্রমরাকুডু’-এর হিন্দি রিমেক। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার, সোনাক্ষী সিনহা, পরেশ গণাত্র, গুরদীপ কোহলি, যশপাল শর্মা এবং নাসির। ৬০ কোটি বাজেটের এই ছবিটির কালেকশন ছিলো ২২০ কোটি টাকা।