Papiya Paul

কোটিপতি হয়েও খারাপ দশা! ঈশা আম্বানির কাছে নিজের সাধের কোম্পানি বেচলেন আলিয়া ভাট

নিউজশর্ট ডেস্কঃ Alia Bhatt Joined With Reliance Retail Ventures: এখন আর শুধু অভিনয় দিয়েই নয়, বেশি টাকা উপার্জনের জন্য অভিনয়ের পাশাপাশি বিভিন্ন ব্যবসায় নিযুক্ত হয়েছেন বলিউডের(Bollywood) প্রথম সারির তারকারাও। সবার মধ্যে একটা সংশয় কাজ করে, যখন হাতে কাজ থাকবে না তখন এই ব্যবসা করে টাকা উপার্জন করবেন তারা। এখন থেকেই প্ল্যান বি শুরু করে দিচ্ছেন দীপিকা, ক্যাটরিনা, প্রিয়াঙ্কা থেকে আলিয়া!

   

আলিয়া ভাটের কোম্পানি: যদিও এবার আলিয়া ভাটের(Alia Bhatt) নতুন এই কোম্পানি কিনে নিলেন দেশের সবথেকে ধনী ব্যক্তি মুকেশ আম্বানি(Mukesh Ambani)। কমবেশি অনেকেই জানেন ‘এড আ মাম্মা'(ED A MAMMA) নামে একটি কোম্পানি তৈরী করেছিলেন আলিয়া। অভিনেত্রী প্রেগনেন্সির সময়ে এই কোম্পানির সূচনা করেন তিনি। আর সম্প্রতি এই কোম্পানির ৫১ শতাংশ কিনে নিয়েছেন রিলায়েন্স গোষ্ঠী। আর এই ঘটনা প্রকাশ্যে আসার পরেই আলিয়া ভাটের অনুরাগীদের মনে নানা রকমের প্রশ্ন শুরু হয়েছে।

অনেকেই বলছেন আলিয়া কেন তার এই কোম্পানি বিক্রি করলেন? সূত্রের খবর অনুযায়ী, আলিয়া ভাটের এই কোম্পানিটির পরিচালনার দায়িত্বে ছিলেন এটারনালিয়া ক্রিয়েটিভ কোম্পানি। ডিরেক্টর পদে ছিলেন আলিয়া ভাট নিজে। সম্প্রতি একটি বিবৃতি দিয়ে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ জানিয়েছে, রিলায়েন্স রিটেল ভেঞ্চার লিমিটেডের মাধ্যমে এই চুক্তি করা হয়েছে।

রিলায়েন্সের মূল ভাবনা : প্রসঙ্গত, এই মুহূর্তে রিলায়েন্স রিটেলের সম্পূর্ণ দায়দায়িত্ব রয়েছে ঈশা আম্বানীর হাতে। এই প্রসঙ্গে রিটেল ভেঞ্চর্স লিমিটেড জানিয়েছে, তারা ‘এড আ মাম্মা’তে শিশুদের জামাকাপড় সেকশনে আরো বেশি জনপ্রিয় করে তোলার চেষ্টা করবে। যদিও কত টাকার চুক্তিতে এই কোম্পানি শেয়ার কিনেছেন তা এখনো জানা যায়নি। তবে জুলাই মাসের শেষ দিকে শোনা গিয়েছিল, ৩০০ থেকে ৩৫০ কোটি টাকার বিনিময়ে আলিয়ার এই কোম্পানি কিনেছে রিলায়েন্স গোষ্ঠী।

ইন্টারনেটে এই কোম্পানি সার্চ করলেই দেখা যাবে, মূলত বাচ্চাদের এবং গর্ভবতী সময়ে মায়েদের পোশাক তৈরি করে এই কোম্পানি। এখানে ২ থেকে ১২ বছরের বাচ্চাদের জন্য ভালো মানের পোশাক পাওয়া যায়। এই দিন টুইট করে আলিয়া জানিয়েছেন যে এড-আ-মাম্মা একটি বড় লক্ষ্য নিয়ে তৈরি হওয়া একটি বুট-স্ট্র্যাপড উদ্যোগ। রিলায়েন্স রিটেল দেশের বৃহত্তম খুচরা বিক্রেতা। এই দুই কোম্পানি মিলে দেশীয়করণের প্রচার করতে চান।