alia bhatt said tmc slogan khela hobe in her upcoming movie

Moumita

পঞ্চায়েত ভোটেই আগেই ফাটাফাটি চমক TMC-র! ‘খেলা হবে’ স্লোগান শোনা গেল আলিয়ার মুখে

Alia Bhatt Said Tmc Slogan Khela Hobe : ‘খেলা হবে’ (Kehla Hobe) স্লোগানটির সাথে বাংলার প্রতিটি মানুষই বিশেষ পরিচিত। কিন্তু কখনও কি ভেবেছেন যে, এই রাজনৈতিক স্লোগান পৌঁছে যাবে বলিউডের (Bollywood) রঙ্গমঞ্চেও। প্রসঙ্গত উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের সময়েই তৃণমূলের (Trinamool Congress) তরফে এই স্লোগান প্রকাশ করা হয় যা পরবর্তীকালে ব্যাপক জনপ্রিয়তা পায়। সোশ্যাল মিডিয়ায় মিমের পর এবার পৌঁছে গেল বলিউডে।

   

এতদিন বাংলার শাসকদলের প্রতিনিধিদের মুখে যে স্লোগান শোনা যেত তা এবার শোনা গেল আলিয়া ভাটের(Alia Bhatt ) মুখে। করণ জোহর (Karan Johar) পরিচালিত আসন্ন ছবি ‘রকি অউর রানী কি প্রেম কাহিনী’তে (Rocky Aur Rani Ki Prem Kahani) দেখা যাবে আলিয়া (Alia Bhatt) এবং রণবীর সিং-কে (Ranveer Singh) । গত মঙ্গলবারই সামনে এসেছে ছবির ট্রেলার। ছবির প্রেক্ষাপটে ‘টু স্টেট’ ছবির ছোঁয়া থাকলেও বাংলার মানুষের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আলিয়ার স্লোগান‌।

প্রসঙ্গত, ট্রেলার থেকেই স্পষ্ট যে, এই ছবিও বলবে দুই ভিন্ন ভাষাভাষীর মানুষের মিলনের গল্প। এর আগে টু স্টেটস ছবিতে আলিয়া ছিলেন তামিল ব্রাহ্মণ। আর আসন্ন ছবিতে তাকে দেখা যাবে বাঙালি মেয়ের ভূমিকায়। এমতাবস্থায় দুজনের মাঝখানে প্রাচীর হয়ে দাঁড়ায় তাদের পরিবার। এইসব বাধা কাটিয়ে তারা কীভাবে এক হয় সেটাই দেখানো হবে ছবিতে।

তাই একথা স্পষ্টই যে ছবিটি মূলত আলিয়া এবং অর্জুন অভিনীত ‘টু স্টেট’র কপি ক্যাট। ট্রেলার দেখার পর এই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হতে যাবে আর তখনই সামনে আসে আলিয়া ভাটের মুখে ‘খেলা হবে’ স্লোগানটি‌। যা শোনার পর কার্যত চমকেই গেছে সকলে‌। এই আচমকা টুইস্টের জন্য বাঙালি যে একেবারেই প্রস্তত ছিলেননা তা সোশ্যাল মিডিয়া খুললেই বোঝা যায়।

পরিচালক বিষয়টি জেনেশুনেই করেছেন নাকি নিছকই কাকতালীয় তা বোঝা না গেলেও, এই একটি ডায়লগেই রকি অউর রানি কি প্রেম কাহানির ট্রেলার যে হিট, তা বলাই বাহুল্য। বিনোদনের সঙ্গে আবারো একবার মিলে গিয়েছে রাজনীতি। প্রসঙ্গত, ছবিতে বলিপাড়ার তারকাদের সাথে সাথে থাকছেন বহু বাঙালি প্রতিভাও।

 

View this post on Instagram

 

A post shared by Alia Bhatt 💛 (@aliaabhatt)

ছবিতে আলিয়া এবং রণবীরের পাশাপাশি দেখা যাবে ধর্মেন্দ্র, শাবানা আজমি, জয়া বচ্চন, চূর্ণী গঙ্গোপাধ্যায় এবং টোটা রায়চৌধুরীর মত তারকাদের। আলিয়ার বাবার ভূমিকায় দেখা যাবে টোটাকে। যদিও ছবির ঝলকে বলিউডিয়ানাই ফুটে উঠেছে বেশি। তবে দুর্গা পুজা, বাঙালি ঐতিহ্যের ছোঁয়া রাখার চেষ্টা করছেন পরিচালক। ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আগামী ২৮ জুলাই।