NASA

NASA: সিনেমায় নয়, এবার বাস্তবেও এলিয়েন? রহস্যময় সংকেত মিলতেই খুশি বিজ্ঞানীরা

নিউজ শর্ট ডেস্ক: এলিয়েনের (Alien) অস্তিত্ব নিয়ে বছরের পর বছর ধরে চলছে বিতর্ক। মহাকাশে আদৌ এলিয়ানের অস্তিত্ব আছে কি না তা নিয়ে বিজ্ঞানীদের মধ্যেও নানা ধরনের গবেষণা চলছে জোরকদমে।তবে রুপোলি পর্দায় গ্রাফিক্সের দৌলাতে ইতিমধ্যেই অনেকে ঘুরে এসেছেন এই এলিয়েনদের দুনিয়া থেকেও।

তবে এসবের মধ্যেই জানা যাচ্ছে নাসার বিজ্ঞানীদের এক আশ্চর্য অভিজ্ঞতার কথা। সম্প্রতি নাসা অর্থাৎ (National Aeronautics and Space Administration)-র বিজ্ঞানীরা একটি চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করে জানিয়েছেন আচমকাই মহাকাশ থেকে পৃথিবীর বুকে আছড়ে পড়েছে এক রহস্যময় সংকেত।

জানা যাচ্ছে এই সংকেতের উৎস ছিল এই মহাকাশ থেকে প্রায় ২২ কোটি কিমি অর্থাৎ ১৪০ মিলিয়ন মাইল দূরে। গবেষণা থেকে জানা যাচ্ছে “সাইকি” নামে নাসার-র নতুন মহাকাশযানটিই মহাকাশ থেকে পৃথিবীতে সফলভাবে এই লেজার বার্তা পাঠিয়েছে।

এলিয়েনের,Alien,নাসা,NASA,সংকেত,Signal,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

আর এই সাফল্য শুধু দ্রুত মহাকাশ যোগাযোগের সম্ভাবনাই তৈরী করেনি সেইসাথে এত বড় স্পেস জুড়ে ডেটা পাঠানো এবং গ্রহণ করার জন্য একটি নতুন দিগন্তও খুলে দিয়েছে।

আরও পড়ুন: গাড়িতে টানা ১ ঘণ্টা এসি চালালে কত খরচ হয় জানেন? জানলে ঘুম উড়বে রাতের

যদিও, প্রথমে লেজার বার্তা দেখে অনেকের মনে প্রশ্ন তৈরী হয়েছিল এলিয়েনরা  এই সংকেত পাঠাচ্ছে না তো? যদিও পরবর্তীতে ওই সংকেত পৃথিবীতে আঘাত করার পর, এই বিষয়ে গবেষণা শুরু হয়।

এলিয়েনের,Alien,নাসা,NASA,সংকেত,Signal,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

প্রসঙ্গত গত বছর অর্থাৎ ২০২৩ সালের অক্টোবর মাসেই NASA একটি মহাকাশ অভিযান শুরু করেছিল। “সাইকি ১৬” মহাকাশযানের মূল উদ্দেশ্যই ছিল একটি গ্রহাণুকে নিয়ে গবেষণা করা এই মহাকাশযানটি বিরল ডিপ স্পেস অপটিক্যাল কমিউনিকেশন প্রযুক্তিতে তৈরী। এদিকে, ওই গ্রহাণুটি মঙ্গল ও বৃহস্পতি গ্রহের মধ্যবর্তী গ্রহাণু বেল্টে অবস্থিত।

Avatar

anita

X