পার্থ মান্নাঃ রাত পোহালেই শুরু উৎসব। কাল গত বাংলা জুড়ে পালিত হবে বিশ্বকর্মা পুজো। কিন্তু এরই মাঝে মন ভেঙে দেওয়ার মত খবর। উৎসবের দিনে বন্ধ থাকবে মদের দোকান। হ্যাঁ একেবারে ঠিক শুনছেন, আসন্ন দুর্গাপূজা থেকে শুরু করে লক্ষীপুজো টু দিওয়ালি বন্ধ থাকবে মদের দোকানের ঝাঁপি। যেটা জানার প্রিয় চিন্তায় পরে গিয়েছেন অনেকেই। কারণ সেলিব্রেশনের জন্য সুরা পান কমবেশি অনেকেই করে থাকেন। তাহলে কবে কবে বন্ধ আর কোন দিনে থাকবে খোলা? জানতে হলে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
উৎসবের মরশুমে সুরাপ্রেমীদের জন্য খারাপ খবর
যেমনটা জানা যাচ্ছে, মোট ৫ দিন বন্ধ থাকবে সমস্ত মদের দোকান। তবে চিন্তা নেই, পশ্চিমবঙ্গের সুরাপ্রেমীরা নিশ্চিন্তে থাকতে পারেন। কারণ এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ ও পুনে শহরের জন্যই। কিন্তু প্রশ্ন হল কেন হটাৎ এমন সিদ্ধান্ত নিল প্রশাসন? উত্তর রয়েছে সম্প্রতিকালে ঘটনায়।
কিছুদিন আগেই ছিল গণেশ চতুর্থী। গোটা দেশে এই উৎসব হলেও ব্যাঙ্গালুরু, পুনে, মহারাষ্ট্রের মত শহরে বেশ জাঁকজমকের সাথে আরাধনা করা হয় সিদ্ধিদাতা গণেশের। আর দুই এক দিনের মধ্যেই হবে বিসর্জন। তার আগে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৫ দিনের জন্য মদের দোকান বন্ধ এই শহরগুলিতে
মূলত গণেশ বিসর্জন ও বিসর্জনের শোভাযাত্রার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ সেই সময় মদ্যপ অবস্থায় থাকলে নানা অপ্রীতিকর ঘটনা ঘটতে দেখা গিয়েছে। যার ফলে আইন শৃঙ্খলা যেমন বিঘ্নিত হয় তেমনি সাধারণ মানুষকেও অস্বস্তিতে পড়তে হয়। এখন প্রিজন হল কবে কবে বন্ধ থাকবে দোকান? উত্তর হল ১৪ই সেপ্টেম্বর থেকে আগামী ১৮ই সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে মদের দোকান। এর মধ্যে ১৪ থেকে ১৬ তারিখ পর্যন্ত সাময়িকভাবে বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ ইলিশ না দিলেও পেঁয়াজ আলু চাই! ডিমের পর ভারতের কাছে নয়া আবদার বাংলাদেশের
হায়দ্রাবাদের পুলিশের তরফ থেকে আগামীকাল অর্থাৎ ১৭ ও ১৮ই সেপ্টেম্বর মদের দোকান থেকে পাব এমনকি বারও বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। সকাল ৬ টা থেকে সন্ধ্যে ৬ টা পর্যন্ত এই নিয়োগ লাগু থাকবে। যদি কেউ নিয়ম না মেনে দোকান খোলে তাহলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। এদিকে পুনেতেও বেশ কিছু এলাকায় ৭ই সেপ্টেম্বর থেকে আগামী ১৮ই সেপ্টেম্বর পর্যন্ত মদের দোকান সম্পূর্ণ বন্ধ করার জন্য আদেশ দেওয়া হয়েছে।