All New Hyundai Alcazar Specification Features and Price All you need to know

পাওয়ারফুল ইঞ্জিন সাথে অ্যাগ্রেসিভ লুকস! SUV বাজার কাঁপাবে মাত্র ১৫ লাখের Hyundai Alcazar

নিউজশর্ট ডেস্কঃ বর্তমান সময় দাঁড়িয়ে ছোট গাড়ির পাশাপাশি ভারতে বড় ফ্যামিলি গাড়ির ডিমান্ডও বেশ বেড়েছে। এই সেগমেন্টে বাজার দখল করতে অত্যাধুনিক ফিচার্স ও সেফটি সহ দুর্ধর্ষ লুকের নতুন চার চাকা লঞ্চ করল হুন্ডাই। দীর্ঘদিন ঘরেই কানাঘুসো শোনা যাচ্ছিল Hyundai Alcazar এর বাজারে আসার। অবশেষে ৯ই সেপ্টেম্বর গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়ে গিয়েছে Hyundai Alcazar। কি কি ফিচার্স থাকবে? মাইলেজ থেকে দাম সম্পর্কে আজকের প্রতিবেদনে জেনে নিন বিস্তারিত।

Hyundai Alcazar

গঠনগত দিক থেকে আলকাজার গাড়িটি অনেকটা ক্রেতার মত। ফ্রন্ট ফেন্ডার থেকে বনেট এমনকি গাড়ির চারদিকের দরজায় হুবহু Hyundai Creta মতই দেখতে। তবে ডিজাইনে এটাকে আলাদা করেছে এর C-Pillar। গাড়ির সামনে ডায়মন্ড শেপের গ্রিল ডিজাইন রয়েছে যেটা একেবারে চোখ ধাঁধানো লুকস দিচ্ছে।

Interior and Exterior Design

ফ্রন্টের হেডলাইট H আকৃতির LED দিয়ে সাজানো। তেমনি ব্যাকের ইন্ডিকেটর LED তেও H শেপ রয়েছে। গাড়িতে ১৮ ইঞ্চির অ্যালয় হুইল রয়েছে যার ভিতরের অংশ ব্ল্যাক হলেও সামনের দিকটায় সিলভার ফিনিশ রয়েছে। তাছাড়া গোটা গাড়িতেই ক্রোমের ডিজাইন রয়েছে।

গাড়ির ভিতরেই যেটা কবর আগে চোখে পড়বে সেটা হল 10.25 ইঞ্চির বড় টাচস্ক্রিন প্যানেল। যেখানে প্রয়োজনীয় সমস্ত তথ্য যেমন দেখা যাবে তেমনি এন্টারটেনমেন্ট সিস্টেম কন্ট্রোল থাকবে। নতুন ডিজাইনের সিট্ যেমন আরামদায়ক তেমনি 8 লেভেলের অ্যাডজাস্টমেন্ট করা যাবে। গাড়ির ছাদে রয়েছে প্যানারোমিক সান রুফ।

Milage and Engine Specifications

Hyundai Alcazar এর মধ্যে পেট্রোল ও ডিজেল দুই ধরণের ইঞ্জিনের অপশন হাঁকছে। আপনি যদি পেট্রোল ভার্সনটি কেনেন তাহলে 1.5 লিটারের Turbo GDI ইঞ্জিন থাকবে। যেটা 158 Bhp এর পাওয়ার ও 253 nm এর টর্ক তৈরী করবে। পেট্রোল ভার্সানের গাড়িটিতে ১৮ কিমি পর্যন্ত মাইলেজ পাওয়া যাবে।

তবে আপনি যদি Hyundai Alcazar Diesel নেন তাহলে 1.5 লিটারের U2 CRDi ডিজেল ইঞ্জিন পাবেন। যেটা ৬ স্পিড ম্যানুয়াল বা অটোমেটিক গিয়ার বক্সের সাথে পাওয়া যাবে। এক্ষেত্রে ইঞ্জিনটি 114 Bhp পাওয়ার ও 250 nm টর্ক তৈরী করতে সক্ষম। আর ডিজেল গাড়িটির মাইলেজ হবে ২০ কিমি / লিটার।

আরও পড়ুনঃ ১ লিটারে চলে ৭০ কিমি! দমদার মাইলেজের বাজার কাঁপানো বাইক লঞ্চ করল Hero

Hyundai Alcazar Price Details

আপনি যদি Hyundai Alcazar কিনতে চান তাহলে ডিজেল ম্যানুয়াল ভেরিয়েন্টের দাম ১৫.৯৯ লক্ষ টাকা থেকে শুরু। যেটা ২১.৫৪ লক্ষ পর্যন্ত যেতে পারে। আর যদি আপনি পেট্রল ভেরিয়েন্ট কেনেন তাহলে দাম শুরু ১৪.৯৯ লক্ষ থেকে শুরু যেটা ২১.৫৫ লক্ষ পর্যন্ত যেতে পারে। তবে মডেল ও স্পেসিফিকেশন বা ফিচার্সের কারণে দামের পার্থক্য হতে পারে। বিস্তারিত দাম জানার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে হবে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X