Lily Chakraborty

Lily Chakraborty: ‘সিনেমা করতে এসে আমাকেই বিয়ে করে নিলো’! বরের গল্প শোনালেন লিলি চক্রবর্তী

নিউজ শর্ট ডেস্ক: বাংলা বিনোদন জগতের দাপুটে একজন অভিনেত্রী হলেন লিলি চক্রবর্তী (Lily Chakraborty)। বাংলা সিনেমার (Tollywood) পাশাপাশি তিনি অভিনয় করেছেন বহু জনপ্রিয় হিন্দি সিনেমাতেও (Bollywood)। দীর্ঘদিনের অভিনয় জীবনে তিনি অভিনয় করার সুযোগ পেয়েছেন উত্তম কুমারের মতো বাংলার কিংবদন্তি অভিনেতার সাথেও। ‘ভানু পেল লটারি’ সিনেমার হাত ধরে প্রথম অভিনয় জগতে হাতেখড়ি হয়েছিল তাঁর।

সেই পাঁচের দশকের শেষ দিকে প্রথম অভিনয় জগতে এসেছিলেন তিনি। অভিনেত্রীর বাবা কেশবচন্দ্র চক্রবর্তী ছিলেন থিয়েটারের একজন নামী অভিনেতা।  সেই সুবাদেই রক্তেই রয়েছে অভিনয়। তাই এই ৮২ বছর বয়সে এসেও বাংলা সিরিয়াল। সিনেমা এবং ওয়েব সিরিজ বিনোদনের সব ক্ষেত্রেই দাপিয়ে অভিনয় করে চলেছেন তিনি। বর্তমানে তাঁকে দেখা যাচ্ছে জি বাংলার (Zee Bangla), টিআরপি টপার সিরিয়াল ‘নীম ফুলের মধু’তে (Neem Phooler Madhu)।

ধারাবাহিকে দত্ত বাড়ির প্রধান কর্ত্রী হিসেবে তিনি যেভাবে আদরের নাত বউ পর্ণাকে আগলে রাখেন তা বড়ই প্রিয় দর্শকদের। সম্প্রতি এই বর্ষীয়ান অভিনেত্রীর বাড়িতেই এক বছরের সেলিব্রেশান উপলক্ষ্যে হাজির হয়েছিল ‘ঘরে ঘরে জি বাংলা’ (Ghore Ghore Zee Bangla)। সেখানেই সঞ্চালিকা অপরাজিতা আঢ্যের সাথে জীবনের নানান অজানা কাহিনী শোনালেন এই বর্ষীয়ান অভিনেত্রী।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জী বাংলা,Zee Bangla,নিম ফুলের মধু,Neem Phooler Madhu,ঠাম্মা,Thamma,লিলি চক্রবর্তী,Lily Chakraborty,অজানা কাহিনী,Unknown Story,ঘরে ঘরে জি বাংলা,Ghore Ghore Zee Bangla,টলিউড,Tollywood,বিনোদন,Entertainment,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali,Entertainment News,বায়োস্কোপ নিউজ

মাত্র ১৯ বছর বয়সেই বিয়ে হয়ে গিয়েছিল তাঁর। কিন্তু বিয়ের পরেও তিনি চালিয়ে গিয়েছিলেন অভিনয়। এক্ষেত্রে তিনি সার্বক্ষণ পাশে পেয়েছিলেন তার স্বামী  অজিত কুমার ঘোষকে। তিনি পেশায় ছিলেন ডেয়ারি ও ফার্মেসির ব্যবসায়ী। কিন্তু একসময় তার হঠাৎ ইচ্ছে হয়েছিল সিনেমা বানানোর। সেই সূত্রেই প্রথম পরিচয় হয় তাঁদের। সেসময় ইন্ডাস্ট্রিতে নিয়মিত যাওয়া আসা করতেন তিনি।

আরও পড়ুন: আর ফ্যামিলি ড্রামা নয়, মারকাটারি অ্যাকশন লুকে হাজির দেব, প্রকাশ্যে নতুন ছবির পোস্টার

বাংলা সিরিয়াল,Bengali Serial,জী বাংলা,Zee Bangla,নিম ফুলের মধু,Neem Phooler Madhu,ঠাম্মা,Thamma,লিলি চক্রবর্তী,Lily Chakraborty,অজানা কাহিনী,Unknown Story,ঘরে ঘরে জি বাংলা,Ghore Ghore Zee Bangla,টলিউড,Tollywood,বিনোদন,Entertainment,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali,Entertainment News,বায়োস্কোপ নিউজ

এদিন স্বামীর প্রসঙ্গে বলতে গিয়ে অভিনেত্রী বলেন ‘ছবি করা আর হলো না, আমাকে বিয়ে করে ফেললো।’ প্রসঙ্গত তাদের কোন সন্তান নেই। লিলি চক্রবর্তীর স্বামী ২০১০ সালে প্রয়াত হয়েছেন। অভিনেত্রীর অভিনয় জীবনের শুরুটা ভানু পেল লটারি দিয়ে হলেও পরবর্তীতে তিনি অভিনয় করেছেন ‘দেয়া-নেয়া’, ‘দুই পুরুষ’, ‘দেবদাস’- এর মত সিনেমায়। প্রসঙ্গত  জীবনের একটা সময় মধ্যপ্রদেশে মামাবাড়িতে কাটানোয়  সেখানেই পড়াশোনাও করেছেন তিনি।

সেই সুবাদেই হিন্দিতে বেশ ভালোই দখল ছিল অভিনেত্রীর। পরবর্তীতে বাংলা সিনেমার পাশাপাশি লিলি চক্রবর্তী অভিনয় করেছেন বলিউডের ‘চুপ-চুপকে’, ‘আলাপ’,’ইনকার’-এর মত সুপারহিট সব হিন্দি সিনেমায়। তবে তিনি বারবার প্রমাণ করেছেন নায়িকা না হয়েও শুদু অভিনয় দিয়েই মন ছোঁয়া যায় দর্শকদের। তাই বরাবরই জনপ্রিয় সব পার্শ্ব চরিত্রে অভিনয় করেই তিনি মন জয় করে নিয়েছেন দর্শকদের, যা অব্যাহত আজও।

Avatar

anita

X