Sourav-Dona

anita

Sourav-Dona: লুকিয়ে প্রেম থেকে বাড়ির অমতে বিয়ে! সৌরভ গাঙ্গুলির সাথে প্রেমের সিক্রেট ফাঁস ডোনার 

নিউজ শর্ট ডেস্ক: সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly) এবং তাঁর স্ত্রী ডোনা গাঙ্গুলি (Dona Ganguly) হলেন বাংলার এমন এক সেলেব জুটি যাঁদের লুকিয়ে প্রেম থেকে বিয়ে নিয়ে আজন্ম বিরাট কৌতূহল অনুরাগীদের। সে অনেক আগের কথা পাশের বাড়ির ক্রিকেট তারকা সৌরভের প্রতি ছোট থেকেই ভালো লাগা ছিল ডোনার। বাড়ির অমতেই  পালিয়ে বিয়ে করেছিলেন তাঁরা। বড়দের লুকিয়ে রেজিস্ট্রিও করেছিলেন তাঁরা।

   

দাদাগিরিতে-ও মাঝেমধ্যেই নিজের ছেলেবেলার কথা ফাঁস করে ফেলেন সৌরভ। সম্প্রতি আজতক বাংলায় মহারাজের সঙ্গে প্রেম নিয়ে অকপটে কথা বললেন ডোনা। সেখানেই তিনি জানান, ‘একদম পাশের বাড়ি তো। তখন থেকেই আলাদ। দেখতাম ছোট সুন্দর একটা বাচ্চা একটা ছেলে ক্রিকেট খেলছে। আমি বারান্দায় এসে ওকে দেখতাম। ছোটবেলা থেকে ভালোলাগা ছিল। একটু একটু কথা হত। ওই পর্যন্তই। ওই যখন থেকে হয় না, এবার একটা বয়ফ্রেন্ড থাকলে হয়। তখন থেকে হয়তো প্রেমটা শুরু হয়েছিল।’

এদিনের সাক্ষাৎকারে লুকিয়ে প্রেমপত্র লেখার কথাও স্বীকার করেন সৌরভ ঘরণী। তিনি জানান গব্বর নামে সৌরভের এক ভাইয়ের হাত দিয়েই হত তাঁদের প্রেমপত্র চালাচালি।

সৌরভ গাঙ্গুলি,Sourav Ganguly,ডোনা গাঙ্গুলি,Dona Ganguly,প্রেম জীবন,Love Life,লাভ স্টোরি,Love Story,বিনোদন,Entertainment,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali,Entertainment News,বায়োস্কোপ নিউজ

এরপর প্রথম সাক্ষাতের স্মৃতি চারণা করে ডোনা বলেন, ‘প্রথম দেখা আমার মনে আছে আমাকে গাড়িতে তুলে টিউশনে ড্রপ করে দিয়েছিল। আমি ঠিকানাটা খুঁজে পাচ্ছিলাম না। চেতলায় ছিল ওটা। আর দুজনে খেতে গিয়েছিলাম চাইনিজ রেস্তোরাঁ ম্যান্ডারিনে। তখন ক্লাস ১১-১২-এ পড়ি।’তবে বাড়ির লোকের অমতে, বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন দুজনে একসঙ্গে।

আরও পড়ুন: ‘বউকে চুমু খেয়েছি, পাশের বাড়ির বউদিকে নয়!’ চুমু বিতর্কে সাফাই রাজের

সৌরভ গাঙ্গুলি,Sourav Ganguly,ডোনা গাঙ্গুলি,Dona Ganguly,প্রেম জীবন,Love Life,লাভ স্টোরি,Love Story,বিনোদন,Entertainment,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali,Entertainment News,বায়োস্কোপ নিউজ

কিন্তু প্রথমে তাঁদের বিয়ে কেন মেনে নেয়নি দুই পরিবার? এ প্রসঙ্গে সৌরভ পত্নী ডোনা বলছেন, ‘বাড়ি থেকে অমত থাকার কারণ ছিল, আমাদের দুই পরিবারের যে ব্যবসাটা ওটা আমাদের দাদুরা শুরু করেছিল। আর দাদুদের মধ্যে কিছু মতভেদ ছিল। এছাড়া দাদারা ব্রাহ্মণ, আমরা নেই। কিছু সমস্যা ছিল। তবে দাদার বাবার সাপোর্ট ছিল। বলেছিল, তুমি ভালো করে খেল, আমি দেখছি। তারপর সব ঠিক হয়ে যায়।’