QR Code

QR Code: QR কোডেও হতে পারে স্ক্যাম! সতর্ক না হলে খোয়া যাবে সর্বস্ব, এখনই জানুন এই সিক্রেট

নিউজ শর্ট ডেস্ক: অত্যন্ত জনপ্রিয় একটি পেমেন্ট মোড হল QR কোড (OR Code)। সারা দেশ জুড়ে প্রায় লক্ষ লক্ষ মানুষ এই পেপারলেস ট্রান্সাকশন করে থাকেন। তা সে শপিং মল থেকে শপিং করার সময় হোক কিংবা রেস্টুরেন্টে খাবারের বিল মেটানোর সময় হোক এমনই বিভিন্ন কাজে এই QR কোডগুলি স্ক্যাম (Scam)  করেই অর্থ প্রদান করেন কমবেশি সকলেই।

তবে সর্ষের মধ্যেই লুকিয়ে থাকার মতোই ইদানিং এই কিউ আর কোড-এর মধ্যেই ওঁত পেতে রয়েছে স্কামাররা। তাই সময় থাকতে সতর্ক না হলে এই স্ক্যামারের  মধ্যে দিয়েই খোয়া যেতে পারে সর্বস্ব। যখন একজন ব্যবহারকারী এই ধরনের QR কোড স্ক্যান করেন, তখন তাদের একটি প্রতারণামূলক ওয়েবসাইট বা পেমেন্ট লিঙ্কে নিয়ে যাওয়া হয়। এই ভাবে প্রতারকরা জাল ওয়েবসাইট বা পেমেন্ট লিঙ্কের সাথে লিঙ্ক করতে QR কোড ব্যবহার করতে পারে।

তাই ভারতীয় পুলিশ ইতিমধ্যেই এই QR কোডগুলির সম্ভাব্য সমস্যাগুলি সকলের সামনে তুলে ধরেছে। মনে করা হচ্ছে QR কোড স্ক্যাম এখন একটি গ্লোবাল সমস্যা হয়ে দাঁড়িয়েছে। মার্কিন সরকারও সেদেশের লোকেদের এই বিষয়ে সতর্ক করে বিভিন্ন পরামর্শ দিয়েছে। ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি) জানিয়েছে স্ক্যামাররা QR কোডগুলির মধ্যে বিপজ্জনক ওয়েবসাইট লিঙ্কগুলি লুকিয়ে রেখেছে, যা যে কারও তথ্য চুরি করতে ব্যবহার করা যেতে পারে।

প্রযুক্তি,Technology,কিউ আর কোড,QR Code,Scam,স্ক্যাম,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

উল্লেখ করা হয়েছে পার্কিং মিটারের QR কোডের ব্যবহারও। এই ধরণের QR কোড স্ক্যামের জন্য ডেলিভারি এজেন্ট হিসাবে ছদ্মবেশ নেয় প্রতারকরা। এই ভাবে তারা ডেলিভারি সংক্রান্ত কিছু সমস্যা সম্পর্কে যোগাযোগ করে এবং বিস্তারিত তথ্য শেয়ার করার অনুরোধ করে। যার জন্য তারা একটি QR কোড শেয়ার করতে পারে, আর তাতেই সর্বস্ব খোয়া যেতে পারে যে কোনো সাধারণ মানুষের। এই ধরণের  প্রতারকরা বেশিরভাগ ক্ষেত্রেই ব্যাঙ্ক বা টেলিকম অপারেটরের সেজে কল করে এবং দাবি করে যে অ্যাকাউন্টে কিছু সমস্যা আছে।

আরও পড়ুন: বন্দে ভারত নিয়ে বড় ঘোষণা ভারতীয় রেলের! আরও চওড়া হল আম জনতার মুখের হাসি

প্রযুক্তি,Technology,কিউ আর কোড,QR Code,Scam,স্ক্যাম,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

কিভাবে নিরাপদ থাকতে হয় ?

কখনই আপনার UPI আইডি, ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ কিংবা OTP-র মতো ব্যক্তিগত তথ্য অপরিচিতদের সাথে শেয়ার করবেন না। কোনো QR কোড যদি সন্দেহজনক মনে হয় তাহলে তা ভুলেও স্ক্যান করবেন না। অনলাইন লেনদেন করা এড়িয়ে চলুন। দররকার না হলে মোবাইল নম্বর শেয়ার করা থেকে বিরত থাকুন। বেশির ভাগ QR কোডের সঙ্গে লেখা টেক্সটে ভুল থাকে, তাই সবসময় এই পরিবর্তনগুলি সম্পর্কে সতর্ক থাকতে হবে।

Avatar

anita

X