Airlines

Airlines: খরচ বাঁচবে অনেক! এবার মাত্র ১৫০ টাকায় সফর করুন বিমানে

নিউজ শর্ট ডেস্ক: ট্রেনে বাসে তো কম বেশি সকলেই ভ্রমণ করে থাকেন। কিন্তু আমাদের দেশে আজও বহু মানুষের কাছে স্বপ্ন বিমানে চড়া। আসলে যা অনেকেরই সাধ্যের বাইরে। কারণ বাস ট্রেন বা অন্যান্য যানবাহনের তুলনায় প্লেনে চড়ার খরচ অনেক বেশি হয়ে থাকে।

তাছাড়া হাজার হাজার টাকা খরচ করে বিমানে সফর করার মত বাজেট থাকে না সকলের। কিন্তু জানলে অব অবাক হবেন আমাদের দেশে এমনও বেশ কিছু রুট আছে যেখানে মাত্র ১৫০ টাকার বিনিময়ে বিমানে সফর করা যায়। শুনতে অবাক লাগলেও এটা সত্যি।

ইতিমধ্যেই হয়তো অনেকে এই সমস্ত রুটে সফর-ও  করে ফেলেছেন। আসলে এখানে কথা হচ্ছে এমন একটি বিমান রুট সম্পর্কে যেখানে মাত্র ১৫০ টাকার বেসিক ভাড়াতেই পূরণ হবে বিমানে সফর করার স্বপ্ন। কি ভাবছেন এত কম ভাড়ায় প্লেনে চড়া কিভাবে সম্ভব? কিংবা কোন রুটেই বা এত কম ভাড়ায় বিমানে সফর করা যায়?

টিকিট,Ticket,ভাড়া,Fare,সস্তা টিকিট,Cheap Ticket,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali,বিমান,Airplane

আসলে লীলাবাড়ি থেকে অসমের তেজপুরের মধ্যে এমন একটি প্লেন চলে যার ভাড়া মাত্র ১৫০ টাকা। আর এই দুটি শহরের মধ্যে বিমানে চেপে সফর করতে সময় লাগে মাত্র ৫০ মিনিট। তবে এখানে বলে রাখি এটি কিন্তু ‘One Way’-র ভাড়া। অ্যালায়েন্স এয়ার এই রুটে ফ্লাইট পরিচালনা করে। তবে শুধু মাত্র ১৫০ টাকা দিয়ে কিন্তু বিমান ভ্রমণ সম্ভব নয়। কারণ এই ভাড়ার সঙ্গে আরও অন্যান্য ফি যোগ হয়।

আরও পড়ুন: ভারতের প্রথম স্বদেশী গাড়ির পিছনে রয়েছে এক অজানা গল্প! রতন টাটার এন্ট্রির কাহিনী অবাক করবে

তবে শুধু, লীলাবাড়ি থেকে তেজপুর ছাড়াও আমাদের দেশে এমন আরও অনেক রুট আছে, যেখানে বেসিক ভাড়া ১০০০ টাকার-ও কম।তবে এই সমস্ত রুট ছাড়াও আমাদের দেশে এমন আরও  ২২টি রুট আছে যেখানে বেসিক বিমান ভাড়া এক হাজার টাকার-ও কম।

টিকিট,Ticket,ভাড়া,Fare,সস্তা টিকিট,Cheap Ticket,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali,বিমান,Airplane

এছাড়াও  উত্তর-পূর্ব ভারতের বেশ কিছু রুটের মূল বিমান ভাড়া জনপ্রতি ১৫০ থেকে ১৯৯ টাকার মধ্যে রয়েছে। পাশাপাশি  দক্ষিণ ভারতেও কয়েকটি  রুটে খুব কম দামে ফ্লাইটের টিকিট পাওয়া যায়।

Avatar

anita

X