Airtel

Airtel: মাঝ আকাশেও তড়তড়িয়ে চলবে ইন্টারনেট! মাত্র ১৯৫ টাকায় পান Airtel-র জব্বর প্ল্যান

নিউজ শর্ট ডেস্ক: মাঝেমধ্যেই যে বা যারা ফ্লাইটে যাওয়া আসা করেন, হামেশাই তাঁরা ইন্টারনেট কানেকশন (Internet Connection) বিচ্ছিন্ন হওয়ার মতো সমস্যায় ভোগেন। এই সমস্যা থেকে নিস্তার দিতেই  এবার তাঁদের জন্য চলে এসেছে এয়ারটেলের (Airtel) এক ধামাকা ডেটা প্ল্যান (Data Plan)। প্লেনে সফর করার সময় ইন্টারনেট কানেকশন  বিচ্ছিন্ন হওয়া কিংবা বন্ধু বান্ধব অথবা পরিবারের কারও সঙ্গে চ্যাট করতে না পারা প্রচন্ড বিরক্তিকর একটা অবস্থা তৈরী করে।

কিন্তু ঘন্টার পর ঘন্টা ভার্চুয়াল দুনিয়া থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকা সত্যিই অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। তবে এবার সেই দীর্ঘ, ক্লান্তিকর ঘন্টাগুলোই পুরোপুরি শেষ হয়ে যেতে চলেছে। কারণ এবার এয়ারটেল নিয়ে এসেছে একটি দারুন সমাধান।

জানা যাচ্ছে ভারতীয় টেলিকম জায়ান্ট ইন-ফ্লাইট রোমিং প্ল্যান চালু করেছে, যা গ্রাহকদের প্লেনে থাকাকালীন সময়েও  উচ্চ-গতির ইন্টারনেট ব্রাউজিং এবং কলিংয়ের অ্যাক্সেস দেয়। এই নিফটি ডেটা প্যাকগুলির সঙ্গে, গ্রাহকরা সোশ্যাল মিডিয়ার পাশাপাশি ভিডিওগুলিও  স্ট্রিম করতে পারেন এছাড়া অনেকে অনলাইনেও কাজ করতে পারেন৷

ইন্টারনেট কানেকশন,Internet Connection,এয়ারটেল,Airtel,ডেটা প্ল্যান,Data Plan,রিচার্জ প্ল্যান,Recharge Plan,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

এই পরিষেবাটি অ্যাক্টিভ করার জন্য, এয়ারটেল অ্যারোমোবাইলের সঙ্গে জুটি বেঁধেছে।  মনে করা হচ্ছে এটি বিমানের নিজস্ব যোগাযোগ ব্যবস্থার সাথে যুক্ত। এই প্ল্যানগুলি ১৯টি আন্তর্জাতিক এয়ারলাইনকে কভার করে, যাতে গ্রাহকরা যে প্লেনেই থাকুন না কেন, ইন্টারনেট পরিষেবা কখনও বিচ্ছিন্ন না হয়।

আরও পড়ুন: ৫ টাকার কয়েন বাতিল! আপনার কাছে আছে? জানুন RBI-র নতুন নির্দেশিকা

এই রিচার্জ প্ল্যানের ২৫০MB ডেটা, ১০০ মিনিটের আউটগোয়িং কল এবং ১০০ SMS সহ ২৪-ঘন্টার প্যাকের দাম মাত্র ১৯৫ টাকা থেকে শুরু হয়৷ কিন্তু কারও যদি আরও ডেটার প্রয়োজন হয়, তাহলে তিনি টপ-টায়ার ৫৯৫ টাকার প্ল্যান রিচার্জ করতে পারেন। এক্ষেত্রে  ১GB পর্যন্ত ডেটা এবং সেইসাথে ১০০ টি এসএমএস এর সুবিধা পাওয়া যায়।

ইন্টারনেট কানেকশন,Internet Connection,এয়ারটেল,Airtel,ডেটা প্ল্যান,Data Plan,রিচার্জ প্ল্যান,Recharge Plan,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

এক নজরে দেখে নেওয়া যাক সম্পূর্ণ প্ল্যানের তালিকা- এয়ারটেল পোস্টপেড – ১৯৫ টাকার প্ল্যানে রয়েছে ২৫০ MB ডেটা, ১০০ মিনিটের আউটগোয়িং কল এবং ১০০ SMS সহ ২৪ ঘণ্টার বৈধতা। এছাড়াও ২৯৫ টাকার প্ল্যানে রয়েছে ৫০০ MB ডেটা, ১০০ মিনিটের আউটগোয়িং কল এবং ১০০ SMS সহ ২৪ ঘণ্টার বৈধতা। অন্যদিকে ৫৯৫ টাকার প্ল্যানে রয়েছে ১GB ডেটা, ১০০ মিনিটের আউটগোয়িং কল সহ ১০০ টি SMS সহ ২৪ ঘণ্টার বৈধতা।

Airtel

পোস্টপেড – ১৯৫ টাকার এই  পোস্টপেড প্ল্যানে রয়েছে ২৫০ MB ডেটা, সহ ১০০ মিনিটের আউটগোয়িং কল এবং ১০০ SMS সহ ২৪ ঘণ্টার বৈধতা।
এছাড়া ২৯৫ টাকার প্ল্যানে রয়েছে ৫০০ MB ডেটা, ১০০ মিনিটের আউটগোয়িং কল এবং ১০০ SMS সহ ২৪ ঘণ্টার বৈধতা। অন্যদিকে ৫৯৫ টাকার প্ল্যানে রয়েছে ১GB ডেটা, ১০০ মিনিটের আউটগোয়িং কল এবং ১০০ SMS সহ ২৪ ঘণ্টার বৈধতা।

প্রিপেড – জানা যাচ্ছে ১৯৫ টাকার প্ল্যানে রয়েছে ২৫০ MB ডেটা, সমেত ১০০ মিনিটের আউটগোয়িং কল এবং ১০০ SMS সহ ২৪ ঘণ্টার বৈধতা। অন্যদিকে ২৯৫ টাকার প্ল্যানে রয়েছে ৫০০ MB ডেটাসহ  ১০০ মিনিটের আউটগোয়িং কল এবং ১০০ SMS সহ ২৪ ঘণ্টার বৈধতা।

Avatar

anita

X