Anurager Chhowa

anita

Anurager Chhowa: একসময় রাত কাটিয়েছিলেন শিয়ালদহ স্টেশনে! আজ তিনিই ‘অনুরাগের ছোঁয়া’র দীপা স্বস্তিকা

নিউজ শর্ট ডেস্ক: এখনকার দিনে বাংলা সিরিয়ালের (Bengali Serial) অভিনেত্রীরা দর্শকদের কাছে টলিউড অভিনেত্রীদের থেকে কোন অংশে কম নয়। তাদের বাংলাজোড়া খ্যাতির সামনে ফিকে হয়ে যান অনেক টলিউড অভিনেত্রীরাও। বাংলা সিরিয়ালের জগতে এই মুহূর্তে এমনই একজন প্রথম সারির অভিনেত্রী রয়েছেন যিনি সম্পূর্ণ নিজের চেষ্টাতেই আজ খ্যাতির শীর্ষে পৌঁছেছেন।

   

তাঁর পরিবারের কেউই অভিনয়ের সাথে যুক্ত ছিলেন না কোনদিন। ইন্ডাস্ট্রিতে তাঁর কোন গডফাদারও নেই।  একেবারে মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা সেই অভিনেত্রী আর কেউ নন, তিনি হলেন স্টার জলসার (Star Jalsha) সুপারহিট বাংলা সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া’র (Anurager Chhowa) প্রধান নায়িকা অর্থাৎ দীপা (Deepa) অভিনেত্রী স্বস্তিকা ঘোষ (Swastika Ghosh)। 

আজ তাঁকে গোটা বাংলার দর্শক চেনেন দীপা নামেই। একটা সময় দর্শকদের এই ভালোবাসা পাওয়ারই স্বপ্ন দেখতেন স্বস্তিকা, স্বপ্ন দেখতেন একজন ভালো অভিনেত্রী হওয়ার। আর আজ বাংলার দর্শকরা তাঁকে চেনেন দীপা নামেই।

Bengali Serial,বাংলা সিরিয়াল,Star Jalsha,স্টার জলসা,Anurager Chhowa,অনুরাগের ছোঁয়া,Deepa,দীপা,Swastika Ghosh,স্বস্তিকা ঘোষ,Struggle,স্ট্রাগল,Acting Life,অভিনয় জীবন,Entertainment,বিনোদন,Bangla Khobor,বাংলা খবর,Tollywood,টলিউড,Bengali Khobor,Bangla,Bengali,Entertainment News,বায়োস্কোপ নিউজ

তবে অভিনেত্রীর স্বস্তিকা থেকে দীপা হওয়ার এই সফরটা সহজ ছিল না একেবারেই।  সম্প্রতি নিজের এই স্বপ্নের সফর প্রসঙ্গে এবিপি লাইভের সাথে অকপট আড্ডায় বসে ছিলেন ছোট পর্দার দীপ। সেখানে তিনি জানিয়েছেন তাঁদের পরিবারের কেউই অভিনয় জানতেন না। তবে বাড়িতে নাচ গানের চর্চা ছিল।

আরও পড়ুন: ছেলের অমতেই কেন ভোটে দাঁড়ালেন রচনা! চমকে দেবে উত্তর

তবে নাচ গানের বদলে অভিনয় নিয়ে কেরিয়ার গড়ায় কখনও বাধা দেননি স্বস্তিকার বাবা-মা-ও। আসলে স্কুল পাশ করার পরেই অভিনয় আসার ইচ্ছে ছিল স্বস্তিকার কিন্তু তার আগেই সুযোগ পেয়ে যান তিনি। তবে মথুরাপুর থেকে রোজ কলকাতা যাওয়া আসা অসম্ভব ছিল। তাই একসময় শিয়ালদা স্টেশনেও  রাত কাটিয়েছিলেন অভিনেত্রী আর তার বাবা।

তবে পরে ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে মুখ্য চরিত্রে সুযোগ পাওয়ার পর কলকাতাতেই থাকতে শুরু করেন স্বস্তিকা। তবে এখন সেই কষ্টের দিন আর নেই। ইতিমধ্যেই অনুরাগের ছোঁয়ায়  অভিনয়ের পাশাপাশি উচ্চ মাধ্যমিক পাশ করেছেন স্বস্তিকা। তবে স্বস্তিকা মনে করেন অনুরাগের ছোঁয়া’র জন্যই তিনি আজ এত জনপ্রিয়তা পেয়েছেন।

Bengali Serial,বাংলা সিরিয়াল,Star Jalsha,স্টার জলসা,Anurager Chhowa,অনুরাগের ছোঁয়া,Deepa,দীপা,Swastika Ghosh,স্বস্তিকা ঘোষ,Struggle,স্ট্রাগল,Acting Life,অভিনয় জীবন,Entertainment,বিনোদন,Bangla Khobor,বাংলা খবর,Tollywood,টলিউড,Bengali Khobor,Bangla,Bengali,Entertainment News,বায়োস্কোপ নিউজ

এদিন নিজের স্বপ্ন পূরণের কথা জানিয়ে স্বস্তিকা বলেছেন , ‘মথুরাপুরে যখন যান তখন তিনি চেনেন না এমন অনেক মানুষ এসে তার বাড়ির সামনে তাকে দেখার জন্য জড়ো হন। এই ভালবাসাটা পাওয়ারই তো স্বপ্ন দেখেছি আমি।’