নিউজ শর্ট ডেস্ক: বর্তমান দিনে যে কোনো ভারতীয় নাগরিকদের জন্যই কেওয়াইসি (KYC) খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এরইমধ্যে এই KYC নিয়েই এসে গেল একটি বড়সড় আপডেট (Bg Update)। যা সম্পর্কে দেশের প্রতিটি নাগরিকদের জন্য জানা অত্যন্ত জরুরি। এখন দেশ জুড়ে যে নিয়ম চালু রয়েছে তাতে করে যে কোনো আর্থিক কাজ KYC ছাড়া সম্ভব নয় একেবারেই।
আর এই কারণেই KYC সবসময় আপডেট রাখা খুবই গুরুত্বপূর্ণ। ব্যাঙ্কে নতুন অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে বিভিন্ন স্কিমে বিনিয়োগ করার জন্য প্রয়োজন হয় এই KYC-র। তাই যদি কারও KYC করা না থাকে তাহলে যে কোনও আর্থিক কাজ করার জন্য তাকে অবশ্যই KYC করে নিতে হবে। এরই মধ্যে জানা যাচ্ছে, খুব তাড়াতাড়ি KYC-র নতুন নিয়ম (New Rule) চালু হতে পারে।
অর্থাৎ আগামী দিনে পুরনো KYC-এর নিয়মের বদলে আসছে নতুন KYC নিয়ম। এক নজরে দেখে নেওয়া যাক খুঁটিনাটি সমস্ত বিষয়। আসলে সম্প্রতি FSDC অর্থাৎ Financial Stability and Development Council-এর একটি বৈঠক শেষ হয়েছে। Financial Stability and Development Council-এর এই বৈঠকে ইউনিফর্ম কেওয়াইসি নিয়ম ও কেওয়াইসি রেকর্ডের সুপারিশ করা হয়েছে।
সেইসাথে এদিন কেওয়াইসি সহজ এবং ডিজিটালাইজ করার উপর জোর দেওয়ার কথাও বলা হয়েছে। এখানে বলে রাখি FSDC -এর এই ২৮তম বৈঠক অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছিল। ইতিমধ্যেই ২০২৩ সালের বাজেট পেশ করার সময় কেওয়াইসি নিয়ে পরামর্শ দিয়েছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। নাগরিকদেরপরিচয় এবং ঠিকানা প্রমাণীকরণের জন্য তিনি একটি ওয়ান-স্টপ সমাধান ব্যবহার করার প্রস্তাব দিয়েছিলেন।
আরও পড়ুন: টাকার লোভে পুরানো নোট বিক্রি করছেন! RBI-র এই নিয়ম না মানলে পড়বেন ফ্যাসাদে
সেবার অর্থমন্ত্রী জানিয়েছিলেন ‘বিভিন্ন সরকারি সংস্থা, নিয়ন্ত্রক এবং নিয়ন্ত্রিত সংস্থাগুলিকে ডিজিলকার পরিষেবা এবং আধারের মাধ্যমে পরিচয় ও ঠিকানা মেলানো এবং আপডেট করার জন্য ওয়ান স্টপ সমাধান সরবরাহ করা উচিত।’তবে এখনও দেশের অধিকাংশ মানুষের মনে এই কেওয়াইসি নিয়ে বেশ কিছু সংশয় রয়েছে।
তাহলে আসুন জানা যাক কেওয়াইসি কী?
আসলে এই প্রক্রিয়ার অধীনে, গ্রাহকদের থেকে কেওয়াইসি ফর্মের সঙ্গেই আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট ইত্যাদি সমস্ত প্রয়োজনীয় নথির ফটো কপি জমা নেওয়া হয় । এইভাবে সমস্ত সংস্থা, ব্যাঙ্ক, সরকারি স্কিম এবং আর্থিক প্রতিষ্ঠান সমস্ত নথি সংগ্রহ করে রাখে যাতে ভবিষ্যতে কোনও দুর্ঘটনা ঘটলে ওই ব্যক্তিকে সহজেই সনাক্ত করা যায়। তাই কেওয়াইসি করা সবার জন্যই দরকারি। ব্যাঙ্ক এবং গ্রাহকের মধ্যেকার সম্পর্ককেও শক্তিশালী করে এই কেওয়াইসি। তাছাড়া কেওয়াইসি ছাড়া বিনিয়োগ করাও সম্ভব নয়, এমনকি আজকের দিনে কেওয়াইসি ছাড়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলাও সহজ নয়।