Popular Actress

anita

Popular Actress: শুধু হেসে হেসেই ২২২ কোটির মালকিন! চিনতে পারছেন এই সুন্দরী অভিনেত্রীকে?

নিউজ শর্ট ডেস্ক: বিনোদন জগতে এমন অনেক তারকা রয়েছেন যাঁরা নিজের প্রতিভার জোরেই আজ পৌঁছে গিয়েছেন সাফল্যের শিখরে। ইন্ডাস্ট্রিতে তাঁদের  না ছিল কোনো গডফাদার, না ছিল কোন পরিচিত। ঝাঁ-চকচকে গ্ল্যামার ওয়ার্ল্ডের আড়ালে তাই  চাপা পড়ে যায় তাঁদের বাস্তব জীবনের কঠিন সংগ্রামের কাহিনী।হিন্দি ফিল্ম ইন্ডাট্রিতে এমনই একজন জনপ্রিয় অভিনেত্রী রয়েছেন যিনি আজ সম্পূর্ণ নিজের দক্ষতায় সু-প্রতিষ্ঠিত নিজের ক্যারিয়ারে।

   

বর্তমানে তিনি শুধু তাঁর হাসির জন্যই আয় করেন লাখ লাখ টাকা। কি ভাবছেন কার কথা হচ্ছে? আসলে এই অভিনেত্রী আর কেউ নন, যিনি হলেন বলিউডের (Bollywood) জনপ্রিয় অভিনেত্রী অর্চনা পূরণ সিং (Archana Puran Singh)। যিনি কমেডি কুইন নামেও পরিচিত। এখন তাঁকে ছাড়া অসম্পূর্ণ জনপ্রিয় কমেডি শো ‘দ্য কপিল শর্মা শো’।

এই অনুষ্ঠানে বিচারকের আসনে বসেই লক্ষ লক্ষ টাকা পারিশ্রমিক পান অর্চনা। তাঁর হাসি ছাড়া এক কথায় ফিকে এই কমেডি শো। অভিনেত্রীর কেরিয়ারের শুরুটা ছিল প্রযোজক জালাল আগার ‘ব্যান্ড এইড’-এর বিজ্ঞাপনের হাত ধরে। সে সময় ইন্ডাস্ট্রিতে তার কোন পরিচিত ছিল না।  তবে একটা বিজ্ঞাপন থেকেই রাতারাতি ভাগ্যের চাকা ঘুরতে শুরু করে অর্চনার।

বলিউড,Bollywood,জনপ্রিয় অভিনেত্রী,Popular Actress,অর্চনা পূরণ সিং,Archana Puran Singh,বিনোদন,Entertainment,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali,Entertainment News,বায়োস্কোপ নিউজ

এরপর বলিউডের একের পর এক জনপ্রিয় সিনেমায় পার্শ্ব চরিত্রে অভিনয় করতে থাকেন তিনি। তবে তাঁর কেরিয়ারের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায় টেলিভিশনের জনপ্রিয় কমেডি শো দা কাপিল শর্মা শো। মিডিয়া রিপোর্ট বলছে বর্তমানে তিনি এক-একটা এপিসোড পিছু পারিশ্রমিক নেন ১০ লক্ষ টাকা। জানা যায় তিনি শো-টির তৃতীয় সিজনের জন্য কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন।

আরও পড়ুন: কোথায় হারিয়ে গেলেন ‘তোমায় আমায় মিলে’র কাকলি! অভিনয় ছেড়ে এখন কি করছেন অভিনেত্রী?

বলিউড,Bollywood,জনপ্রিয় অভিনেত্রী,Popular Actress,অর্চনা পূরণ সিং,Archana Puran Singh,বিনোদন,Entertainment,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali,Entertainment News,বায়োস্কোপ নিউজ

সূত্রের খবর বর্তমানে  অর্চনা পুরন সিংয়ের মোট সম্পত্তির পরিমান ২২২.৩৪৩ কোটি টাকা। প্রসঙ্গত এই অভিনেত্রীর অভিনয় জীবনের মতই বর্ণময় তাঁর ব্যক্তিগত জীবনও। জানা যায় অর্চনার  প্রথম বিয়ে টেকেনি। পরে তিনি ৭ বছরের ছোট পারমিত শেঠকে বিয়ে করেছিলেন। কিন্তু সেই বিয়ে তাঁরা ৪ বছর লুকিয়ে রেখেছিলেন।  বর্তমানে এই দম্পতির দুই ছেলে রয়েছে।