Brodband

Brodband: বিনামূল্যে ডিজনি প্লাস হটস্টার! কলিং সহ ৩ মাসের জন্য ৬০ MBPS ডেটা দিচ্ছে এই কোম্পানি

নিউজ শর্ট ডেস্ক: দিনের পর দিন ব্রডব্যান্ড কানেকশনের (Brodband Connection) চাহিদার কথা মাথায় রেখেই এখনকার বাজারে বিভিন্ন টেলিকম সংস্থাগুলির তরফে চালু করা হয়েছে একাধিক সুবিধা সম্পন্ন বেশ কিছু ব্রডব্যান্ড প্ল্যান। আজ আপনাদের জানাবো এমনই একটি সুবিধাজনক ব্রডব্যান্ড প্ল্যান সম্পর্কে। যার মাধ্যমে আপনারা পেয়ে যাবেন ডিজনি প্লাস হটস্টারের (Disney + Hotstar) বিনামূল্যের সাবস্ক্রিপশন সহ পুরো তিন মাসের ফ্রি পরিষেবা।

আসলে এখানে কথা হচ্ছে বিএসএনএল (BSNL)-এর ভারত ফাইবার ব্রডব্যান্ড সার্ভিস (Bharat Fiber Broadband Service) সম্পর্কে। এই প্ল্যানটি রিচার্জ করতে মোট খরচ হয় ৬৬৬ টাকা। এটি কোম্পানির সবথেকে সস্তার প্ল্যান। যা ফ্রিতেই ডিজনি প্লাস হটস্টারের সাবস্ক্রিপশন দিয়ে থাকে। এই প্ল্যানে ৬০ এমবিপিএস ইন্টারনেট স্পিড পাওয়া যায়। আসুন বিএসএনএলএর এই ব্রডব্যান্ড প্ল্যান সম্পর্কে বিস্তারিত জানা যাক।

বিএসএনএলের এই প্ল্যানটির নাম ফাইবার বেসিক প্লাস ওটিটি। এই প্ল্যানে ৬০ এমবিপিএস গতি সম্পন্ন ৩,৩০০ জিবি ডেটা পরিষেবা পাওয়া যায়। তবে ডেটা কোটা শেষ হয়ে যাওয়ার পর এর স্পিড নেমে আসে ৪ এমবিপিএস-এ। এই প্ল্যানে রিচার্জ করা হলে সমস্ত নেটওয়ার্কেই আনলিমিটেড লোকাল প্লাস এসটিডি কলের সুবিধা পাওয়া যায়। এছাড়া কলিং-এর জন্য ল্যান্ড লাইন কানেকশন পাওয়া যায়। তবে ল্যান্ড লাইনের জন্য  প্রয়োজনীয় রিসিভার গ্রাহককে নিজেকেই কিনতে হয়। ওটিটি পরিষেবার সুবিধার ক্ষেত্রে এই প্ল্যানে ডিজনি প্লাস হটস্টারের ফ্রি সাবস্ক্রিপশন পাওয়া যায়।

ব্রডব্যান্ড কানেকশন,Brodband Connection,ডিজনি প্লাস হটস্টার,Disney + Hotstar,বিএসএনএল,BSNL,ভারত ফাইবার ব্রডব্যান্ড সার্ভিস,Bharat Fiber Broadband Service,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla

তিন মাসের বৈধতা

বিএসএনএলের এই প্ল্যানটি গ্রাহকরা বিনামূল্যে তিন মাসের জন্য ব্যবহার করতে পারবেন ঠিকই, তবে তার জন্য ২৪ মাসের প্ল্যান রিচার্জ করতে হবে। এই সুবিধা কোম্পানির তরফ থেকে সমস্ত ব্রডব্যান্ড প্ল্যানের জন্যই দেওয়া হয়ে থাকে। আসলে দীর্ঘমেয়াদি প্ল্যান রিচার্জ করার জন্য কোম্পানির তরফ থেকে ফ্রিতে অতিরিক্ত ভ্যালিডিটির সুবিধা দেওয়া হয়ে থাকে। যদি কেউ একমাস অথবা ৬ মাসের জন্য কোন প্ল্যান রিচার্জ করে থাকেন তাহলে কোনো অতিরিক্ত ভ্যালিডিটির পরিষেবা পাওয়া যাবে না।

আরও পড়ুন: মোবাইল চার্জে বসিয়ে ভুলেও করবেন না এই কাজ! ঘটে যেতে পারে ভয়াবহ দুর্ঘটনা 

কিন্তু কেউ যদি ১২ মাস অথবা ২৪ মাসের জন্য দীর্ঘমেয়াদি প্ল্যানে রিচার্জ করে থাকেন তাহলে অতিরিক্ত ভ্যালিডিটি পাওয়া যায়। আসুন এই ব্যাপারে আরও বিস্তারিত জানা যাক। যদি কেউ এক মাসের জন্য এই প্ল্যান কিনতে চান তাহলে তাকে ৬৬৬ টাকা প্রতি মাসে খরচ করতে হবে। কিন্তু কেউ যদি ছয় মাসের জন্য কোন প্ল্যান রিচার্জ করে থাকেন তাহলে তাকে একবারে ৩,৬৬৩ টাকা খরচ করতে হবে।

অর্থাৎ সেক্ষেত্রে ৩৩৩ টাকার খরচ বেঁচে যাবে। একইভাবে কেউ যদি ১২ মাসের জন্য এই প্ল্যান রিচার্জ করে থাকেন তাহলে তাকে একবারে ৭,৯৯২ টাকা দিতে হবে। তবে এক্ষেত্রে তিনি এক মাসের জন্য বিনামূল্যে এই রিচার্জ প্লান এর সমস্ত সুবিধা পাবেন। অর্থাৎ ১২ মাসের জন্য রিচার্জ করে ১৩ মাসের সুবিধা পাওয়া যাবে।

ব্রডব্যান্ড কানেকশন,Brodband Connection,ডিজনি প্লাস হটস্টার,Disney + Hotstar,বিএসএনএল,BSNL,ভারত ফাইবার ব্রডব্যান্ড সার্ভিস,Bharat Fiber Broadband Service,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla

একইভাবে কেউ যদি ২৪ মাসের জন্য কোন প্ল্যান রিচার্জ  থাকেন তাহলে তাকে একবারে ১৫,৯৮৪ টাকা খরচ করতে হবে ঠিকই, কিন্তু সেই সাথে তিনি পেয়ে যাবেন ৩ মাসের বিনামূল্যের সাবস্ক্রিপশন। অর্থাৎ এক্ষেত্রেও ২৪ মাসের জন্য রিচার্জ করে ২৭ মাস ধরে এই রিচার্জ প্ল্যান এর সুবিধা উপভোগ করবেন গ্রাহক।

Avatar

anita

X