Government Schemes

anita

Government Schemes: লাগবে না কোনো গ্যারান্টি, মিলবে ৫০ হাজার টাকা লোন! বড় সিদ্ধান্ত সরকারের

নিউজ শর্ট ডেস্ক: বৃহত্তর জনস্বার্থে বরাবরই কেন্দ্রীয় সরকারের (Central Government) তরফে বিভিন্ন ধরণের প্রকল্পের (Scheme) রূপায়ণ করা হয়ে থাকে। ইতিমধ্যেই এই সমস্ত সরকারি প্রকল্পে (Government Schemes) উপকৃত হয়েছেন বহু সাধারণ মানুষ। করোনাকালে জনসাধারণের জন্য এমনই একটি প্রকল্প চালু করেছিল কেন্দ্র সরকার। অত্যন্ত জনপ্রিয় জনকল্যাণ মূলক সেই প্রকল্পের নাম হল প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা (Pradhanmantri Swanidhi Yojana)।

   

এই প্রকল্পের মূল ইউএসপি হল কোনো গ্যারান্টি ছাড়াই এই প্রকল্পের অধীনে ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ নেওয়া যাবে। আসুন এবার এই সরকারি প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানা যাক।

প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা

টাকার অভাবে যারা ছোট ব্যবসা শুরু করতে পারছেন না, মূলত তাদের জন্যই এই ‘প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা’ (PM Svanidhi Scheme) নামক প্রকল্পটি চালু করেছে কেন্দ্র সরকার। করোনা কালে মূলত  হকাররাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। তাই তাদের কথা মাথায় রেখেই সেসময় কেন্দ্র সরকার এই প্রকল্পটি চালু করেছিল, যা বর্তমানেব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

কেন্দ্রীয় সরকার,Central Government,প্রকল্প,Scheme,সরকারি প্রকল্প,Government Schemes,প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা,Pradhanmantri Swanidhi Yojana,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

৫০ হাজার টাকা পর্যন্ত লোন

প্রধানমন্ত্রী স্বনিধি প্রকল্পের আওতায় আপনি ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন, তবে প্রথমেই একেবারে ৫০ হাজার টাকার ঋণ নিতে পারবেন না। এই প্রকল্পের অধীনে একেবারে প্রথমে ১০ হাজার টাকার ঋণ নিতে পারবেন। তারপর সেই ঋণ পরিশোধ করে দেওয়ার পর দ্বিতীয় বার এর দ্বিগুণ পরিমাণে ঋণ নিতে পারবেন। আসুন জেনে নেওয়া যাক কীভাবে ঋণ নেবেন।

আরও পড়ুন: এবার ভাগ্য ফিরবে আপনারও! লাভজনক এই ৫ টি ব্যবসাতেই দু’হাতে কামানো যাবে টাকা

৫০ হাজার টাকা ঋণ কিভাবে পাবেন?

সরকারি এই প্রকল্পের আওতায় প্রথমে ১০ হাজার টাকার ঋণ নিয়ে, পরে সেই ঋণশোধ করতে হবে। দ্বিতীয় ধাপে ১০ হাজার টাকার দ্বিগুণ পরিমাণ অর্থাৎ ২০ হাজার টাকার ঋণ নেওয়া যাবে।  একইভাবে তৃতীয়বার ৫০ হাজার টাকা ঋণ নেওয়া যাবে। কেন্দ্র সরকারের তরফে এই ঋণের উপর ভর্তুকিও দেওয়া হয়।

কোনো গ্যারান্টির ছাড়াই ঋণ

সবচেয়ে মজার বিষয় হল প্রধানমন্ত্রী স্বনিধি প্রকল্পে ঋণ নেওয়ার জন্য কোনো গ্যারান্টির প্রয়োজন হয় না। আবেদন মঞ্জুর হলেই  ঋণের টাকা ধাপে ধাপে ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তির হবে।

কেন্দ্রীয় সরকার,Central Government,প্রকল্প,Scheme,সরকারি প্রকল্প,Government Schemes,প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা,Pradhanmantri Swanidhi Yojana,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

কারা পাবেন এই প্রকল্পের সুবিধা ?

সরকারি নিয়ম বলছে এই প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা তারাই পাবেন যারা পানের দোকান, চায়ের দোকান, ছোট স্টেশনারি দোকান, সবজি বিক্রেতা, ফল বিক্রেতা, সেলুন, জুতোর দোকান, স্ট্রিট ফুডের দোকান, রুটি তড়কা, ডিম বিক্রেতা, ছোট লন্ড্রি, কিংবা ফেরিওয়ালার মতো ছোটখাটো ব্যবসা করেন।

আধার কার্ড বাধ্যতামূলক

এই প্রকল্পের সুবিধা তারাই পাবেন যাদের আধার কার্ড রয়েছে। আধার কার্ড না থাকলে, এই প্রকল্পের জন্য আবেদন করা যাবে না। এছাড়াও দরকার  ব্যাংকের পাশবুকের জেরক্স কপি। এই প্রকল্পের অধীনে ঋণ গ্রহণের পর সেই ঋণের টাকা এক বছরের মধ্যে শোধ করতে হবে।

আরও পড়ুন: শিয়ালদহ থেকে উত্তরবঙ্গ যাওয়ার এই ট্রেন বাতিল! রেলের সিদ্ধান্তে মাথায় হাত যাত্রীদের

আবেদনের পদ্ধতি?

যেকোনো সরকারি ব্যাঙ্কেই প্রধানমন্ত্রী স্বনিধি যোজনায় এই ঋণ গ্রহণের জন্য আবেদন করা যাবে। এছাড়াও প্রধানমন্ত্রী স্বনিধি যোজনার অফিসিয়াল ওয়েবসাইট pmsvanidhi.mohua.gov.in -এ গিয়েও এই লোন নেওয়ার জন্য আবেদন করা যেতে পারে।