Business Idea

Business Idea: কম পুঁজির এই ব্যবসা করেই মাসে আয় ৫০ হাজার টাকা! চাকরির থেকে হবে বেশি রোজগার

নিউজ শর্ট ডেস্ক: এখনকার দিনে চাকরির বাজার খুবই খারাপ। তাই এই পরিস্থিতিতে তরুণ প্রজন্মের সকল যুবক-যুবতী চাকরি ছেড়ে ঝুঁকছেন ব্যবসার দিকে। কিন্তু ব্যবসা (Business) করার ক্ষেত্রে প্রথমেই সকলের মাথায় আসে পুঁজির কথা। তাই টাকার কথা ভেবেই অনেকে ব্যবসা করা থেকে পিছিয়ে আসেন। তবে  যে কোন ব্যবসা শুরু করার জন্য অত্যন্ত প্রয়োজনীয় পরিশ্রম করা এবং ধৈর্য ধরা। এমনিতে সকলেই জানেন ব্যবসা বিভিন্ন ধরনের হয়ে থাকে। কিন্তু যদি কেউ নতুন ব্যবসা শুরু করতে চান তাহলে তাকে অবশ্যই সঠিক ব্যবসার নির্বাচন করতে হবে।

তাছাড়া কেউ যদি কঠোর পরিশ্রম করতে পারেন তাহলে তার ব্যবসা অনেক বেশি সফল হতে পারে। তবে  যে কোনো ব্যবসা শুরু করার আগে সবার প্রথমে সেই ব্যবসার পুরো রূপরেখা তৈরি করে নিতে হবে। প্লান মাফিক ব্যবসা শুরু করতে পারলে সেই ব্যবসায় সব সাফল্য আসবেই।  বিশেষ করে ব্যবসার ঝুঁকি  সম্পর্কে আগে থেকে অনুমান করা উচিত। যা আগামী দিনে ব্যবসা করতে অনেক বেশি সাহায্য করবে।  আজ আপনাদের জন্য থাকছে সেলুনের (Saloon) ব্যবসার আইডিয়া (Business Idea)। 

এই বিজনেস যে কেউ শুরু করতে পারবেন। তবে তাকে সেলুনের কাজ জানতে হবে।  এটা এমন একটা ব্যবসা যা ১২ মাস খুব ভালোভাবে চলতে পারে।  সকলেই জানেন সেলুনের দোকানে প্রায় সারা বছর চুল-দাড়ি কাটানো থেকে মেকআপ করার জন্য ভিড় জমান অনেকেই। আসলে এটি এমনই একটা জিনিস যেটা কেউ ঘরে করতে পারবেন না। এইজন্যেই সেলুনের ব্যবসা একটি সফল ব্যবসা বলে মনে করা হয়। আর সবথেকে বড় কথা হল এই ধরনের ব্যবসায় কোন প্রকার ঝামেলা ঝঞ্ঝাট থাকে না।

ব্যবসা,Business,সেলুন,Saloon,ব্যবসার আইডিয়া,Business Idea,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

কম পরিশ্রম করেই এই ধরনের ব্যবসা শুরু করা যায়। এমনকি খুব কম বাজেটেই যে কেউ এই ব্যবসা দাঁড় করাতে পারেন। এই ব্যবসার সব থেকে গুরুত্বপূর্ণ অংশ হলো সেলুনের জন্য দোকান পছন্দ করা।  তাই খুব বুঝে শুনে সেলুনের দোকান বাছতে হয়। তাই কোন বাজার এলাকায়  কিংবা কোন ভিড় এলাকায় সেলুনের দোকান খোলা উচিত। যাতে মানুষজন  খুব সহজেই এই সেলুনের দোকানে পৌঁছাতে পারেন। তাছাড়া যখনই কোন সেলুনের দোকান চালু করা হবে তখন তার নামকরণও খুবই বুঝেশুনে করার দরকার।

আরও পড়ুন: ফ্রিজ,এসি নাকি গিজার কোনটির জন্য বাড়ছে বিদ্যুতের বিল! জানলে বাঁচবে অনেক টাকা

কারণ যে কোন দোকানের নাম তার পরিচয় হয়ে থাকে। তাই ভালো নাম সেলুনের জন্য ভালো নাম রাখা দরকার। যা খুব সহজেই মানুষের মধ্যে পরিচয় দেবে। সেলুনের দোকানের জন্য বেশ কিছু প্রয়োজনীয় সামগ্রী দরকার। যা বাজারে খুব সহজেই পাওয়া যায়। যেমন দোকানে বড় বড় আয়না লাগাতে হবে।  এছাড়াও চুল দাড়ি কাটার জন্য মেশিন কিংবা কাঁচি চিরুনি বিভিন্ন রঙের হেয়ার কালার এবং বসার জন্য চেয়ার কিনতে হবে। সবথেকে জরুরী সেলুন খোলার আগে সেলুনের সমস্ত কাজ জানতে হবে। কিন্তু কেউ যদি সেলুনের কাজকর্ম না জানেন তাহলে তিনি এই ব্যবসা করতে পারবেন না

ব্যবসা,Business,সেলুন,Saloon,ব্যবসার আইডিয়া,Business Idea,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

মাত্র কুড়ি হাজার টাকা বিনিয়োগ করে  খুব সহজেই এই ব্যবসা শুরু করা যাবে। কিন্তু কেউ যদি দোকানকে খুব সুন্দরভাবে আরও স্টাইলিশ লুক দিতে চান, কিংবা ভালো ফার্নিচার দিয়ে সাজাতে চান তাহলে এই খরচের পরিমাণ আরো বেড়ে যাবে। তবে মনে রাখতে হবে দোকান যত বেশি স্টাইলিশ হবে কাস্টমারদের উপর তত ভালো প্রভাব ফেলবে। সারা  বছর  যেহেতু সেলুনের দোকানে ব্যাপক চাহিদা থাকে তাই একবার সেলুনের দোকান করতে পারলে প্রতিদিন খুব সহজেই দেড় হাজার টাকা আয় হয়েই যায়।

Avatar

anita

X