নিউজ শর্ট ডেস্ক: এই মুহূর্তে স্টার জলসার (Star Jalsha) পর্দায় সম্প্রচারিত সুপার হিট একটি মেগা সিরিয়াল হল গীতা এলএলবি (Geeta LLB)। স্নেহাশীষ চক্রবর্তীর ব্লুজ প্রোডাকশন হাউজের এই মেগায় গীতা একজন দাপুটে উকিল। সিরিয়ালে এই গীতার ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী হিয়া মুখোপাধ্যায় (Hiya Mukherjee)। প্রথম সিরিয়াল এই তাঁর অভিনয় মন জয় করে নিয়েছে দর্শকদের।
তাই এই অল্প কয়েকদিনের মধ্যেই পর্দার গীতা হয়ে উঠেছেন দর্শকের একেবারে ঘরের মেয়ে। দর্শকদের ভালোবাসার ছাপ পড়ছে এই সিরিয়ালের টিআরপি (TRP) তালিকাতেও। তাই জি বাংলার সুপারহিট সিরিয়াল গুলোর সামনে এখন একপ্রকার একাই লড়ে যাচ্ছে স্টার জলসার এই গীতা। প্রতি সপ্তাহেই স্লট লিডার হয়ে এই ধারাবাহিকটি জায়গা করে নিচ্ছে টিআরপি তালিকার চতুর্থ স্থানে। সিরিয়ালের গীতা সবসময় ন্যায়ের পথে চলে।
অন্যায় দেখলেই সে রুখে দাঁড়ায়। তাই সবমিলিয়ে পর্দার এই গীতা দারুন প্রতিবাদি একটি চরিত্র। সিরিয়ালে সদ্য বিয়েও হয়েছে তাঁর। তবে ধারাবাহিকে একটি বিখ্যাত সংলাপও আছে গীতার। তাই দর্শকরা হামেশাই তাঁকে দেখে থাকবেন বিশেষ কায়দা করে হাত ঘুরিয়ে বলতে ‘“কোর্টের ভিতর মুখ চলে, আর কোর্টের বাইরে হাত।’
কিন্তু এতো গেল সিরিয়ালের গীতার কথা। কিন্তু বাস্তব জীবনে এই গীতা অভিনেত্রী হিয়া আসলে কেমন? জানলে হয়তো অবাক হবেন বাস্তব জীবনে নাকি হিয়ার সাথে গীতার মিল নেই একেবারেই। অভিনয়ে আসার আগে একটা সময় টানা ১০ বছর চুটিয়ে মডেলিং করেছিলেন তিনি। এখন তিনি দর্শকদের কাছে গীতা হয়েই ভালোবাসা কুড়োচ্ছেন ঠিকই কিন্তু এই হিয়া একেবারেই গীতার মতো নন। গীতা দাপুটে স্বভাবের হলেও, হিয়া নাকিএক্কেবারেই নরম স্বভাবের।
আরও পড়ুন: পর্দার লক্ষ্মীমন্ত নবনীতা বাস্তবে কেমন? Didi No 1-র মঞ্চে ফাঁস হল অভিনেত্রীর আসল চরিত্র
তবে অভিনেত্রীর জীবনের অনেকখানি জুড়ে আছেন তাঁর মা। কিন্তু হিয়া অভিনয় করুনঃ তেমনটা একেবারেই চাননি তাঁর বাবা। আসলে হিয়ার ঠাকুরদা ছিলেন স্বাধীনতা সংগ্রামী। তাঁর বাবা ছিলেন একজন গবেষক। তাই সবাই চেয়েছিলেন হিয়াও উচ্চশিক্ষা অর্জন করুক। কিন্তু হিয়া চাইতেন অভিনেত্রী হতে। তাই অভিনেত্রী হওয়ার এই লড়াইয়ে বাবাকে তেমনভাবে পাশে পাননি হিয়া। এক সাক্ষাৎকারে এপ্রসঙ্গে অভিনেত্রী বলেছেন, ‘বাবা চাইতেন আমি সাহিত্য নিয়ে কিংবা পড়াশোনা নিয়ে কিছু করি। কিন্তু বাবার ইচ্ছেটা আমি রাখতে পারিনি। সেটাই আমার বাবার আক্ষেপ।’
তবে এখন দর্শকদের কাছে ‘গীতা এলএলবি’ জনপ্রিয় হওয়ার পর নাকি মেয়ের ইচ্ছাকে মেনে নিয়েছেন তাঁর বাবা। হিয়ার কথায়, ‘এখন সন্ধ্যা ০৬.৩০টা বাজার অনেক আগে আমার বাবাই টিভি সেটটার সামনে বসে পড়েন। বাবা-মা দু’জনেই চা খেতে-খেতে টিভিতে আমার অনুষ্ঠান দেখেন। এটা আমার কাছে অনেক বড় পাওয়া। কেউ না দেখুক আমার সিরিয়াল, বাবা-মা দেখলেই হবে। এখন হয়তো আমার বাবা আমার কাজ ভালবাসেন কিন্তু তার বহিঃপ্রকাশ নেই।’