নিউজ শর্ট ডেস্ক: জানুয়ারিতেই ভারতে লঞ্চ হয়েছে হিরোর (Hero) নতুন কমিউটার-স্পোর্টস বাইক হিরো এক্সট্রিম 125R (Hero Xtreme125R)। তুখোড় ডিজাইনের পাশাপাশি দুর্দান্ত মাইলেজের এই বাইকটি টেক্কা দেবে টিভিএস রেইডারকেও। এই বাইকটির এক্স-শোরুম দম ১ লক্ষ টাকা।
হিরো এক্সট্রিম 125R-এর দাম কত?
অত্যাধুনিকপ্রযুক্তি সম্পন্ন হিরোর এই বাইকের দুটি ভ্যারিয়েন্ট রয়েছে – যার মধ্যে নন-ABS বাইকটির দাম ৯৫,০০০টাকা এবং ABS বাইকটির দাম ৯৯,৫০০ টাকা। ই বাইকের অন-রোড প্রাইস পড়বে প্রায় ১.১০ লক্ষ টাকা। কিন্তু, অনেকেরই এত টাকা বাজেট থাকে না। তাই এক্ষেত্রে তাদের একমাত্র ভরসা বাইক ফাইন্যান্সিং। এক্ষেত্রে মাসে মাসে অল্প কিছু টাকা দিয়েই নিজের পছন্দের বাইক বাড়ি নিয়ে আসা যায়।
হিরো এক্সট্রিম 125R : ইএমআই প্ল্যান:
অনলাইন ইএমআই ক্যালকুলেটরের তথ্য অনুসারে, এই বাইক কেনার জন্য ১১ হাজার টাকা ডাউন পেমেন্ট করলে, ব্যাঙ্ক থেকে প্রায় ১ লাখ টাকা লোন নিতে হবে। হিসাব অনুযায়ী ৩৬ মাসের মেয়াদে যদি সুদের হার ৯.৭ শতাংশ হয় তাহলে এক্ষেত্রে প্রতি মাসে ৩,১৯০ টাকার ইএমআই দিতে হবে।
যদি যদি বাইক ফাইন্যান্সের ভিত্তিতে হিরোর এই বাইক কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে এই হিসাবটা জেনে রাখা দরকার। তবে এই বাইক কেনার আগে সমস্ত ফিচার্স এবং স্পেসিফিকেশনগুলি জানা প্রয়োজন
আরও পড়ুন: এক চার্জেই ছুটবে ১০৫ কিমি! সস্তার এই ই-স্কুটারে মিলবে একগুচ্ছ ফিচার্স
হিরো এক্সট্রিম 125R : স্পেসিফিকেশন
হিরোর এই বাইকে পাওয়া যাবে ১২৫ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। যা সর্বোচ্চ ১১.৪ হর্সপাওয়ার এবং ১০.৫ এনএম টর্ক তৈরি করতে পারে। সঙ্গে রয়েছে ৫ স্পিড গিয়ার। হিরো মটোকর্পের এই, বাইকে প্রতি লিটারে ৬৬ কিলোমিটার মাইলেজ পাওয়া যাবে। এছাড়াও এই বাইকার সর্বোচ্চ গতি প্রতি ঘণ্টায় ৯৫ কিমি। বাইকে রয়েছে ১০ লিটার ফুয়েল ট্যাংক ক্যাপাসিটি এবং ১.৬ লিটার রিসার্ভ ফুয়েল ক্যাপাসিটি। জানা যাচ্ছে এই বাইকের কার্ব ওয়েট ১৩৬ কেজি।
হিরোর এই বাইকের সামনে রয়েছে কনভেনশনাল ফর্ক এবং পিছনে হাইড্রলিক শক অ্যাবসর্বার। এছাড়াও বাইকের সামনে আছে ডিস্ক ব্রেক এবং পিছনে ড্রাম ব্রেক। তাছাড়াও অতিরিক্ত ব্রেকিংয়ের জন্য পাওয়া যাবে সিঙ্গেল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম (ABS)। এই বাইকের চমৎকার সব ফিচার্স গুলির মধ্যে পাওয়া যাবে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, ডিজিটাল ওডোমিটার, ডিজিটাল স্পিডোমিটার, ব্লুটুথ কানেক্টিভিটি, গিয়ার ইন্ডিকেটর নোটিফিকেশন এলার্ট, USB চার্জিং এবং LED লাইটিং।