Howrah Bridge

anita

Howrah Bridge: হাওড়া ব্রিজের মোনালিসা’কে মনে আছে? বিয়ের পর এখন এইভাবে দিন কাটচ্ছেন অভিনেত্রী

নিউজ শর্ট ডেস্ক: বাংলা বিনোদন (Tollywood) জগতের অত্যন্ত জনপ্রিয় মুখ হলেন মোনালিসা পাল (Monalisa Pal)। নব্বইয়ের দশকের ছেলেমেয়েদের কাছে আজও মোনালিসা সঞ্চালিত জনপ্রিয় অনুষ্ঠান ‘হাওড়া ব্রিজ’ (Howrah Bridge) মানেই একরাশ পুরনো নস্টালজিয়া। সংগীত বাংলার (Sangeet Bangla) এই  অনুষ্ঠানের সুবাদেই বাংলা জোড়া খ্যাতি পেয়েছিলেন তিনি।

   

একটা সময় মোনালিসা অভিনয় করেছেন বেশ কিছু সিনেমা এবং সিরিয়ালে। তবে তাঁকে সবচেয়ে বেশি জনপ্রিয়তা দিয়েছিল এই হাওড়া ব্রিজ শো’টি। তখনকার দিনে ছেলেমেয়েদের হাতে হাতে এখনকার মতো স্মার্টফোন-ও ছিল না। তাছাড়া সোশ্যাল মিডিয়ার অস্তিত্বও প্রায় ছিল না বললেই চলে।

তাই ঘড়ির কাঁটা ধরে নির্দিষ্ট সময়ে টিভি খুলে সবাই বসে পড়তেন এই সুন্দরী সঞ্চালিকার চিঠি পড়ে শোনানোর অপেক্ষায়।মোনালিসার কথা বলার মধ্যেই ছিল এক অদ্ভুত স্মার্টনেস। সেইসাথে মিষ্টি হাসি,আর  ফাঙ্কি পোশাকই ছিল তাঁর মূল ইউএসপি। যদিও বহুদিন হয়ে গেল এখন আর টেলিভিশনের পর্দায় দেখা যায় না এই অভিনেত্রীকে।

মোনালিসা পাল,Monalisa Pal,হাওড়া ব্রিজ,Howrah Bridge,সংগীত বাংলা,Sangeet Bangla,টলিউড,Tollywood,বিনোদন,Entertainment,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

কিন্তু কোথায় হারিয়ে গেলেন মোনালিসা? এখন কি করছেন তিনি? তাঁকে কেনই বা আর দেখা যায় না টেলিভিশনের পর্দায়। আসলে বছর পাঁচেক আগেই মোনালিসা বিয়ে করেছিলেন তার ছোটবেলার বন্ধু বিশ্বজিৎ সরকারকে। একই স্কুলে পড়তেন দুজনে,এমনকি তাঁদের প্রাইভেট টিউটর-ও ছিল এক। যদিও হাইস্কুলের পর আলাদা হয়ে যান দু’জন।

 আরও পড়ুন: দাদাগিরি জিতলেই বিরাট লাভ! জানেন কি কি উপহার পান বিজয়ীরা?

মোনালিসার স্বামী পড়াশোনার জন্য চলে এসেছিলেন লন্ডন। তবে অভিনেত্রীর স্বামী কিন্তু অভিনয় জগতের সাথে যুক্ত নন একেবারেই।এই মুহূর্তে আইটিতে রয়েছেন তিনি। তাঁর স্বামীর নাম বিশ্বজিৎ সরকার। বছর দুয়েক ছেলে হয়েছে তাঁদের। তাই বর্তমানে স্বামী-সন্তান নিয়েই  সুখে সংসার করছেন মোনালিসা।

যদিও একটা সময় মোনালিসা জানিয়েছিলেন বিয়ের পরেও তিনি অভিনয় করতে চান। তাতে কখনই বাধা হয়ে দাঁড়াবে না তার স্বামী কিংবা সংসার। হয়েওছিল তাই, বিয়ের পর বেশ কিছুদিন অভিনয় করতে দেখাও গিয়েছিল মোনালিসাকে। কিন্তু সন্তান হওয়ার পরেই অভিনেত্রী নিজেই নিজেকে খানিক ইচ্ছাকৃতভাবেই অন্তরালে রেখেছেন। যদিও  মোনালিসার অনুরাগীরা এখনও অপেক্ষা করে রয়েছেন তাঁর ফিরে আসার।