নিউজ শর্ট ডেস্ক: জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত জনপ্রিয় নন ফিকশন শো-গুলির মধ্যে অন্যতম হল ‘দাদাগিরি’ (Dadagiri)। দর্শকদের কাছে এই রিয়ালিটি শোয়ের আকর্ষণের অন্যতম মূল কেন্দ্রবিন্দু হলেন সঞ্চালক সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly)।
চলতি বছরেই ১০ বছর পূর্ণ করেছে দাদাগিরি। তার মধ্যে ৯ বছর ধরেই এই শোয়ের সঞ্চালনা করছেন সকলের প্রিয় দাদা। মাঝে একটি সিজনে অবশ্য সঞ্চালক করা হয়েছিল মিঠুন চক্রবর্তীকে। কিন্তু দাদাগিরির সঞ্চালক হিসেবে তাঁকে মেনে নিতে পারেনি দর্শক।
আর এখন তো প্রতি সপ্তাহের শেষে ‘দাদাগিরি’র মঞ্চে তাঁর সঞ্চালনা দেখার অপেক্ষায় মুখিয়ে থাকেন দর্শক। প্রতি সপ্তাহেই সাধারণ মানুষ কচিকাঁচাদের পাশাপাশি এই মঞ্চে হাজির থাকেন বিভিন্ন পেশার সাধারণ মানুষরাও। কিন্তু দাদাগিরিতে অংশগ্রহণকারী প্রতিযোগী তথা বিজেতারা কি কি উপহার (Gifts) নিয়ে যান বাড়িতে? এই প্রশ্নের উত্তর জানতে চান টেলিভিশনের ওপারে বসে থাকা অধিকাংশ দর্শক।
আজ আপনাদের সেই প্রশ্নের উত্তরই জনাবো। সম্প্রতি দাদাগিরির সেলিব্রেটি স্পেশাল একটি এপিসোডে প্রতিযোগী হিসেবে হাজির হয়েছিলেন ক্যাকটাস ব্যান্ডের অন্যতম বিখ্যাত ভোকালিস্ট সিদ্ধার্থ শংকর ওরফে সিধু (Sidhu)। এদিনের এপিসোডে বিজয়ী হয়েছিলেন তিনি। এই নিয়ে মোট ৮ বার দাদাগিরির বিজয়ী’র ট্রফি হাতে উঠেছে তাঁর।
আরও পড়ুন: আর দেখা মিলবে না মিশকার! ‘অনুরাগের ছোঁয়া’ ছেড়ে নতুন সিরিয়ালে খলনায়িকা হচ্ছেন অহনা?
অষ্টমবার বিজেতা হওয়ার পর দারুন খুশি গায়ক। তাই এদিন দাদাগিরির মঞ্চ থেকে পাওয়া উপহারের ডালি নিয়ে নিজের বাড়ি থেকেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছিলেন সিধু। সেই ভিডিও’র শুরুতেই দাদাগিরির ৮’টি ট্রফির সাথে পরিচয় করিয়ে দেন সিধু। সেই সাথেই দেখান সৌরভ গাঙ্গুলীর সই করা একটি ব্যাট ও একটি ডিউস বল সহ দাদাগিরির লোগো এম্বাসিস করা একটি কফি মগ।
এছাড়াও গিফ্ট হ্যাম্পার হিসাবে সাথে থাকে চানাচুর, কেক, কুকিজ, ১০ কেজি বাসমতি চাল, আইসক্রিম বাউল সেট, ডিকশনারি, গাছ, রান্না করার মশলাসহ আরো অনেক কিছু। এছাড়াও এদিন দাদাগিরি সিজন টেনের বিজেতা হওয়ার জন্য সিধু পেয়েছেন মোটা অংকের টাকার চেক। এছাড়াও ফাস্টেস্ট ফিফটি করার জন্য তিনি পেয়েছেন ৫০ হাজার টাকা। তাছাড়া মোট তিনজন স্পন্সারসদের কাছ থেকে মোট ২৫ হাজার টাকা পেয়েছেন তিনি।