Business Idea

Business Idea: ফুরোবে না টাকার বান্ডিল! বাড়ি বসে এই খাঁটি জিনিস বানিয়েই আয় করুন মোটা টাকা

নিউজ শর্ট ডেস্ক: এখনকার দিনে চাকরি ছেড়ে দিয়েও ব্যবসা (Business) করার দিকে ঝুঁকছেন কম বেশি সকলেই। বিশেষ করে যদি বাড়ি বসেই কোনো ব্যবসা করা যায় তাহলে তা বিশেষ কিসের উপকারী হয়ে থাকে বাড়ির মহিলাদের জন্য। তাছাড়া বাড়ি বসে ব্যবসা করা গেলে অবসরপ্রাপ্ত কর্মচারী কিংবা কলেজ পড়ুয়াদেরও অনেক বেশি উপকার হয়ে থাকে।

আজ আপনাদের জানাবো এমনই এক ধরনের ব্যবসার কথা। যা মাত্র ২০ হাজার টাকা দিয়ে শুরু করেই প্রতি মাসে আয় করা যেতে পারে ৫০ হাজার টাকা। তাই কেউ যদি কম পুঁজিতে কোনো ব্যবসা করার কথা ভেবে থাকেন তাহলে তার জন্য অত্যন্ত লাভজনক একটি ব্যবসা হতে পারে এই ঘি তৈরির ব্যবসা (Ghee Making Business)।

যার জন্য শুধুমাত্র বৈদিক বিলোনা মেশিন কিনতে হবে। আর এতে খরচ হবে মাত্র ২০ হাজার টাকা। এই মেশিন কেনার পর শুধুমাত্র ঘি থেকে দুধ তৈরি করেই সেই ঘি এটা বাজারে বিক্রি করলেই আয় হবে মোটা টাকা। যদিও দুধ কেনার জন্য এবং ঘি তৈরি করার প্যাকেটিং এর জন্য আরও বেশ কিছু টাকা খরচ হতে পারে।

ব্যবসা,Business,ঘি তৈরির ব্যবসা,Ghee Making Business,ব্যবসায়িক বুদ্ধি,Business Idea,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

আসলে বাজারে বরাবরই খাঁটি জিনিসের চাহিদা থাকে তুঙ্গে। বিশেষ করে কেউ যদি কোন ভেজাল ছাড়াই বাড়িতে ঘি তৈরি করে তা বিক্রি করেন তাহলে সেক্ষেত্রে লাভ হবে দ্বিগুণেরও বেশি।

আরও পড়ুন: এবার শুধু অতিরিক্ত খাটুনি নয়, ন্যূনতম মজুরি তুলে দিয়ে ‘লিভিং ওয়েজ’ চালু করছে সরকার

তাছাড়া বড় বড় কোম্পানির তুলনায় প্যাকিং এর ক্ষেত্রেও খরচ অনেক কম পড়বে। তাছাড়া থাকবে না কোন ট্রান্সপোর্ট এর খরচ-ও। যার ফলে এক্ষেত্রে লাভের পরিমাণ-ও হবে অনেক বেশি। আসলে এই ব্যবসা একবার শুরু করতে পারলে সমস্ত খরচ বাদ দিয়েও প্রতিমাসে ৫০ হাজার টাকা করে লাভ করা যেতে পারে।

ব্যবসা,Business,ঘি তৈরির ব্যবসা,Ghee Making Business,ব্যবসায়িক বুদ্ধি,Business Idea,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

কারা এই ব্যবসা শুরু করতে পারেন? আসলে এই ব্যবসা যেমন একজন কলেজ পড়ুয়া করতে পারেন, তেমনি একজন অবসরপ্রাপ্ত ব্যক্তি অথবা গৃহবধূরাও খুব সহজেই এই ব্যবসা শুরু করতে পারেন।

Avatar

anita

X