নিউজ শর্ট সিরিয়াল: এই মুহূর্তে জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত দর্শকদের অত্যন্ত পছন্দের একটি বাংলা সিরিয়াল (Bengali Serial) হল ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul)। নায়ক-নায়িকা মেঘ-নীল (Megh-Neel) ছাড়াও দর্শকদের অত্যন্ত পছন্দের একাধিক গুরুত্বপূর্ণ চরিত্র রয়েছে। তাদের মধ্যে অন্যতম একটি চরিত্র হল মেঘের গায়ক বন্ধু জিষ্ণু (Jishnu)। পর্দায় এই জিষ্ণু ভূমিকায় অভিনয় করছেন অভিনেতা শমীক চক্রবর্তী (Shamik Chakraborty)। প্রসঙ্গত এই জিষ্ণু চরিত্রটি ছাড়াও তাকে দেখা যাচ্ছে স্টার জলসার আরও একটি জনপ্রিয় সিরিয়াল ‘সন্ধ্যাতারা’তে।
যদিও এই ধারাবাহিকে শমীক একজন খলনায়কের ভূমিকায় অভিনয় করছেন। তবে আজ তিনি তাঁর জীবনে যে সাফল্য পেয়েছেন তা কিন্তু একদিনে আসেনি। এদিন মা সোনালী চক্রবর্তীকে নিয়ে দিদি নাম্বার ওয়ানের মঞ্চে এসে নিজের অভিনয় জীবনে আসার সেই স্ট্রাগল নিয়েই মুখ খুলেছিলেন শমীক। তাঁর কথাতেই জানা যায় অনেক লড়াই করেই আজকের এই সাফল্যের মুখ দেখেছেন তিনি।
আদতে কৃষ্ণনগরের ছেলে শমীক অনেক স্বপ্ন নিয়ে এসেছিলেন কলকাতায়। তবে কলকাতায় এসেই কিন্তু প্রথমে কোনো কাজ পাননি তিনি। তখন সেভাবে হাতে টাকাও ছিল না। তাই কোন রকমে মাথা গোঁজার জন্য একটা ছোট্ট ঘর ভাড়া নিয়েছিলেন শমীক। যদিও শমীক জানিয়েছেন সেই সময় তার পাশে ছিলেন না তার বাবা। এমনকি সে সময় তার সাথে বহুদিন পর্যন্ত কথা বলাও বন্ধ করে দিয়েছিলেন তিনি।
তবে এই কষ্টের দিনে সবসময় তাঁর পাশে ছিলেন তাঁর মা। শমীক জানিয়েছেন প্রথমে তিনি কলকাতায় এসে যে ঘরে ভাড়া থাকতেন সেই ঘর একজনের থাকার পক্ষে খুবই কষ্টকর ছিল। কিন্তু তবুও সমস্ত কষ্ট সহ্য করে নিয়েই ওই ছোট্ট ঘরেই ভাড়া থাকতেন অভিনেতা। সেই পুরনো দিনের কথা বলতে গিয়ে এদিন আবেগপ্রবণ হয়ে পড়েন শমীক। তাঁর কথায় ‘একা হাতে রান্না করতাম। ঘর গুছিয়ে রাখতাম। বাথরুম পরিষ্কার করতাম। বাড়ির সব কাজ সেরে তার পর বেরোতাম।’
আরও পড়ুন: অনস্ক্রিন শালির সাথে প্রেমচর্চা! নিজেকে ‘প্লেবয়’ বলছেন দিব্যজ্যোতি!
যদিও পরবর্তীতে নাকি শমীকের বাবা এসেছিলেন তার কাছে। তখন তিনি ছেলেকে ওই ছোট্ট ঘরে থাকতে দেখে তার জন্য একটা ফ্ল্যাট কিনে দিয়েছিলেন কলকাতায়। এরপর বেশ কিছুদিন মডেলিং করতে শুরু করেছিলেন শমীক। দিদি নাম্বার ওয়ান-এর মঞ্চে দাঁড়িয়ে এদিন শমীক জানান দিদি নাম্বার ওয়ান তাঁর জন্য নাকি খুবই লাকি। কারণ দিদি নাম্বার ওয়ান এর মঞ্চে আসার একমাস পরেই নাকি তিনি জিষ্ণু চরিত্রটিতে অভিনয় করার সুযোগ পেয়ে গিয়েছিলেন।