নিউজ শর্ট ডেস্ক: এই মুহূর্তে বাংলা সিরিয়ালের (Bengali Serial) অত্যন্ত জনপ্রিয় একজন খলনায়িকা হলেন জি বাংলার (Zee Bangla) ‘ইচ্ছেপুতুল’ (Iccheputul) সিরিয়ালের নায়িকা ময়ূরী (Mayuri)। পর্দায় তাঁর গা জ্বালানো সংলাপ আর অভিনয় দেখে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন দর্শক। পর্দায় এই ময়ূরী চরিত্র অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা মিশ্র (Sweta Mishra)। এখনকার বাংলা সিরিয়ালের জনপ্রিয় খলনায়িকাদের মধ্যে ময়ূরী অন্যতম।
সিরিয়ালে সারাক্ষণ সে তার নিজের ছোট বোন মেঘের সাথে একের পর এক ষড়যন্ত্র করে চলেছে। যদিও কিছুদিন আগেই সবার সামনে খসে পড়েছে ময়ূরীর আসল মুখোশ। পর্দার এই খলনায়িকা দেখতে যেমন সুন্দরী তেমন একাধিক গুণের অধিকারী।দর্শকমহলে তাঁর অগণিত ফ্যান ফলোয়িং রয়েছে। সবমিলিয়ে নায়িকা হওয়ার সমস্ত গুণই রয়েছে শ্বেতার মধ্যে।
তিনি নায়িকার চরিত্রে অভিনয় করারও প্রস্তাব পেয়েছেন বহুবার। কিন্তু একাধিকবার অফার পেয়েও সেই চরিত্র ফিরিয়ে দিয়েছেন শ্বেতা। কারণ হিসাবে উত্তরে শ্বেতা জানিয়েছিলেন ‘নায়িকা হতে নয় অভিনেত্রী হতে এসেছি’! অভিনেত্রীর পরিশ্রম যে সার্থক তা বোঝা যায় দর্শকদের কথাতেও।
তাই পর্দায় ময়ূরী চরিত্রটিকে দেখে দর্শকরা যতই গালাগাল করুক না কেন। একজন অভিনেত্রীর জীবনে এটাই বোধ হয় প্রাপ্তি। তাই নেগেটিভ চরিত্রে অভিনয় করলেওশ্বেতার তুখোড় অভিনয় দেখে দর্শকদের করও মন্তব্য ‘ভীষণ ভাল অভিনেত্রী। খুব কনভিন্সিং অভিনয় করে। দর্শকদের এত রাগ দেখেই বোঝা যায় ওর অভিনয় দক্ষতা।’ তো লিখেছেন ‘নেগেটিভ চরিত্রে অভিনয় করা কঠিন।একজনের প্রতি প্রচুর ভালোবাসা থাকলেও তার প্রতি ঘৃনা সলুভ আচরন,চিল্লানো,খারাপ কথা বলাটা কঠিন।’
আরও পড়ুন: শেফ আর গোবরদেবীর প্রেম! সাপ-বেজির লড়াই নিয়ে স্টার জলসায় আসছে নতুন সিরিয়াল
প্রসঙ্গত অনেকেই হয়তো জানেন না পর্দার এই ময়ূরীর অভিনয়ের হাতে খড়িটা কিন্তু হয়েছিল বড় পর্দা থেকে। বাংলা সিনেমা প্রেম-টেম-এর হাত ধরে প্রথম বড়পর্দায় অভিনয় করেছিলেন তিনি। এরপর কালার্স বাংলায় ‘জাহানারা’ সিরিয়ালের হাত ধরে প্রথম বাংলা সিরিয়ালে হাতেখড়ি হয় শ্বেতার।
আরও পড়ুন: আর ব্ল্যাকমেইল নয়, মিশকাকে যোগ্য জবাব দিয়ে ফুঁসে উঠল লাবণ্য! ফাঁস তোলপাড় করা পর্ব
তবে পর্দার ময়ূরীর মাথায় সারাক্ষণ কুবুদ্ধি ঘোরাফেরা করলেও পর্দার ময়ূরী বাস্তবে কিন্তু পড়াশোনায় খুবই মেধাবী একজন ছাত্রী। বেশ কিছুদিন থিয়েটারের সাথেও যুক্ত তিনি। এছাড়া একটা সময় বেশ কিচুদিন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসাবেও কাজ করেছেন তিনি।