Indian Railways

Indian Railways: টিকিট কনফার্ম হওয়ার পরেই কাটবে টাকা, ৯৯% মানুষই জানেন না ভারতীয় রেলের এই নিয়ম

নিউজ শর্ট ডেস্ক: এই অনলাইনের যুগে কমবেশি সকলেই ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটেরিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন লিমিটেড অর্থাৎ আইআরসিটিসি-র (IRCTC) মাধ্যমে খুব সহজেই বাড়ি বসে ট্রেনের টিকিট কেটে ফেলতে পারেন। সাধারণত আইআরসিটিসি থেকে টিকিট কাটার জন্য প্রথমেই একটি অ্যাকাউন্ট খুলতে হয়। এই অ্যাকাউন্ট থেকে টিকিট কাটলেই টাকা কেটে নেওয়া হয়ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে।

তাতে টিকিট কনফার্ম হোক কিংবা  আরএসি বা ওয়েটিং লিস্টে যাক টাকা কাটা হয় আগেই। কিন্তু এবার অনলাইনে ট্রেনের টিকিট বুক করার জন্যই একটি সুবিধাজনক উপায় চালু করেছে আইআরসিটিেসি। এর নাম ‘অটো পে’ (Auto Pay)। এটি IRCTC-এর iPay পেমেন্ট গেটওয়েতে সক্রিয় করা হয়েছে। এর মাধ্যমে টিকিট কনফার্ম হলে তবেই অ্যাকাউন্ট থেকে টাকা কাটা যায়।

তাই যতক্ষণ না টিকিট কনফার্ম হচ্ছে ততক্ষণ অবধি অ্যাকাউন্ট থেকে কোনও টাকা কাটা হবে না। ‘আই-পে পেমেন্ট গেটওয়ে’ ব্যবহার করে পেমেন্ট করলে তবেই পাওয়া যায় এই সুবিধা। ইউপিআই, ডেবিট বা ক্রেটিড কার্ডের মাধ্যমেও এই ফিচারের সুবিধা পাওয়া যাবে। IPO অ্যাপ্লিকেশন অর্থাৎ ইনিশিয়াল পাবলিক অফার (আইপিও)-এর ঢঙেই কাজ করে এই পদ্ধতি।

ভারতীয় রেল,Indian Railways,আইআরসিটিসি,IRCTC,অটো পে,Auto Pay,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

শুধু তাই নয়, টিকিট বাতিল হলে তাৎক্ষণিক টাকাও ফেরত পাবেন যাত্রীরা। তবে এখানে বলে রাখি অটো পে সুবিধাটি বিশেষ করে উচ্চ মূল্যের রেলওয়ে ই-টিকিট বা তৎকাল টিকিট বুক করা ব্যবহারকারীদের জন্যই বেশি উপকারী। এই বিশেষ পদ্ধতিতে, রেলের টিকিটের জন্য PNR তৈরি হওয়ার পরেই ব্যবহারকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হয়।

আরও পড়ুন: বাতিল হচ্ছে ঝুড়ি ঝুড়ি আধার কার্ড! আপনি পেলে কি করবেন? জানুন ‘সঠিক’তথ্য

ভারতীয় রেল,Indian Railways,আইআরসিটিসি,IRCTC,অটো পে,Auto Pay,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali 

এই সুবিধা কারা বেশি পাবেন?

যার অনেক বড় অঙ্কের রেলের টিকিট কাটছেন তাঁরা কিন্তু  বিশেষ সুবিধা পাবেন, এছাড়া যাদের ওয়েটিং লিস্টের টিকিট রয়েছে কিংবা তৎকাল টিকিট কাটছেন তাঁদের পক্ষে এই পদ্ধতি সবথেকে উপযোগী। মূলত যখন টিকিট কনফার্ম হওয়ার প্রবণতা কম থাকে,তখন এই পেমেন্ট পদ্ধতি ব্যবহার করা অনেক বেশি সুবিধাজনক । এই পদ্ধতিতে ইনস্ট্যান্ট রিফান্ডের সুবিধাও পাওয়া যায়।

Avatar

anita

X