IRCTC

anita

IRCTC: আর তিন মাস লাগবে না, এবার দিনের দিনই কাটুন রিজার্ভেশন টিকিট

নিউজ শর্ট ডেস্ক: কাছে হোক কিংবা দূরে যে কোন সফরের জন্য আমাদের দেশের অধিকাংশ মানুষই চোখ বুজে ভরসা করে থাকেন ভারতীয় রেলের (Indian Railways) উপর।  আসলে এদেশে ভারতীয় রেলের মতো এত কম খরচে,আরামদায়ক সফরের সুযোগ আর কোন পরিবহন মাধ্যমেই পাওয়া যায় না। তাই অল্প খরচে দ্রুত গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য সকলেরই প্রথম পছন্দ ভারতীয় রেল।

   

এই মুহূর্তে আমাদের দেশের বৃহত্তম এই রেল নেটওয়ার্ককে ‘লাইফ লাইন’ বলেও আখ্যা দেওয়া হয়। স্বাধীনতার আগে ভারতীয় রেলের সফর শুরু হলেও এখনও আমাদের দেশের বেশ কিছু প্রত্যন্ত এলাকায় চলছে রেল নেটওয়ার্ক বিস্তারের কাজ। সেই সাথে যাত্রীদের সফর আরো বেশি আরামদায়ক এবং নিরাপদ করে তোলার জন্য একগুচ্ছ পরিষেবা আনছে ভারতীয় রেল কর্তৃপক্ষ।

শুধু তাই নয় যাত্রীদের সুবিধার কথা ভেবেই ভারতীয় রেলে চালু রয়েছে একাধিক নিয়ম। যার মধ্যে অন্যতম হল ট্রেনের টিকিট (Ticket)। ট্রেনের টিকিট ছাড়া সফর করা রেলের নিয়ম অনুযায়ী আইনত অপরাধ। এমনিতে বছরভর কমবেশি সকলেই দূরপাল্লার ট্রেনে সফর করে থাকেন, অনেকে আবার ঘুরতে যাওয়ার জন্য বা কোন জরুরী কাজের জন্য ট্রেনের টিকিটের অগ্রিম বুকিং করে রাখেন।

ভারতীয় রেল,Indian Railways,আইআরসিটিসি,IRCTC,কারেন্ট রিজার্ভেশন,Current Reservation,লা,Bengal,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

যা রিজার্ভেশন টিকিট নামেই পরিচিত। আর এই টিকিট পাওয়ার জন্য অনেকেই তিন মাস আগে থেকে অগ্রিম টিকিট কেটে রাখেন। তবে অনেকেই হয়তো জানেন না,ভারতীয় রেলের এমনই এক নিয়ম রয়েছে যার ফলে তিন মাস আগে নয়, দিনের দিনই নিজের মোবাইল থেকে রিজার্ভেশন টিকিট কাটা যায় খুব সহজেই।

আরও পড়ুন: এবার কমবে ভিড়, বাংলায় চালু হল আরও একটি নতুন ট্রেন! জানেন কোন রুটে চলবে?

প্রসঙ্গত যারা তিন মাস আগে রিজার্ভেশন টিকিট কাটতে পারেন না তারা বাধ্য হয়েই তৎকাল টিকিটের  ওপরেই ভরসা করেন। কিন্তু অনেক সময় তৎকাল টিকিটও শেষ মুহূর্তে পাওয়া যায় না। তখন বাধ্য হয়েই অনেকে অতিরিক্ত টাকা খরচ করে ফ্লাইটে যাতায়াত করেন। কিংবা ট্রেন সফরই বাতিল করে দেন। তবে এবার যাত্রীদের এই সমস্যার সমাধান করতেই রইল একটি বিশেষ নিয়ম।

ভারতীয় রেল,Indian Railways,আইআরসিটিসি,IRCTC,কারেন্ট রিজার্ভেশন,Current Reservation,লা,Bengal,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

দূরপাল্লার বেশ কিছু এক্সপ্রেস ট্রেন আছে যার জন্য আইআরসিটিসি (IRCTC) থেকে টিকিট কাটলে ট্রেন ছাড়ার আগেও কারেন্ট রিজার্ভেশনের (Current Reservation) টিকিট পাওয়া যায়তবে  এই টিকিট শুধুমাত্র আইআরসিটিসি’র মোবাইল অ্যাপ কিংবা ওয়েবসাইটের মাধ্যমেই ট্রেন ছাড়ার  ৩ থেকে ৪ ঘন্টা আগে কাটা যায়। তবে এখানে বলে রাখি এই কারেন্ট রিজার্ভেশন টিকিট কিন্তু সব ট্রেনের ক্ষেত্রে পাওয়া যায় না। শুধুমাত্র বিশেষ কিছু ট্রেনেই এই কারেন্ট রেজারভেশন টিকিট এর সুবিধা পাওয়া যায়। তবে এটি যে কেউ নিজের মোবাইলের সাহায্যে সহজেই কেটে নিতে পারেন।