ভারতীয় রেল,Indian Railways,কনফার্ম ট্রেন রিজার্ভেশন টিকিট,Confirm Train Reservation Ticket,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

Indian Railways: কনফার্ম টিকিট না থাকলেও ধরবে না TTE, রেলের এই নতুন নিয়ম জানতেন?

নিউজ শর্ট ডেস্ক: দেশের নানা প্রান্তের যাত্রীদের আরামে সফর করার জন্য ভারতীয় রেলের (Indian Railways) জুড়ি মেলা ভার। স্বাধীনতার সেই আগে থেকেই যাত্রীদের সেবায় নিয়োজিত রয়েছে ভারতীয় রেল। প্রতিনিয়ত রেলযাত্রীদের সফর আরও  নিরাপদ আর আরামদায়ক করে তোলার জন্য নিত্য নতুন পরিষেবা চালু করছে ভারতীয় রেল।ভারতীয় রেলে এমনই বহু সুযোগ-সুবিধা রয়েছে। যা জানলে আখেরে লাভ হবে যাত্রীদেরই। সম্প্রতি কনফার্ম ট্রেন রিজার্ভেশন টিকিট (Confirm Train Reservation Ticket) নিয়েই এমনই একটি বড়সড় ঘোষণা করেছে ভারতীয় রেল।

যা থেকে জানা যাচ্ছে যদি কোন যাত্রীর কাছে কনফার্ম ট্রেন রিজার্ভেশন টিকিট না থাকে কিন্তু তাঁর পরিবারের অন্য সদস্যের কন্ফার্ম টিকিট থাকে কিন্তু তিনি যদি বিশেষ কোনো কারণে ট্রেনে সফর করতে না পারেন তাহলে তিনি তার পরিবারের সদস্যের সেই কনফার্ম টিকিটে সফর করতে পারবেন।তবে এক্ষেত্রে তিনি মোট দুই ধরনের সুবিধা পাবেন প্রথমত যাত্রীরা তাদের পরিবারের সদস্যের কনফর্ম টিকিটে ভ্রমণ করতে পারবেন আর এক্ষেত্রে তাকে টিকিট ক্যানসেলেশনের জন্য কোনো টাকা  দিতে হবে না। আসুন জানা যাক ভারতীয় রেলের এই সুবিধা কিভাবে পাওয়া যাবে?

অনেক সময়ে নানান সমস্যার কারণে টিকিট কনফর্ম হওয়ার পরেও অনেকেই ট্রেনে সফর করতে পারেন না। এমন পরিস্থিতিতে হয় তাদের টিকিট বাতিল করতে হয় অথবা তার পরিবর্তে অন্য যে যাত্রী যাবেন তার জন্য একটি নতুন টিকিট কাটতে হয়। কিন্তু তখন কনফার্ম টিকিট পাওয়া খুবই কঠিন। এই সমস্যার সমাধান করতেই যাত্রীদের জন্য এই বিশেষ সুবিধা দিচ্ছে রেলওয়ে। এই নিয়ম বহুদিন ধরে প্রচলিত থাকলেও খুব মানুষই এই বিষয়ে জানেন।

ভারতীয় রেল,Indian Railways,কনফার্ম ট্রেন রিজার্ভেশন টিকিট,Confirm Train Reservation Ticket,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

পরিবারের কোন সদস্যরা এই সুবিধা পাবেন?

এই কনফার্ম টিকিটের বিশেষ সুবিধা তাঁরাই পাবেন যাঁরা সম্পর্কে  ওই যাত্রীর বাবা, মা, ভাই, বোন, পুত্র, কন্যা, স্বামী কিংবা স্ত্রীর হবেন। তবে যাত্রীকে ট্রেন ছাড়ার ২৪ ঘন্টা আগে আবেদন জমা দিতে হবে। এর পরেই, টিকিটে যাত্রীর নাম ক্রস আউট করা হয় এবং যে সদস্যের নামে টিকিট দেওয়া হচ্ছে তার নাম বসানো হয়।

আরও পড়ুন: একগাদা খরচ নয়, এবার মাত্র ১৯৭ টাকায় পৌঁছে যাবেন দার্জিলিং! NBSTC-র স্পেশ্যাল অফার

কখন আবেদন করতে হবে?

যদি কোনো যাত্রী সরকারি কর্মচারী হন এবং তার পরিবর্তে যদি অন্য কেউ যেতে চান তাহলে ট্রেন ছাড়ার ২৪ ঘন্টা আগে অনুরোধ করতে হবে। এছাড়াও কোনো বিয়েতে যাওয়ার জন্যও যদি কেউ এমন পরিস্থিতির সম্মুখীন হন তাহলে বিয়ে ও পার্টির আয়োজককে প্রয়োজনীয় কাগজপত্রসহ ৪৮ ঘণ্টা আগে আবেদন করতে হবে। এই আবেদন অনলাইনেও করা যাবে। এমনকি এনসিসি ক্যাডেটদের জন্যও এই সুবিধা উপলব্ধ রয়েছে।

ভারতীয় রেল,Indian Railways,কনফার্ম ট্রেন রিজার্ভেশন টিকিট,Confirm Train Reservation Ticket,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

একটাই সুযোগ 

ভারতীয় রেলের নিয়ম বলছে, এইভাবে কনফার্ম টিকিট একবারই ট্রান্সফার করা যাবে। অর্থাৎ কোনো যাত্রী যদি তার টিকিট একবার অন্য কারও কাছে ট্রান্সফার করেন, তাহলে তিনি তা আর  অন্য কাউকে ট্রান্সফার করতে পারবেন না।

টিকিট কিভাবে ট্রান্সফার করবেন?

টিকিটের প্রিন্ট আউট নিয়ে, নিকটস্থ রেলওয়ে স্টেশনের রিজার্ভেশন কাউন্টারে যেতে হবে। এরপর যার নামে টিকিট ট্রান্সফার করা হবে, তার আধার বা ভোটার আইডি কার্ডের মতো আইডি প্রুফ লাগবে। এরপরে কাউন্টারে টিকিট ট্রান্সফারের জন্য আবেদন করতে হবে।

Avatar

anita

X